অনেকেই নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে গেমিং’কে খুবই গুরুত্বের সাথে রাখেন। তবে বাজেটে গেমিং এর জন্য ভালো স্মার্টফোন খুঁজে বের করা অনেক বেশি দুষ্কর। বাংলাদেশী স্মার্টফোন উৎপাদনকারী কোম্পানি হিসেবে ওয়ালটন শুরু থেকেই সাশ্রয়ী দামে দেশের মানুষের জন্য নানান মডেলের স্মার্টফোন নিয়ে আসছে। আমরা আজকের এই আর্টিকেলে ওয়ালটনের ৪টি দারুণ স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব, যেগুলো বাজেটের মধ্যেই আপনাকে দারুণ গেমিং অভিজ্ঞতা দিতে সক্ষম।
আমরা সেরা বাজেটে ওয়ালটনের যে গেমিং স্মার্টফোনগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে: প্রিমো এইচ১০, প্রিমো এনএক্স৬, প্রিমো এস৮ মিনি এবং প্রিমো এস৮।
প্রিমো এইচ১০ স্মার্ট-ফোনটিতে গেমিং এর জন্য রয়েছে ২ দশমিক ৩ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসর। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়া-টেকের হেলিও জি সিরিজের জি৩৫ চিপ-সেট। প্রিমো এইচ১০ স্মার্ট-ফোনটি ৪ জিবি এবং ৬ জিবি দুটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। স্মার্ট-ফোনটিতে পাওয়া যাবে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি অতিরিক্ত স্টোরেজ যাদের দরকার হবে, তারা অতিরিক্ত ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করার তো সুযোগ পাচ্ছেনই! গেমিং এর জন্য বড় ডিসপ্লে থাকা অনেক বেশি জরুরি; আর প্রিমো এইচ১০ স্মার্ট-ফোনটিতে পাচ্ছেন ৬ দশমিক ৫২ইঞ্চি আইপিএস ডিসপ্লে।
প্রিমো এইচ১০ এর ৪ জিবি র্যাম ভেরিয়েন্টের দাম পরবে ১৩৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ভেরিয়েন্টের দাম পরবে ১৫৫৯৯ টাকা।
প্রিমো এনএক্স৬ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া-টেকের হেলিও জি৮৫ চিপ-সেট। হেলিও জি৮৫ মিডিয়া-টেকের একটি মিড রেঞ্জ স্মার্টফোনের জন্য গেমিং চিপ-সেট। শাওমি তাদের রেডমি নোট ৯ এবং রেডমি নোট ১০ লাইট ডিভাইসেও এই একই চিপসেটের ব্যবহার করেছে। হেলিও জি৮৫ চিপসেটের আরেকটি অন্যতম দিক হচ্ছে, এটি অনেক বেশি জিপিইউ ক্লক স্পিড প্রোভাইড করে। হেলিও জি৮৫ হচ্ছে একটি অক্টাকোর সিপিইউ, যেখানে ২টি কর্টেক্স-এ৭৫ পারফরমেন্স কোর এবং ৬টি কর্টেক্স-এ৫৫ পাওয়ার কোর একসাথে কাজ করে। এই চিপ-সেটটির বাজ স্পিড ২ গিগাহার্জ।
স্মার্ট-ফোনটিতে থাকছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম। প্রিমো এইচ১০ স্মার্টফোনের মতই এতেও থাকছে বড় সাইজের ডিসপ্লে। আর প্রিমো এনএক্স৬ এর ডিসপ্লেটি হচ্ছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির আইপিএস প্যানেল। গেমিং স্মার্টফোনের জন্য ব্যাটারি ব্যাকআপ বেশি হওয়া অনেক বেশি হওয়া জরুরি, সেই দিক থেকেও প্রিমো এনএক্স৬ ডিভাইসটি এগিয়ে থাকবে। কেননা এতে ব্যবহার করা হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফুল চার্জে এই ব্যাটারি দিয়ে অনায়াসে সারাদিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব হবে।
প্রিমো এনএক্স৬ স্মার্টফোনের বর্তমানে বাজার মূল্য ১৫৯৯৯ টাকা।
বর্তমান সময়ে বাজারে ওয়ালটনের অন্যতম ট্রেন্ডি এবং হাইপে ওঠা অন্যতম একটি স্মার্টফোন হচ্ছে প্রিমো এস৮ মিনি। প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে দেয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপ-সেট। আর বাজেট স্মার্টফোন হিসেবে গেমিং এর জন্য প্রিমো এস৮ মিনির এই স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দিয়ে খুব দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। প্রিমো এস৮ মিনি স্মার্টফোন ৪ জিবি র্যাম এবং ৬ জিবি র্যাম দুটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে পাওয়া যাবে ৬৪ জিবি ইউএফএস মেমোরি।
স্মার্টফোনটির ৪ জিবি ভেরিয়েন্টের দাম ১৪৯৯৯ টাকা এবং ৬ জিবি ভেরিয়েন্টের দাম ১৬৬৯৯ টাকা।
আমরা আলোচনা করলাম প্রিমো এস৮ মিনি স্মার্টফোন নিয়ে; এই এস৮ মিনি স্মার্টফোনেরই মূল ভার্সন হচ্ছে প্রিমো এস৮। প্রিমো এস৮ স্মার্ট-ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া-টেকের হেলিও জি৮৮ চিপ-সেট। এটি মিডিয়া-টেকের খুবই শক্তিশালী গেমিং চিপ-সেট। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে ১২৮ জিবি, আর ডিভাইসটিতে অতিরিক্ত ২৫৬ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহারের সুযোগ তো থাকছেই।
প্রিমো এস৮ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চি ফুলএইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। ৯০ হার্জ ডিসপ্লে বলে গেমিং এও এই স্মার্ট-ফোনটি দিয়ে খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে। বর্তমানে প্রিমো এস৮ স্মার্টফোনের বাজার মূল্য ২০৯৯০ টাকা।
এই ছিল গেমিং এর জন্য আজকের আলোচিত সেরা কয়েকটি ওয়ালটন স্মার্টফোন। সবগুলো স্মার্টফোনেই আপনি ওয়ালটনের অন্য সকল ফোনের মতন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর আপনার বাজেট হিসেবে যে স্মার্ট-ফোনটি আপনার সাথে মিলে যায়, সেই স্মার্টফোনটিকেই আপনার পরবর্তী গেমিং স্মার্টফোন বানিয়ে ফেলতে পারেন বা কাউকে উপহার দিতে পারেন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।