একটি সফটওয়ার দিয়েই খুলুন যেকোন জিপ ফাইল

আমরা অনেকেই winzip অথবা winrar ব্যবহার করে থাকি । কিন্তু ওগুলো নির্দিষ্ট কয়েকটি ZIP ফাইল খুলতে পারে । এগুলো সবার মুখে মুখে প্রচার হওয়ায় বেশীরভাগ মানুষেই এগুলো ইউস করে থাকে । যার ফলে অন্য কোন ফরমেটের জিপ ফাইল খুলতে অন্য কোন সফটওয়ার ব্যবহার করতে হয় । কিন্তু আমরা যদি সবগুলো জিপ ফাইল একটি সফটওয়ার দিয়ে খুলতে পারি তাহলে দুই বা ততোধিক সফটওয়ার ইউস করার প্রয়োজন হবে না । এতে আপনার হর্ডডিস্কে কিছু পরিমান জায়গা হলেও বেচে যাবে ।

সফটওয়ারটির সুবিধাসমূহঃ

1. যেসব ফাইল ওপেন করতে পারেঃ ZIP, CZIP, ACE, CAB, RAR, TAR, GZIP, LZH, BZ2, SQX, RS, UUE, XXE, BASE64, UCL, ARJ, ZLIB, ALIB, RPM, DEB, 7-ZIP .

2 . যেসব ফাইল তৈরি করতে পারেঃ 7z, ZIP, CZIP, Cab, LHA, TAR, TAR GZ TAR BZ2, ACE (optionale DLL), Deepfreezer, SQX, UCL, RS, ZIP-SFX/LHA-SFX, RAR-SFX, UUE/XXE, ZLIB and Base64.

3 . জিপ রিপেয়ার করতে পারে ।

4 . বিভন্ন ভাষায় যেমন English, German, Italian, Spanish, french, portugues-br, Swedish, Thai and Russian ইনস্টল করতে পারবেন ।

ইচ্ছা করলে সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

ফ্রি মুভি ডাউনলোড করুন এখান থেকে ।

সফটওয়ারটি কারও কাজে আসলেই আমার টিউনটি সার্থক হবে । ধন্যবাদ

Level New

আমি হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে, এক সফটওয়্যার দিয়ে বিভিন্ন জীপ ফাইল ওপেন্‌ করার আরেকটি সফটওয়্যার হল : আই জি আর্ক । আপনার বর্ননাকৃত সফটওয়্যার টি দিয়ে .bin বা .iso ওপেন্‌ করা না গেলেও, এই জিনিস দিয়ে তাও ওপেন্‌ করা যাবে। সব ধরনের জিপ ফাইল ছাড়াও মাত্র ৪ মেগাবাইট এর এই সফটওয়্যার টি এমন কি .img অর্থাৎ বুট ইমেজ ফাইল ও এটা দিয়ে ওপেন্‌ করা সম্ভব। ডাউনলোড করে নিতে পারেনঃ এখান হতে। আপনার টিউন টির জন্য ধন্যবাদ কারন এটিই আমাকে এই সফটওয়্যার এর কথা মনে করিয়ে দিল ভাবলাম এটাও টিউনারদের সাথে শেয়ার করা দরকার।

7-zip.org is another good archiving tool

ও ভালো কথা যেটা বলতে ভুলে গিয়েছিলাম, সময়ের অভাবে আই জি আর্ক এর সব ফিচার কিন্তু আমি ব্যবহার করিনি, তাই আপনারা কেউ করে থাকলে বা কোন সমস্যা থাকলে তা অবশ্যই এখানে উল্লেখ করবেন, যাতে খামোখা কাউকে ডাউনলোড করে পস্তাতে না হয়। ধন্যবাদ।

Level 0

হামিদ ভাই, সফটওয়্যারটার নামই তো দিলেন না। আর লিংক তো দেখি বেটা ভার্সনের।

Level New

কেন ভাই বেটা ভার্সন খারাপ নাকি ।

Comments are closed.