এ কথা সত্য যে আমরা অনেকেই দীর্ঘদিন যাবত Google Adsense নিয়ে নাড়াচাড়া করে আসছি। আর যারা এখনও শুরু করিনি তারা শিঘ্রই শুরু করার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু Yahoo!-র ও যে Adsense আছে সে বিষয়ে আমরা কতটুকু জানি? বিষয়টা যারা জানেন টিউনটি তাদের পড়ার দরকার নেই। আমি নতুন কিছুই বলবো না। যারা জানেন না তাদের জন্যই এই টিউন।
আমরা যাকে Yahoo! Adsense বলছি এর প্রকৃত নাম Yahoo! Publisher Network. এটি গুগলের মত জনপ্রিয় হতে পারেনি কারন এর কিছু ব্যবহারিক জটিলতা আছে। সে বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো।
Yahoo! Publisher Network-এ অংশগ্রহণ করতে আপনাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে।
প্রথম ধাপ- রেজিস্ট্রেশন
রেজিস্ট্রশনের জন্য আপনাকে এখানে যেতে হবে। (মনে রাখবেন Yahoo! Business ID কিন্তু সাধারণ Yahoo! ID থেকে আলাদা) আপনার রেজিস্ট্রশন ফরমটি যথাযথভাবে পূরণ করুন।
আপনাকে যা অবশ্যই পূরণ করতে হবে-
এর সাথে আপনি আপনার কোম্পানীর নাম ও ফ্যাক্স নাম্বার যোগ করতে পারেন তবে তা বাধ্যতামূলক নয়।
এবার আপনি Terms and Conditions পড়ে যদি সম্মত হন তবে “I Agree” তে ক্লিক করুন। আপনাকে ইয়াহু আইডি, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্যের কনফার্মেশন পেজ-এ নিয়ে যাওয়া হবে। এই পেজটি প্রিন্ট আউট করে রাখুন।
দ্বিতীয় ধাপ - একটিভেশন
আপনি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর আপনকে Yahoo!-র পক্ষ থেকে একটি নিশ্চিতকরণ মেসেজ পাঠানো হবে। এখানে প্রদত্ত লিংক এক ক্লিক করলে আপনাকে লগইন পেজ-এ নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি প্রথম ধাপে যে একাউন্টটি তৈরী করেছেন তাতে লগইন করুন।
লগইন করার পর আপনাকে নিচের পেজের মত একটি পেজে নিয়ে আপনার ট্যাক্স সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হবে।
চিহ্নিত বাটনটিতে ক্লিক করার পর আপনাকে নিচের মত একটি ফরম দেয়া হবে। ফরমটি নির্দেশনা অনুযায়ী পূরণ করুন।
উল্লেখ্য- আপনি দেখবেন ফরমটির কিছু অংশ আগের থেকেই পূরণ করা আছে সে তথ্য অনুসারে যা আপনি ইয়াহুকে আগে জানিয়েছিলেন।
Signature-এর স্থানে আপনার পূর্ণ নাম লিখুন। উল্লেখ্য টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী এখানে আপনার নাম লেখা স্ট্যাম্প-এ স্বাক্ষর করার শামিল। তাই স্বাক্ষর করার আগে নিশ্চত হয়ে নিন আপনার প্রদত্ত তথ্যাবলী সঠিক। অন্যথায় আপনি ইয়াহুর কাছ থেকে কোন টাকা পাবেন না।
আপনা ট্যাক্স ইনফরমেশন প্রদান করার পর আপনাকে আপনার পেমেন্ট টাইপ নির্ধারণ করতে হবে।
আপনি দুইভাবে আপনার পেমেন্ট নিতে পারেন
আপনার পছন্দের অপশন সিলেক্ট করুন এবং
আপনি সফলভাবে আপনার সমস্ত তথ্য প্রদান করার পর আপনার একাউন্টটি এ্যকটিভ হয়ে যাবে।
তৃতীয় ধাপ-ক্রিয়েট এন্ড প্লেস এ্যাডস্
এখান থেকে প্রয়োজন অনুযায়ী এ্যাড তৈরী করুন এবং আপনার ওয়েবসাইটে প্লেস করুন।
বিস্তারিত দেখুন-http://publisher.yahoo.com/sell/ContentMatch.php?loc=USYPN0005
আমি মামুন সৃজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্বেচ্ছাবসরে
আমি সাইন আপ করতে পারছি না লিংক টি সরাসরি দিন । ধন্যবাদ