সেদিন আমারছোট ভাই এর কাছ হতে মজার ব্যাপার জানলাম, অবশ্য মজার সাথে সাথে কিছু টা বিরক্তও হয়েছিলাম, আজ সেই মিশ্রিত প্রতিক্রিয়াই সবার সাথে শেয়ার করার উদ্দেশ্যেই এই টিউন। এই আধুনিক যুগে, গ্রাফিক্স কার্ডের এত উন্নতি হবার পরেও কোন প্রগামার যদি সেই কম্যান্ড প্রম্পট এ মুভি দেখানোর প্রচেষ্টাতেই পড়ে থাকেন, তবে তাতে অবাক হবার কথাই বটে? নাকি বলেন? আচ্ছা এবার আসল প্রসংগে আসা যাক, কিভাবে কম্যান্ড প্রম্পট এ টেক্সট এর মাধ্যমে সচল চিত্র দেখবেন বলিঃ কাজ টার জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট এর সাথে যুক্ত থাকতে হবে, আর টেলনেট ব্যবহার করতে হবে (কোন কারনে আপনার পিসি তে যদি টেলনেট ব্লক করা থাকে তবে তা আনব্লক করতে হবে)।
যথারিতি রান প্রগাম ব্যবহার (জানালা কি চেপে r চাপলেই রান উইন্ডো আসবে অথবা start-->run এ যেতে পারেন। ) করে telnet towel.blinkenlights.nl লিখে এন্টার করলেই শুরু হয়ে যাবে এই মুভি ।
বিস্তারিত দেখতে এখানে আমার ছোট ভাইয়ের লেখা দেখুন।
নীচে কিছু স্ক্রিন শট দেওয়া হলঃ
সতর্কবানীঃ মুভি টি আমার কাছে অতি বোরিং মনে হয়েছে। আমি শুধু ওদের এই পাগলামি টা তুলে ধরার জন্য এই টিউন করেছি, কাজেই এই টিউন অনুসরন করে মুভি দেখে সময় নষ্ট করার জন্য লেখক দায়ী থাকবেন না। হাহাহাহাহা ।
আমি সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অতি সাধারন একজন মানুষ। তাই দেশ ও দশের উপকারে আসে এমন কিছু উদ্ভাবন করে অসাধারন হবার চেষ্টায় নিজেকে ব্যস্ত রাখার তীব্র ইচ্ছা টাকে পুরন করাই আমার হবি, হা হা হা। ইলেক্ট্রনিক যন্ত্রপাতি আর বিজ্ঞান বিষয়ক বই আমাকে দারুন ভাবে আকর্ষন করে থাকে। পেষায় একজন কম্পিউটার প্রকৌশলী।
দারুন লাগলো। 🙂