ওয়ালটনের জিএইচ সিরিজ মানেই সেরা বাজেটে সেরা স্মার্টফোন। সম্প্রতি ওয়ালটন তাদের জিএইচ সিরিজের অধীনে নতুন একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে যার নাম হচ্ছে, ওয়ালটন প্রিমো জিএইচ ১১। মূলত ১০ হাজার টাকার নিচে যারা বেস্ট আজকের এই আর্টিকেলে প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জানব,
প্রিমো জিএইচ ১১ এর বক্সে যা যা থাকছেঃ প্রিমো জিএইচ১১ ডিভাইসটি, একটি চার্জিং এডাপ্টার, একটি ডাটা ট্রান্সফার কেবল, একটি ট্রান্সপারেন্ট কভার, একটি সিম ইজেক্টর পিন এবং একটি ওয়ারেন্টি কার্ড।
প্রিমো জিএইচ১১ বাজারে তিনটি কালারে, তথাঃ গ্র্যাস গ্রিন, ব্লু এবং গ্রে ব্লু তিনটি কালারে পাওয়া যাবে। দাম কম হলে যে ডিজাইন এর দিক দিয়েও কার্পণ্য করবে ওয়ালটন তা কিন্তু নয়। ডিভাইসটির দাম হিসেবে প্রিমো জিএইচ১১ অনেক গুড লুকিং এবং দারুন কোয়ালিটিতে তৈরি একটি ডিভাইস। ডিভাইস প্লাস্টিক বিল্ট হলেও, হাতে নিয়ে এটি অনেক বেশি প্রিমিয়াম ফিল দিবে আপনাকে।
প্রিমো জিএইচ১১ ডিভাইসের রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ৬ দশমিক ৫২ ইঞ্চি সাইজের বিগ ডিসপ্লে। আর ডিসপ্লেটির রেজুলেশন ১৬০০*৭২০ পিক্সেল। কম দামের মধ্যেও যারা ভালো মানের এবং বড় সাইজের ডিসপ্লে চান, তাদের জন্য প্রিমো জিএইচ১১ হতে পারে একটি দারুন অপশন। আর আইপিএস ডিসপ্লে প্যানেল বলে সাইড ভিউনিং নিয়েও এই স্মার্টফোনটি দিয়ে আপনাকে কোনরকম সমস্যায় পোহাতে হবে না।
প্রিমো জিএইচ১১ ডিভাইসটিতে রয়েছে ২ জিবি র্যাম। স্মার্টফোনটি দিয়ে স্বাভাবিক ব্যবহারে এই ২ জিবি র্যাম দিয়েই অনায়াসে চলে যাবে ব্যবহারকারীদের। ২ জিবি র্যামের পাশাপাশি এতে ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৩২ জিবি। তবে যাদের আরো বেশি স্টোরেজ দরকার, তাদেরও চিন্তা করার কিছুই নেই! ১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে প্রিমো জিএইচ১১ ডিভাইসটিতে। যারা স্মার্টফোনে অনেক বেশি মিডিয়া কঞ্জিউমিং করেন, তারা এক্সট্রা এসডি কার্ড লাগিয়ে নিয়ে এই স্মার্টফোনটি দিয়ে খুব ভালো ফিডব্যাক পেয়ে যাবেন।
ডিভাইসটিতে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হেলিও এ২২ চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এটি একটি ২ গিগাহার্জ ক্লকস্পিডের অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে পাওয়া যাবে PowerVR Rogue GE8300 GPU।
অপারেটিং সিস্টেম হিসেবে প্রিমো জিএইচ১১ ডিভাইসটিতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ১২ ভার্সনের গো এডিশন ব্যবহার করা হয়েছে। স্টক ইউআই এর পাশাপাশি আইকন চেঞ্জ এর মত টুকটাক পরিবর্তন দেখতে পারবেন এই ডিভাইসে। যারা স্টক অ্যান্ড্রয়েডের স্বাদ নিতে বেশি পছন্দ করেন, তাদের জন্য এই স্মার্টফোনটি পারফেক্ট।
ক্যামেরা সেকশনে প্রিমো জিএইচ ১১ ডিভাইসে দারুন চমক রেখেছে ওয়ালটন। এই বাজেটের ডিসপ্লেতেও স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা মডিউল। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর নিয়ে তৈরি এই ক্যামেরা মডিউল। আর প্রাইমারি সেন্সরটির এপার্চার এফ ১ দশমিক৮।
প্রিমো জিএইচ১১ ডিভাইসের ফ্রন্ট প্যানেলে ব্যবহারকারিরা পেয়ে যাবেন একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটির ডিসপ্লের উপরে ছোট্ট ওয়াটার ড্রপ নচের মধ্যে পেয়ে যাবেন এই ৫ মেগাপিক্সেল সেলফি শুটার। দৈনন্দিন টুকটাক সেলফি এবং রেগুলার ভিডিও কলিং এর জন্য এই ক্যামেরাটি আপনার খুব দারুনভাবেই চলে যাবে!
বাজেট স্মার্টফোন হলেও ব্যাটারির দিক দিয়ে কোনোরকম কার্পণ্য করেনি ওয়ালটন। স্মার্টফোন কম দামি হোক কিংবা বেশি দামি! ব্যাটারি নিয়ে সবারই দাবি থাকে বেশি। যে স্মার্টফোনের ব্যাটারির ক্যাপাসিটি আমরা সবসময় সেই স্মার্টফোনের দিকেই যেতে চাই। সেই দিকটি মাথায় রেখে ওয়ালটন জিএইচ১১ ডিভাইসেও বড় ক্যাপাসিটির ব্যাটারি দেবার চেষ্টা করেছে। ফোনটির ৪২০০ এমএএইচ ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে ফুল চার্জে দুইদিন পর্যন্ত ব্যাকাপ পেয়ে যাবেন।
এই ছিল ওয়ালটনের নতুন উন্মোচিত হওয়া প্রিমো জিএইচ ১১ ডিভাইসটি নিয়ে বিস্তারিত আলোচনা। আপনার বাজেট ১০ হাজার টাকার নিচে হলে তখন দিয়ে আপনি প্রিমো জিএইচ১১ এর কথা ভাবতে পারেন।
প্রিমো জিএইচ১১ ডিভাইসে ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতই রেগুলার ১ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। স্মার্টফোনটি অনলাইন থেকে কিনতে পারেন, ওয়ালটনের অফিসিয়াল ইকমার্স সাইট ওয়ালকার্ট থেকে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।