বিভিন্ন মডেলের স্মার্টফোনে ওটিএ আপডেট দিচ্ছে ওয়ালটন!

দেশের বাজারে মানসম্মত স্মার্টফোন আনবার জন্য অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। প্রতিনিয়ত ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ওয়ালটন নিত্যনতুন মডেলের নানানরকম স্মার্টফোন বাজারে নিয়ে আসে। দামে সাশ্রয়ী হবে বলে যে মানের দিক দিয়ে কার্পণ্য হবে সেটিও কিন্তু নয়! সাশ্রয়ী দামে নিয়মিত ভালো মানের স্মার্টফোন বাজারে নিয়ে আসে ওয়ালটন।

ইলেক্ট্রনিকস যন্ত্রের মধ্যে বর্তমান সময়ে সবচাইতে দ্রুত প্রগতি ঘটছে যে ডিভাইসের সেটি হচ্ছে স্মার্টফোনের! আজকের সময়ে প্রযুক্তিগত দিক দিয়ে স্মার্টফোনের মতন ডিভাইসে যেভাবে উন্নতি সাধন হচ্ছে, তার গতি অনেক বেশি। হার্ডওয়্যারের দিক দিয়ে যেমন স্মার্টফোনগুলো ব্যাপক উন্নত হচ্ছে, তেমনিভাবে সফটওয়্যারের দিক দিয়েও হচ্ছে!

বর্তমান সময়ে বাজারে টিকে থাকতে হলে একটি স্মার্টফোনের যেমন হার্ডওয়্যারের দিক দিয়ে শক্তিশালী হতে হবে! তেমনিভাবে সেই স্মার্টফোনকে সফটওয়্যারের দিক দিয়েও হতে হবে আপডেটেড। সফটওয়ারের দিক দিয়ে পিছিয়ে থাকলে যেমন অন্যসব স্মার্টফোনে থেকে সেটি পিছিয়ে থাকবে; তেমনি ভাবে ব্যবহারকারিরা লেটেস্ট সকল আপডেট এবং সফটওয়্যার অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাবেনা।

স্মার্টফোন কোম্পানিগুলো যেন দূর থেকেই প্রতিটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দিতে পারে, সেই জন্য স্মার্টফোনে একটি বিশেষ ফিচার থাকে যার নাম ওটিএ। ওটিএ এর পূর্ণরূপ হচ্ছে অভার দা এয়ার। ওয়ালটনের প্রতিটি স্মার্টফোনেই এই বিশেষ ফিচারটি বিদ্যমান। সম্প্রতি তারা তাদের বিভিন্ন স্মার্টফোনে এই ওটিএ এর মাধ্যমে বিভিন্ন স্মার্টফোনে সফটওয়্যার আপডেট প্রদান করেছে।

আর এই স্মার্টফোনগুলো হচ্ছেঃ প্রিমো জেডএক্স৪, প্রিমো জিএইচ ১০, প্রিমো আরএক্স৯, প্রিমো এনএক্স৬ এবং প্রিমো এস৮। এই স্মার্টফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যবহারকারিরা ওটিএ এর মাধ্যমে এই নতুন সফটওয়্যার আপডেটগুলো ডাউনলোড করে নিয়ে তাদের ফোনে ইন্সটল করে নিতে পারবেন।

ব্যবহারকারীদের নিত্যনতুন ফিচার এবং স্মার্টফোনকে সময়ের সাথে তাল মিলিয়ে রাখতে ওয়ালটনের তাদের স্মার্টফোন গুলোর জন্য এই সফটওয়্যার আপডেট প্রদান, দেশীয় প্রতিষ্ঠান হিসেবে সত্যিই প্রশংসনীয় ব্যাপার।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস