Google Adsense নিয়ে আলাদা বিভাগ, দৃষ্টি আকর্ষন, টেকটিউন কর্তৃপক্ষ…

টেকটিউন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি, Google Adsense নিয়ে একটি আলাদা বিভাগ করা হলে আমার মনে হয় ভালো হবে। এতে করে আমরা যারা Google Adsense নিয়ে কাজ বর্তমানে করছি, অথবা ভবিষ্যতে করব এবং যারা নিয়মিত Google Adsense এর বিভিন্ন Tutorial বা Problem-Solution নিয়ে Blogging করছেন এবং যারা এ থেকে প্রতিনিয়তই উপকৃত হচ্ছেন তারা তাদের সুবিধার জন্যে বতর্মান ও অতীতের সকল Blog/Tune গুলো একটা Platform এ পেত। এর ফলে পাঠকদের মূল্যবান অনেক সময় বেঁচে যেত এবং এ সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জন করাটাও সহজ হতো বলে আমি মনে করি। তেমনি Yahoo Publisher Network, Outsourcing/Freelancing এ সকল বিষয়েও আলাদা বিভাগ করা প্রয়োজন।

Level 0

আমি sajjathossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাজ্জাদ ভাইয়ের সাথে আমি একমত। Google Adsense নিয়ে আলাদা একটি বিভাগ খোলা উচিৎ। এ ব্যাপারে টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

ইন্টারনেট এ টাকা আয় করার সব থেকে নির্ভরযোগ্য ও ভালো উপাই হচ্ছে গুগোল এ্যাড্‌সেন্স্‌।এই জন্য এটা নিয়ে আর একটা বিভাগ খুললে খারাপ হবে না। কিন্তু গুগোল এ্যাড্‌সেন্স্‌ এর আয় করা যতটা না কঠিন আবার ঠিক ততটাই সহজ।শুধু কয়েকটি টিপস অবলম্বন করলে দেখেন পানির মত সহজ হয়ে গেছে।আর একবার এটা ভালো ভাবে শুরু করতে পারলে আর কোন প্রব্লেম হয় না।

My Opinion :
Yes, I am also agree with this matter. And hopefully, as soon as possible , techtunes authority will be follow up this matter.

Help :
Please see my websites and make a best suggestion for me

http://www.comitworld.co.cc
http://banglabahrain.ucoz.com

Notes : Both sites are under construction…….

Thanks to all
Al Amin
Kingdom of Bahrain

Level 0

প্রস্তাবটা মন্দ নয়।

Level New

linking vai apnar help chai….phone number or IM id diben???

হু…. অবশ্যই আলাদা একটি বিভাগ খুলা উচিৎ এতে নবীন ও প্রবীন Adsense ব্যবহারকারি সকলেরই অনেক উপকার হবে। আমিও আপনার সাথে একমত sajjathossain ভাই।

@ Robayeth আমার হেল্প লাগবে তা আগে বলবেন না?? আপনার মোবাইল অথবা আই এম দিলে তো আমি ই কন্ট্যাক্ট করতাম। যায় হোক এর আগে আপনি আরও ২ টি টিউনে আমার এ্যাড্রেস চাইছেন। আমি দিয়েছিলাম বাট্‌ দুঃখের বিষয় আপনি তা দেখেন নি।
যায় হোক আপাতত আপনার আপনার ইয়াহু ম্যাসেঞ্জার এ লগিন করে আপনার ব্রাউজার এ এই লেখাটি লিখে ymsgr:sendim?saif_satkhira2 এন্টার প্রেস করুন তারপর লিংকইনওয়ার্ল্ড ভাই এর সাথে লাইভ্‌ চ্যাট করুন। মোটামুটি সব সময় পাবেন আমাকে।
ওহ্‌ আমার ওয়েব সাইট এই তো আমদের কন্ট্যাক্ট নাম্বার ছিল… যায় হোক ধন্যবাদ আপনাকে।

