ওয়ালটনের চারটি ক্যামেরা ফোকাসড স্মার্টফোন!

স্মার্টফোন উৎপাদনের জন্য দেশীয় বাজারে অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন তাদের স্মার্টফোন উৎপাদনের শুরু থেকেই সাশ্রয়ী দামে গ্রাহকদের মাঝে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দিচ্ছে। একটি স্মার্টফোনে যা যা ফিচার দরকার সকল দারুণ দারুণ ফিচার সাশ্রয়ী দামে সবার মাঝে তুলে দেয়ার অন্য দেশের বাজারে ওয়ালটন স্মার্টফোনের একটি অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে।

আজকের আর্টিকেলে আমরা ক্যামেরার জন্য উপযোগী এবং বেশ ভালো ওয়ালটনের ৪টি দারুণ স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আজকের তালিকায় যে যে স্মার্টফোন থাকছে, সেগুলো হল: প্রিমো জেডএক্স৪, প্রিমো এস৮, প্রিমো এস৮ মিনি এবং প্রিমো আরএক্স৯।

Primo ZX4

এই তালিকায় সবার উপরে থাকবে যে প্রিমিয়াম ফোন সেটি হচ্ছে প্রিমো জেডএক্স৪। প্রিমো জেডএক্স৪ এর বর্তমান বাজার মূল্য ২৬৯৯৯ টাকা।  প্রিমো জেডএক্স৪ এই সবচাইতে বড় আকর্ষণের কথা যদি বলতে হয়, তবে সেটি হচ্ছে ডিভাইসটির ক্যামেরা সেকশন। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাবেন শক্তিশালী পেন্টা ক্যামেরা সেটাপ। এর পেন্টা ক্যামেরা সেটআপে রয়েছে, ৬৪ মেগাপিক্সেল সনি IMX682 মেইন সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর (up to 112°), ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, ২ মেগাপিক্সেল মনো পোর্ট্রেইট সেন্সর।

একনজরে প্রিমো জেড-এক্স ৪ স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • হেলিও জি৯৫ চিপসেট
  • অ্যান্ড্রয়েড ১১
  • ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম
  • ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি-প্লাস এলটিপিএস ডিসপ্লে প্যানেল
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর
  • ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ পেন্টা ক্যামেরা সেটাপ
  • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Primo RX9

আপনার বাজেট যদি ১৬ হাজার টাকার আশেপাশে হয়, তবে আমার আরেকটি যে ট্রেন্ডী এবং বাজার কাঁপানো স্মার্টফোন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিমো আরএক্স৯।

প্রিমো আরএক্স৯ এর বাজার মূল্য ১৬৯৯৯ টাকা।  আরএক্স৯ স্মার্টফোনটিতে ওয়ালটন অফার করছে একটি শক্তিশালী কোয়াড ক্যামেরা মডিউল। যেখানে স্মার্টফোনটির মেইন শুটার হচ্ছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা প্রাইমারি সেন্সর, ওয়াইড এঙ্গেলে ৫ মেগাপিক্সেল সেন্সর; ফোনটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব করার জন্য এই সেটআপে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর পরিশেষে ডেপথ সেন্সিং এর জন্য ২ মেগাপিক্সেল সেন্সর।

প্রিমো আরএক্স৯ ডিভাইসটিতে পাবেন রিচ ফিচারড ক্যামেরা ইউআই। হেভিলি কাস্টমাইজড এই ক্যামেরা ইউআইতে আপনি পাবেন নানারকম শুটিং মোড এবং সেটিংস অপশন। আরএক্স৯ এর ফ্রন্ট ক্যামেরার সাথে পেয়ে যাবেন প্যানারমা সেলফি শুটিং মোড। পাশাপাশি রিয়ার ক্যামেরার সাথে পাবেন প্যানারমা এবং ম্যাক্রো শুটিং মোড। ডিভাইসটির ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর আপনাকে এই শুটিং মোডটি দিয়ে দারুণ দারুণ সব ম্যাক্রো ফটোগ্রাফি করতে সহযোগিতা করবে।

আরেকটি চমক থাকছে স্মার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায়; আরএক্স৯ স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে ছোট্ট কিউট একটি পাঞ্চ হোলের ভেতর এই ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অবস্থান। সর্বোপরি, ভ্লগার কিংবা সেলফি লাভারদের জন্য এই ফ্রন্ট ক্যামেরা দারুণ কাজে দিবে। আর ২০ মেগাপিক্সেল সেন্সর থাকার ফলে স্মার্টফোনটির ফেস আইডি সিকিউরিটি সুবিধাটি বেশ ভালই কাজে দিবে। ফোনের ক্যামেরা অ্যাপে ফ্রন্ট ক্যামেরার জন্য পেয়ে যাবেন প্যানারমিক সেলফি মোড। যে প্যানারমিক সেলফি মোড ব্যবহার করে আপনি ওয়াইড এঙ্গেলে সেলফি ক্যাপচার করতে পারবেন।

