Blogspot এ একটা সাইট খুললাম। খুব বেশি ভাল হয় নাই। http://banglanewsarchive.blogspot.com শাকিল ভাই একটু দেইখেন। কেমন হয়েছে জানালে খুশি হতাম। আরো কি কি করা উচিত তা অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগীতায় আমি এতটুকু করতে পেরেছি। আজই Google Adsence এ $0.50 উপার্জন করেছি। ভালই লাগছে।
আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথমত বলছি ব্লক নয় ব্লগ। এরপর লিংকটা ঠিক ভাবে দেন নাই। তারপরও আমি ওই সাইটে গিয়ে দেখলাম। আপনার পেইজে আপনি ব্লগের মেইন যে কোড তা এডিট করতে গিয়ে ন্যাভবারটি সরিয়েছেন। এজন্য আপনার সাইট স্প্যাম লিস্টেড হতে পারে। পাশে এডের সংখ্যা আরো বাড়াতে পারেন। আর পাশের লিংক এডটিকে 200 X 90 সাইজ করুন। ওপরের এডটি পাশে আরো বাড়াতে পারেন কারন ওই জায়গাটুকু খালি পড়ে আছে। সার্চ ইঞ্জিনটি ওপরে মাঝে দিন। আর আপনার প্রোফাইলে আপনার নাম্বারটি দেখে বুঝলাম আজ আপনি আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছেন। আর প্রোফাইলে আপনার কলেজ দেখে বলছি আপনিতো আমার বাসার পাশের কলেজে পড়েন।