আমি মনে করি না এর জন্য কোন বিভাগের দরকার আছে শুধু ছয়টি টিপস অবলম্বন করলেই মাসে প্রায় $500 ইনকাম করা যায়। যার বিশ্বাষ না হবে সে আমার সাথে বাজি ধরেন তারএডসেন্স একাউন্টে $500 ইনকাম করাইয়া দেব।

শাকিল ভাই আপনি আর দেরি কইরেন না plz এখনি টিপস গুলো Publish করেন plzplzplz plz plz pzl plz plz plz

@ শাকিল ভাই, আপনার মতামতের জন্যে আপনাকে ধন্যবাদ। আপনি Adsense Expart আপনাক কথা আলাদা, কিন্তু আমরা যারা নতুন Adsense নিয়ে ভাবছি বা এখনো শিখছি তাদের কথা ভেবেই আমি এই প্রস্তাবটি করেছি এবং যে সকল পাঠকরা টেকটিউনস এ নতুন আসবেন তারাও যদি Adsense বিষয়ে আগ্রহী হন তবে তাদেরও এ বিষয়টি জানতে বা খুঁজে পেতে সুবিধা হবে যদি Adsense এর আলাদা বিভাগ থাকে।

আপনার সাথে বাজি ধরতে চাচ্ছিনা, আপনার কথা বিশ্বাস করেছি। আপনার 6 টি টিপস শিখতে চাই, কিভাবে সম্ভব বলেন ? আমি wed design & development এর কিছুই জানিনা, রিসন্টলি আমি Adsense সম্পর্কে আগ্রহী হয়েছি এবং wed design & development শিখতে শুরু করেছি, এখন মাত্র HTML/XHTML শিখছি। আমার কোনো Blog Site ও নাই, প্রচলিত Blog Site গুলোর Interface আমার ভালো লাগে না, আমি Professional Site বানাতে চাই। আপনি যদি আমাকে Help করতে রাজী থাকেন তবে আমি কিছুদিনের মধ্যে Professional কাউকে দিয়ে আমার Site বানাবো। আমি মাসে $500 আপাতত Income করতে চাইনা এখন আমার $300 হলেই চলবে, তবে তা হতে হবে নিয়মিত অর্থাৎ প্রতি মাসে। তাহলে এখন থেকে আর Job খুঁজবো না সময়টা Adsense এর পিছনেই দিব।
আমার Mail ID ও Cell no. দিলাম, আপনি আমাকে 1 টা Mail অথবা SMS দেন আমি আপনার সাথে যোগাযোগ করব।
Mail ID: [email protected] Cell : 01923 48 14 50
Note : আমি প্রফেশনালি আপনার থেকে Help নিতে রাজী আছি/আপনাকে আপনার সহযোগীতার জন্যে উপযুক্ত সম্মানী দিতে প্রস্তুত আছি।

সম্মানী বলতে কি আপনি টাকা বোঝাচ্ছেন? আমি আমার সাধ্যমত এমনিতেই সহযোগীতা করবো। টাকা দিয়ে কি হবে? টাকার জন্য আপনাদের সহযোগীতা করবো? কষ্ট পেলাম এমন কথায়।

আপনাকে কষ্ট দেয়ার জন্যে আমি এমনটা বলিনি ভাই, ভুল বুঝবেন না, বাংলায় একটা প্রবাদ আছে না “চুন খেয়ে মুখ পুড়লে দৈই দেখলে ডরাই” আমার অবস্থা অনেকটা ঐ রকম ই, ছোট্ট জীবনে ভাই অনেক তিক্ত অভিজ্ঞতা হইছে তাই একটু গা বাঁচাইয়া চলার চেষ্ট আরকি।
যা হোক আপনার মেইল আইডি ও ফোন নং আপনার টিউন থেকে সংগ্রহ করলাম, আমি কিছুদিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করব।