একনজরে প্রিমো আরএক্স৯ স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • অ্যান্ড্রয়েড ভার্সন ১১
  • ১২ ন্যানোমিটার ফিন-টেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম/ ইন্টারনাল স্টোরেজ
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট
  • পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল
  • ১৬+৫+২+২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ
  • ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
  • ইউএসবি টাইপ-সি পোর্ট

Primo S8

ডিজাইন, হার্ডওয়্যার, ক্যামেরা এবং বাজেট সবদিক দিয়েই পারফেক্ট এমন একটি স্মার্টফোন যদি চান…তবে এবার আপনাকে পরিচয় করিয়ে দেই প্রিমো এস৮ স্মার্টফোনের সাথে। দারুণ কোয়াড ক্যামেরা সেটাপ, শক্তিশালী হেলিও জি৮৮ সহ গেমিং চিপসেট এবং দারুণ বেজেললেস ডিসপ্লের সাথে প্রিমো এস৮ হতে পারে এই সময়ে ২০ হাজারের বাজেটে অন্যতম একটি সেরা স্মার্টফোন। প্রিমো এস৮ স্মার্টফোনটির বাজার মূল্য ২০৯৯০ টাকা।

গেমিং এর জন্য ডিভাইসটিতে হাইপার-ইঞ্জিন প্রযুক্তি সহকারে মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপসেটটি পাওয়া যাবে। সম্পূর্ণ সিস্টেম কে ব্যাকআপ দিবে এর ডিডিআরএক্স৪ র‍্যাম। তাছাড়াও স্টোরেজ নিয়ে যারা চিন্তা করেন, তাদের সেটি নিয়েও ভাবতে হবেনা। কেননা, ফোনটিতে পাওয়া যাবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তাতেও যদি আপনার না পোষায় তবে আপনি ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ডও লাগাতে পারবেন।

একনজরে প্রিমো এস৮ স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • ৪জি কানেক্টিভিটি (ভো-এলটিই সহ)
  • অ্যান্ড্রয়েড ১১
  • হেলিও জি৮৮ চিপসেট (হাইপার ইঞ্জিন ২.০ প্রযুক্তি সহ)
  • র‍্যাম ৬ জিবি, রম ১২৮ জিবি
  • ৬.৭৮ ইঞ্চি এইচডি LTPS ডিসপ্লে প্যানেল, ৯০ হার্জ রিফ্রেশ রেট
  • ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট
  • সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

Primo S8 Mini

এই স্মার্টফোনে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যেখানে একটি ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে, পাশাপাশি আরও থাকবে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। প্রিমো এস৮ মিনি সামনে এবং পিছনে উভয় পাশ দিয়েও ৪কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফোনটিতে আরো থাকছে ফ্রন্টে পাওয়া যাবে একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর।  স্মার্টফোনটির ৪ জিবি ভেরিয়েন্টের দাম ১৪৯৯৯ টাকা এবং ৬ জিবি ভেরিয়েন্টের দাম ১৬৬৯৯ টাকা।

একনজরে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সাথে ভিস্মার্টওএস
  • ৬ দশমিক ৫৩ ইঞ্চি এফএইচডি+ এলটিপিএস ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ-সেট
  • ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্ট
  • ৬৪ জিবি ইউএফএস ইন্টারনাল স্টোরেজ
  • কোয়াড ক্যামেরা সেটাপ (১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর)
  • ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ডুয়াল সাইড ৪কে রেকর্ডিং
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি
  • কুইকচার্জ ৩ সাপোর্ট এবং রিভার্স চার্জিং প্রযুক্তি

এই ছিল ওয়ালটনের ক্যামেরা ফোকাসড ৪টি স্মার্টফোন নিয়ে আমাদের আজকের আলোচনা। আশাকরি স্মার্টফোন গুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন। ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতই এই স্মার্টফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি, পাশাপাশি অন্যান্য সুবিধাদি তো রয়েছেই। সর্বোপরি মনোযোগ দিয়ে আমাদের আজকের আর্টিকেলটি পড়বার জন্য ধন্যবাদ।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস