আমার নতুন ব্লগ…

Blogspot এ একটা সাইট খুললাম। খুব বেশি ভাল হয় নাই। http://banglanewsarchive.blogspot.com শাকিল ভাই একটু দেইখেন। কেমন হয়েছে জানালে খুশি হতাম। আরো কি কি করা উচিত তা অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগীতায় আমি এতটুকু করতে পেরেছি। আজই Google Adsence এ $0.50 উপার্জন করেছি। ভালই লাগছে।

Level 2

আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমত বলছি ব্লক নয় ব্লগ। এরপর লিংকটা ঠিক ভাবে দেন নাই। তারপরও আমি ওই সাইটে গিয়ে দেখলাম। আপনার পেইজে আপনি ব্লগের মেইন যে কোড তা এডিট করতে গিয়ে ন্যাভবারটি সরিয়েছেন। এজন্য আপনার সাইট স্প্যাম লিস্টেড হতে পারে। পাশে এডের সংখ্যা আরো বাড়াতে পারেন। আর পাশের লিংক এডটিকে 200 X 90 সাইজ করুন। ওপরের এডটি পাশে আরো বাড়াতে পারেন কারন ওই জায়গাটুকু খালি পড়ে আছে। সার্চ ইঞ্জিনটি ওপরে মাঝে দিন। আর আপনার প্রোফাইলে আপনার নাম্বারটি দেখে বুঝলাম আজ আপনি আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছেন। আর প্রোফাইলে আপনার কলেজ দেখে বলছি আপনিতো আমার বাসার পাশের কলেজে পড়েন।

আরেকটা কথা ব্লগে লেভেল যোগ করুন। তাতে এডসেন্স থেকে আরো বেশী আয় হবে।

হ্যাঁ আমি ও শাকিল ভাই এর কথার সাথে এক মত।
আজ Google Adsence এ $0.50 উপার্জন উপার্জন করেছেন এই জন্য আপনার ভালো লাগছে। তবে আপনার এই ভালো লাগা কে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি আপনার সাইট এ হোম্‌ পেইজ থেকে দুইটা এবং সার্চ ইঞ্জিনে সার্চ করে দুইটা এ্যাড্‌ এ ক্লিক করলাম আশা করি আরও বেশি খুশি হবেন।

Level 2

many many thnx “www.Linkinworld.com” & shakil vi. এডিট করতে গিয়ে ন্যাভবারটি সরে গেছে। এটি ওপরে আসছে না। কি করা যাবে বলতে পারেন। আমি কয়েকবার ট্রাই করেছে কিন্তু ওপরে আসে না।
কি করা যায় বলেন তো,,,,

Level 2

ন্যাভবারটি সরে যাবার ফলে কি আমার ব্লগের কোন মারাত্মক সমস্যা হতে পারে। কিভাবে এটি সমাধান করব। জানালে খুশি হতাম।

Level 0

শাকিল ভাই আমার http://almaraj.blogspot.com/ টি visit করলে গুরু খুব খুশি হব। গুরু অাপনার সাহায্য । Browsing , blogs making এ অাপনাকে গুরু মনে করি। এই লাইনে অাপনাকে গুরু মানি । শাকিল ভাই আমার জন্য দোয়া করবেন।

Level 0

শাকিল ভাই আমার http://almaraj.blogspot.com/ টি visit করলে গুরু খুব খুশি হব। গুরু অাপনার সাহায্য অামার খুব দরকার। Browsing , blogs making এ অাপনাকে গুরু মনে করি। এই লাইনে অাপনাকে গুরু মানি । শাকিল ভাই আমার জন্য দোয়া করবেন।

Level 0

গুরু আমার Email address- [email protected]

Level 0

আপনার লিংক কাজ করছে না … কপি করে ঢুকলাম ।
আপনার ব্লগের নেভিগেশন বার কয়েকদিন এরকম থাকবে । এরপর ঠিক হয়ে যাবে । তবে আপনি চাইলে নেভিগেশন বার মুছে ফেলতে পারেন । তাহলে দেখতে আরো সুন্দর লাগবে ।

Level 0

Almaraj ভাই… দোয়াতে কাজ হবে না । আপনি শাকিল ভাইয়ের নির্দেশনা মত এগিয়ে যান ।
lanju ভাই… একটা ক্লিক করলাম… দেখেন কত হইছে ।

Level 2

ধন্যবাদ ক্লিক করার জন্য। নেভিগেশন বার মুছে ফেলব কেমন করে?