@ আমার সাথে যোগাযোগের কোন দরকার নাই। আমার টিউন দেখেন। সেখানেই পাবেন।

পড়লাম, আমার একার ভুলের জন্যে সবার প্রতি বিরুপ হওয়া মনে হয় ঠিক হবে না ভাই । ঠিক আছে আমি না হয় আপনার সাথে যোগাযোগ করব না কিন্তু আমি যদি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেই এবং তার বিনিময়ে তাকে সম্মানী দেই সেটা কি দোষের ? আপনি হয়তো প্রফেশনাল না আমি বুঝতে ভুল করেছি কিন্তু আপনিইবা কেন আমাকে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে সময় দিবেন ? আমি তো টেকটিউনসের মাধ্যমে না আপনার কাছে আলাদা করে সহযোগীতা চেয়েছিলাম তাই না ? এবং তাতে আপনার কিছুটা সময়. মেধা ও শ্রম ব্যয় হতো তাই নয় কি ? আর সেই ক্ষেত্রে আপনাকে সম্মানী অফার করাটা কি আমার ভুল ? আপনি সহযোগীতা না করলেও একদিন আমি Adsense বিষয়ে শিখবই, আর ততদিন যদি সুযোগ থাকে Adsense থেকে আয়ও করব। যে ব্যক্তি কোনো রকমের মন্তব্য সহ্য করতে পারেনা তার তো Blog এ আসাই উচিত না। একটা বিষয় মনে রাখবেন ভাই মানুষ সব কিছু মায়ের পেট থেকে শিখে আসে না। আপনার এগ্রেসিভ কমেন্ট পড়ে খুবই আহত হলাম, আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি তো আমার পরবর্তী কমেন্টে বিষয়টা ব্যাখা করেছিলাম ! আপনি আমার সাথে বিষয়টা ডিসকাস করতে পারতেন Blog তো এ জন্যেই তাই না। আমি মনে করি Blog বন্ধুত্ব গড়ার একটা Platform কিন্তু কোনো ভুল বোঝাবুঝি হলেই যদি এমন কমেন্ট দেন তাহলে…..যা হোক ভাই, আমার তরফ থেকে Sorry for everything

@ sajjathossain আপনি পারলে আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন। আশা করি এ্যাড্‌সেন্স্‌ সম্পর্কে আপনাকে কিছু টা হেল্প করার চেষ্টা করবো। তবে আমি হয় তো এক্ মাসে $500 আয় করার মত কিছু করে দিতে পারবো না তবে কিছুটা হলেও হেল্প করতে পারবো।

@ sajjathossain আমি আপনাকে কোন বিরুপ উদ্দেশ্য নিয়ে মন্তব্য করিনি। আমি বলেছি আমারটিউনে এসব ব্যাপার আছে। আচ্ছা আপনি আমার সাথে যোগাযোগ করুন। আপনার এগ্রেসিভ কমেন্ট পড়ে খুবই আহত হলাম, আপনি আমাকে ভুল বুঝেছেন, আমি তো আমার পরবর্তী কমেন্টে বিষয়টা ব্যাখা করেছিলাম ! আপনি আমার সাথে বিষয়টা ডিসকাস করতে পারতেন Blog তো এ জন্যেই তাই না। আমি মনে করি Blog বন্ধুত্ব গড়ার একটা Platform কিন্তু কোনো ভুল বোঝাবুঝি হলেই যদি এমন কমেন্ট দেন তাহলে…..যা হোক ভাই, আমার তরফ থেকে Sorry for everything

@ শাকিল ভাই, আপনার ছয়টি টিপস আমরা কি পেতে পারি না? আর যদি পাবার অধিকার থাকেই তা কিভাবে পাবো? বলবেন প্লিজ!

ভাই অবশ্যই পাবেন টিউন তো করি আপনাদের জন্যই।

@Link In World, thanks brother, I’ll communicate with you within few day, you know, i need a proper guideline/instruction about google adsense, I’ve no strong idea about that. Can i get your email id & cell no. ?
my cell no is 01923 48 14 50, you can send me a sms then I’ll call you.

@Shakil Bhai, thanks brother.

শাকিল ভাই, আপনার টিউন গুলো আমি পড়েছি, তবে সব কিছু এক জায়গায় হলে ভালো হত না? এটা আপনার কাছ থেকেও হতে পারে।

ধন্যবাদ আপনাকে।

Level 0

Sei 6 ti Tips ar paowa holo na. Afsos……………………………………………………………………….