আপনি নিশ্চই Radio goongoon এর কথা শুনেছেন।
হ্যা,Radio goongoon বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন রেডিও স্টেশন।যদি না যেনে থাকেন তাহলে এখানে ক্লিক করুন।সব যেনে যাবেন।তবে আপনি এখন চাইলে নিজেই তৈরি করতে পারেন Radio goongoon এর মত জনপ্রিয় কোন রেডিও স্টেশন।
এর জন্য লাগবে-
১.Winamp-5.54
২. Shoutcast dsp plug-ins
এখানে ক্লিক করুন।তাহলে যে পেজ আসবে তা থেকে Download/Be a DJ ক্লিক করুন।তাহলে একটি পেজ আসবে।এখন Instraction-Windows এর নিচে দেখান স্থান থেকে প্রথমে winamp এ ক্লিক করে এটি ডাউনলোড করে নিন।install করুন।তারপর দ্বিতিয় লাইন থেকে here স্থানে ক্লিক করে Shoucast dsp plug-ins ডাউনলোড করে install করে নিন।
তারপর এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন sign up করে নিন।sign up করার পর আপনার ইমেইল এ প্রাপ্ত confirmation link এ ক্লিক করে login করুন।ব্যস আপনার 50% কাজ শেষ।বাকি কাজ আপনার নিজের করতে হবে।এখানে লিখে দেখানোর চেয়ে আমার মনে হয় আপনি vidio দেখলে আরও ভাল বুঝতে পারবেন।এতে আপনার কাজ সহজ হবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
টিউন পরার জন্য ধন্যবাদ।ভালো মনে করলে মন্তব্য করুন।
আমি rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 48 টি টিউন ও 126 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো কিছু দিতে চাই সব সময়।
গতবছর একবার বানিয়েছিলাম। তবে পরে আর কন্টিনিউ করি নাই।