কেটে ফেলুন যে কোন ফাইল এবং জোড়া লাগিয়ে ফেলুন নিমিষেই

এখন আমরা 4 জিবি , 8 জিবি পেনড্রাইভ ব্যবহার করে থাকি । কিন্তু অনেকে 1 জিবি , 2 জিবি ব্যবহার করি । 1 জিবি অথবা 2 জিবি পেনড্রাইভে বড় সাইজের কোন মুভি নেয়া যায় না অথবা কেটে কেটে নিতে হয় । কেটে কেটে নিলে ছবি দেখার মজাটাই নষ্ট হয়ে যায় বা টুকরো টুকরো ফাইল দেখলে অনেকেরই বিরক্ত লাগে । কিন্তু একটি সফটওয়ার আছে যা আপনি ব্যবহার করলে ফাইলগুলো কেটে কেটে আপনি আপনার কম্পিউটারে নিতে পারবেন এবং মূল ফাইল যদি একটি থাকে তাহলে আপনি আবার সেটিকে একটি ফাইলে রুপান্তরিত করতে পারবেন । এতে আপনার কম্পিউটারের নিরাপত্তাও বৃদ্ধি পাবে যেমন আপনি চান না কেউ আপনার পারসোনাল মুভিগুলো দেখুক । তাহলে আপনি সেগুলোকে টুকরো করে রেখে দিন । তাহলে ঐ সফটওয়ার ছারা ওগুলো জোড়া না লাগিয়ে চালানো যাবে না ।
a

সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড করে নিন । আশা করি সফটওয়ার টি অবশ্যই আপনাদের কাজে আসবে ।

ব্যবহার করুন পরে ভাল লাগলে মন্তব্য দিবেন ।

ফ্রি মুভি ডাউনলোড করুন এখান থেকে । প্রতিদিনই আপডেট করা হয় ।

Level New

আমি হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good ধন্যবাদ

এই কাজের জন্য অবশ্য আমি Splitter.exe নামের অতি ছোট (মাত্র ৪১ কিলোবাইট এর , যা ডাউনলোড করতে লাগবে মাত্র কয়েক সেকেন্ড ) ব্যবহার করে আসছি, আমার কাছে এর থেকে সহজ কোন ফাইল স্পিলিটার বা স্লাইসার অন্য কোন সফটওয়্যার কে মনে হয়নি। আপনিও ব্যবহার করে দেখতে ডাউনলোড করতে পারেন এখান হতেঃ http://linkinworld.com/softwares.htm । কেটে ফেলতে স্পিলিট বাটন এবং জোড়া লাগাতে স্লাইস বাটন ব্যবহার করুন।

Level New

ভাই আামার কাছে এটাই ভাল লাগে । আর আপনি ইচ্ছা করলে এটা একবার ব্যবহার করে দেখতে পারেন ।

@hamid
আপনার কথা পুরোপুরি ঠিক নয়। স্প্লিট করার পরও পার্ট-1 ফাইলটা মিডিয়া প্লেয়ার দিয়ে দেখা যায়। আপনি ট্রাই করে দেখুন।

@সুমন
আমি hjsplit ব্যবহার করছি। আপনার দেয়া Splitter ব্যবহার করেছি। দুটোই ভালো। যার কাছে যেটা পছন্দের।

Level New

ধন্যবাদ

Level 0

ami file joint korte parsina. doya kora janaben. thank you

Level New

আপনি ওপেন করলেই দেখবেন join লেখা আছে । ওখানে ক্লিক করে যেখানে কাটা ফাইলগুলো আছে সেখানটা দেখিয়ে দিন ।দেখালে একটি মাত্র ফাইল দেখাবে এবং যেখানে সেভ করতে চান সেখানে সেভ করুন । ধন্যবাদ ।

Comments are closed.