পর্ব-১ এর আলোচনা এখানে।
আজ সাইট ম্যাপ সম্পর্কে আলোচনা করব।
সাইট ম্যাপ কি?
সাইট ম্যাপ হল এক প্রকার xml ফাইল যেখানে একটি ওয়েব সাইটের বিস্তারিত লিংক ও তথ্য জমা থাকে- যার মাধ্যমে সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে এবং কার্যকরীভাবে ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে এবং প্রয়োজনীয় ওয়েবপেজগুলোকে ইনডেক্স করতে পারে।
বর্তমানে সার্চ ইঞ্জিনগুলো খুব চালাক তাই তারা নিজেরাই ওয়েব সাইট গুলো ঘুরে বেডায় এবং প্রয়োজনে বিস্তারিত তথ্য সংগ্রহ করে।তাই সাইট ম্যাপ থাকলে সার্চ ইঞ্জিন গুলো সহজেই তথ্য খুজে পায়। সাইট ম্যাপ- এর আরও অনেক সুবিধা আছে একটা সাইট ম্যাপ বানালে সকল সার্চ ইঞ্জিনে জমা দেওয়া যায়।
সাইট ম্যাপ কিভাবে তৈরী করবেন ?
সাইট ম্যাপ তৈরীর বিভিন্ন উপায় আছে।নিজে লিংক ধরে ধরে সাইট ম্যাপ বানাতে পারেন। এছাড়া অনেক পদ্বতি আছে যেমনঃ XML Sitemaps ওয়েবসাইটটি ব্যবহার করে খুব সহজেই কেবলমাত্র ওয়েবসাইটের লিংক দিয়েই সাইটম্যাপ তৈরি হয়ে যায়। এছাড়া যারা বিভিন্ন cms ব্যবহার করেন যেমনঃ ওয়ার্ড প্রেস বা জুমলা তাদের জন্য প্লাগিন আছে। ওয়ার্ড প্রেস-এর জন্য Google XML Sitemaps এবং জুমলার জন্য Xmap ব্যবহার করতে পারেন। যারা ফ্রী ব্লগ blogger বা wordperss ব্যবহার করেন যাতে ফাইল আপলোডের সুবিধা নেই তাদের জন্য সাইটম্যাপ তৈরীর ঝামেলা নেই। তারা RSS Feed টা কে সাইটম্যাপ হিসেবে ব্যবহার করতে পারেন। http://yourblog.blogspot.com/feeds/posts/full হল blogger.com -এর জন্য। wordpress.com ব্লগের জন্য হল http://yourblog.wordpress.com/feed/ সাইটম্যাপের পরিবর্তে।
সাইট ম্যাপ যেভাবে ব্যবহার করবেন ?
বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য ওয়েব মাস্টারদের টুলস আছে গুগলের জন্য Webmaster Tools, ইয়াহু!র জন্য Yahoo! Site Explorer এবং মাইক্রোসফটের জন্য Bing Webmaster Center। এগুলোর জন্য একাউন্ট থাকতে হবে।
এবার xml ফাইল টা আপনার সাইটের হোম ফোল্ডারে আপ করুন। আর ব্লগার বা ওয়ার্ড প্রেস ওয়ালারা চুপচাপ বসে থাকুন।
গুগলের জন্য Webmaster Tools -এ লগ ইন করে add a site বাটন- এ ক্লিক করুন।সাইটের লিঙ্ক দিন তার পর গুগোল একটা মেটা ট্যাগ দিবে ওইটা আপনার সাইট- এ দিয়ে verify করতে হবে যে সাইট টা আপনার (ব্লগারদের ও ওয়ার্ড প্রেস- এর জন্য)। যারা অন্য কিছু ব্যবহার তারা html বা meta tag দুইটার যেকোন টা ব্যবহার করতে পারেন।
হোম থেকে আপনার সাইটের লিঙ্কের উপর ক্লিক করুন। এবার নিচের দিকে ডান পাশে সাইট ম্যাপ অপশনে নিচের দিকে more-এ ক্লিক করুন এবার add a site map বাটনে ক্লিক করে সাইট ম্যাপ -এর address দিন।Yahoo! Site Explorer এবং মাইক্রোসফটের জন্য Bing Webmaster Center এ সাইট ম্যাপ জমা দেবার পদ্বতি একই রকম।
ভাল লাগলে কমেন্ট দিতে ভুলবেন না
বিস্তারিত এখানে
আমি নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিসিট করুন আমার SEO ব্লগ আমার Tech ব্লগ
great tune hoyece brother.thanks.
my site http://worldgame4u.blogspot.com/