টেকটিউন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, Google Adsense নিয়ে একটি আলাদা বিভাগ করা হলে আমার মনে হয় ভালো হবে। এতে করে আমরা যারা Google Adsense নিয়ে কাজ বর্তমানে করছি, অথবা ভবিষ্যতে করব এবং যারা নিয়মিত Google Adsense এর বিভিন্ন Tutorial বা Problem-Solution নিয়ে Blogging করছেন এবং যারা এ থেকে প্রতিনিয়তই উপকৃত হচ্ছেন তারা তাদের সুবিধার জন্যে বতর্মান ও অতীতের সকল Blog/Tune গুলো একটা Platform এ পেত। এর ফলে পাঠকদের মূল্যবান অনেক সময় বেঁচে যেত এবং এ সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করাটাও সহজ হতো বলে আমি মনে করি। তেমনি Yahoo Publisher Network, Outsourcing/Freelancing এ সকল বিষয়েও আলাদা বিভাগ করা প্রয়োজন।
আমি sajjathossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাজ্জাদ ভাইয়ের সাথে আমি একমত। Google Adsense নিয়ে আলাদা একটি বিভাগ খোলা উচিৎ। এ ব্যাপারে টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।