না! এই ‘গান’ সেই গান নয়। এটা হল বন্দুকের গান(GUN)। এক্টিভিশন ও নেভারসফট এর তৈরী করা এই ওয়েস্টার্ন গেম গান।
এ গেম এ আপনাকে কল্টন হোয়াইট নামক এক লোকের চরিত্রে খেলতে হবে। যেকিনা তার বাবা নেড এর সাথে স্টিমারে করে যাওয়ার সময় দুবৃত্তদের আক্রমনের শিকার হয়। স্টিমার ধ্বংশ হলে সে আবিস্কার করে সে ২ দিন ধরে অজ্ঞান ছিল।
তারপর সে তার বাবার এক বান্ধবীর খোজ পায়। তার বাবার বান্ধবী বিপদে পড়লে তাকে বাচায় কল্টন। এলাকার শেরিফ তা দেখতে পেয়ে তাকে শেরিফের চাকরি দিয়ে দেয়। এরপর বহু বাহাদুরী দেখিয়ে শেরিফের মন জয় করে নেয় একসময়। কিন্তু কাহিনী এতই সরল নয়। বরং ততই জটিল যত সরল মনে হয়। কল্টন আসলে এর ইন্ডিয়ানের সন্তান যাকে এ গেমের প্রধান ভিলেন মেরে ফেলে। তাকে তার পালক বাবা নেড লালন পালন করে বড় করে। কল্টন একসময় তা জানতে পারে এবং ভিলেনের সাংগ পাংগকে মেরে তাকেও মেরে ফেলে শেষে। ভিলেন আসলে তার আসল বাবাকে মারে একটা মুল্যবান জিনিষের জন্যে যা তাদের নিয়ে যায় সোনার তৈরী শহরে।
কল্টন হোয়াইট
গান গেমটি খেললে মনে হবে যেন ১৯ শতকের গ্র্যান্ড থেফট অটো গেম। গেমটি খোলা প্রকৃতির। যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। গেমটির একটি আকর্ষনিয় দিক হল ঘোড়ায় চড়া। আপনার যেমন ঘোড়া যখন ইচ্ছা তখন নিতে পারবেন (নিতে আপনি বাধ্য কারন এত বড় এলাকায় আপনি দৌড়ে কতক্ষনে যাবেন?)। তাছাড়া ঘোড়া থেকে গোলাগুলি ও ঘোড়ার খুড় দিয়ে আঘাত করা সম্ভব। শত্রুকে ঘোড়া থেকে গুলি করে ফেলে দেয়া যায়। গেম এর সবচেয়ে বড় শক্তি হল এর কাহিনী। তবে পরিতাপের বিষয় হল কাহিনীটা ছোট। মাত্র ছয় ঘন্টার সাইড মিশন বাদে। সাইড মিশনগুলোর মাধ্যমে আপনার দক্ষতা বাড়বে। তবে সাইড মিশন শেষ করা সম্পুর্ন আপনার ইচ্ছার উপর নির্ভর করে।
তাছাড়া আরেকটি আকর্ষনিয় দিক হল এর কুইক ড্র। এটি আসল কুইক ড্র এর মত স্লো মোশনে আপনাকে গুলি করতে সহায়তা করে।
কুইক ড্র ভিশন
গেমটির কাটসিনগুলো দেখলে আপনি আবিভুত হয়ে পড়বেন। এতনিখুত এনিমেশন করা হয়েছে মোশন সেন্সরের মাধ্যমে। গেমের মিউজিকগুলো অসাধারন। পুরোপুরি ওয়েস্টার্ন।
একটি কাটসিন
বহু আকর্ষনীয় ওয়েস্টার্ন মিশন পার করতে হবে যেমন আপনার আস্তানা রক্ষা করা, জেল থেকে পালনো, ইন্ডিয়ানদের বাঁচানো, বন্ধুকে ফাশিঁর হাত থেকে বাঁচানো সবই করতে হবে।
পরিশেষে বলা যায় গেমটি খেললে মনেই হবেনা গেম খেলছেন। বরং ওয়ের্স্টান কোন মুভি দেখছেন। গেম খেলার সময় গেমের মধ্যে হারিয়ে যাবেন। গেমের কাহিনী শেষ করা পর্যন্ত উঠতেই ইচ্ছা করবেনা।
তাহলে আজই খেলতে বসে যান “গান”।
ঘোড়ার একশন
মিনিমাম কনফিগারেশনঃ
পেন্টিয়াম ৩- ১.৮ GHZ অথবা এএমডি এথলন ১৮০০ বা সমতুল্য কিংবা বেশি।
২৫৬ MB র্যাম
২.৮ GB হার্ড ডিস্কে যায়গা
ডাইরেক্ট এক্স ৯
শেডার মডেল ১ অথবা বেশি। (শেডার মডেল না থাকলেও গেম চলবে কিন্তু একটা মিশনে যেয়ে ক্র্যাশ করবে গেম)
ডাউনলোড করুন
http://www.mediafire.com/?n9cx6szuxum
http://www.mediafire.com/?yzwwdmeolyd
http://www.mediafire.com/?9n4duinntef
http://www.mediafire.com/?g7qimmm1zlx
http://www.mediafire.com/?mmqyl61akcm
http://www.mediafire.com/?ymnwmso20cj
http://www.mediafire.com/?0xxwj2ze0tw
http://www.mediafire.com/?4hozjyvjvmf
http://www.mediafire.com/?whldbjaf0zb
http://www.mediafire.com/?f2zd9wz4wkl
http://www.mediafire.com/?2xxyzkzccmz
http://www.mediafire.com/?9oymny0hd5m
http://www.mediafire.com/?df712onozyw
http://www.mediafire.com/?pkmbc4skmvl
http://www.mediafire.com/?by19ief9tvd
http://www.mediafire.com/?zzi5t4hynvo
আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................
খেলতে বসে গেলাম ‘গান’ 🙂