প্রশ্নঃ গুগল এডসেন্স নিয়ে

Google Adsence এর কাজ করার অনেক আগ্রহ আমার। কিন্তু মাঝে মাঝেই সমস্যায় পড়ছি আমি। মনে অনেক প্রশ্ন। বর্তমানে কিছু জিনিস লিখলাম। কেউ যদি একটু হেল্প করেন তাহলে অনেক উপকৃত হতাম।

  • আমি কি একটা Google Adsence একাউন্ট এ একাধিক ওয়েবসাইট Add করতে পারব? পারলে কিভাবে?
  • Blogger, Woedpess থেকে ফ্রি একাউন্ট করলে কি Google Pay করবে?
  • বাংলায় ওয়েবসাইট তৈরি করলে ভাল হবে নাকি ইংরেজিতে?

Level 2

আমি নাজমুল হাসান। Country Head, Harpstring Investment, Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 165 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Google Adsence একাউন্ট এ একাধিক ওয়েবসাইট Add করতে পারবেন না … তবে একাধিক সাইটে এড দিতে পারবেন ।
Blogger, Woedpess থেকে ফ্রি একাউন্ট করলে গুগল অবশ্যই পে করবে ।
বাংলা অথবা ইংরেজি একটা করলেই হলো তবে অবশ্যই কপি পেস্ট নয় । এবং ভালো কন্টেন্ট রাখতে হবে ।

Level 2

ধন্যবাদ সজিব ভাই।
আমি বাংলা বিভিন্ন পত্র-পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ, মজার খবরগুলো দিয়ে ব্লগ খুলতে চাচ্ছি।
কেমন হবে?

@shojib
“Google Adsence একাউন্ট এ একাধিক ওয়েবসাইট Add করতে পারবেন না … তবে একাধিক সাইটে এড দিতে পারবেন।” — ঠিক বুঝলাম না। আমি তো আমার aminmehedi আইডিতে একাধিক ওয়েবসাইট এড করে রেখেছি এবং এড দিচ্ছি। শুধু তাই না গুগল পে করছে সেগুলোতে। আবার এক সাইটের এড আমি অন্য সাইটেও ব্যবহার করছি, কিন্তু কোনো সমস্যাতো দেখলাম না।

@lanju
আমি বাংলায় ওয়েবসাইট তৈরি করে দেখেছি গুগল সেগুলোতে ভালো এড দেখায় না। বা ফ্রি এড দেখায়। কারণ ইউনিকোডে তৈরি থাকার কারণে গুগল সেগুলোর কন্টেন্ট পড়তে পারেনা বিধায় এমন হয়। শাকিল ভাই এখানে এর সমাধান দিয়েছিলেন। কিন্তু আমি সহ কয়েকজন তা পারিনি। বাধ্য হয়ে এখন বৈশাখী ফন্টে তৈরি করেছি। এবং গুগলের এড দেখতে পাচ্ছি।

Level 2

@মেহেদী ভাই, Google Adsence-এ একাধিক ওয়েবসাইট Add করব কেমনে। বাংলা ওয়েবসাইট তাহলে করা যাবে না? বৈশাখী ফন্টে লিখলে কি কোন সমস্যা হবে না। বিস্তারিত জানালে উপকৃত হতাম।

Level 0

আমি Google Adsence পেতে চাই, যদি কেও আমাকে Help করেন আমি তাকে Pay করব। আমার সাথে যোগাযোগ করুন এই Number এ +8801831337108.