Walton Primo S8 Mini: বাজেটে সেরা স্ন্যাপড্রাগন স্মার্টফোন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

ওয়ালটনের এস সিরিজ মানে মিড বাজেটে দারুন ডিজাইন এবং স্পেসিফিকেশনের স্মার্টফোন সিরিজ। ওয়ালটন তার স্মার্টফোন উৎপাদনের শুরু থেকেই এস সিরিজের স্মার্টফোনগুলোকে খুবি ইউনিক ফিচার এবং অন্য সব সিরিজের চাইতে অনন্য করে উপস্থাপন করে আসছে… প্রতিবারই তার ব্যাত্তয় ঘটেনা, যেমন এবারও ঘটেনি।

সম্প্রতি ওয়ালটন বাজারে এনেছিল তাদের এস সিরিজের নতুন স্মার্টফোন প্রিমো এস৮। সেই এস৮ স্মার্টফোনেরই সাক্সেসর হিসেবে এবার ওয়ালটন নিয়ে এলো এই স্মার্টফোনটির মিনি ভার্সন প্রিমো এস৮ মিনি। ওয়ালটন তাদের যে স্মার্টফোনেরই মিনি ভার্সন নিয়ে আসে, তার ভেতরেই নানানরকম আকর্ষণীয় দিক থাকে। আরএক্স৭ মিনি, আরএক্স৮ মিনি আর এবার প্রিমো এস৮ মিনি! ওয়ালটনের মিনি সিরিজ মানেই বাজেটে বিস্ট স্মার্টফোন।

ওয়ালটনের মিনি সিরিজের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে তারা স্মার্টফোনগুলো বাজেটে গেমিং অরিয়েন্টেড গ্রাহকদের জন্য তৈরি করে। আর এবারও তারা এস৮ মিনি স্মার্টফোনটির ট্যাগলাইন দিয়েছে The Gaming Warrior।

একনজরে প্রিমো এস৮ মিনি স্মার্টফোন,

  • অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সাথে ভিস্মার্টওএস
  • ৬ দশমিক ৫৩ ইঞ্চি এফএইচডি+ এলিপিএস ডিসপ্লে
  • স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট
  • ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্ট
  • ৬৪ জিবি ইউএফএস ইন্টারনাল স্টোরেজ
  • কোয়াড ক্যামেরা সেটাপ (১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর)
  • ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • মাল্টি ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ডুয়াল সাইড ৪কে রেকর্ডিং
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি
  • কুইকচার্জ ৩ সাপোর্ট এবং রিভার্স চার্জিং প্রযুক্তি

ফোনটির ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম ১৩৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম ১৫৬৯৯ টাকা।

প্রিমো এস৮ মিনি স্মার্টফোনটির বক্সে পেয়ে যাবেনঃ একটি এস৮ মিনি স্মার্টফোন, একটি চার্জিং এডাপ্টার, একটি অতিরিক্ত স্ক্রিন প্রটেক্টর, একটি সিম ইজেক্টর পিন, একটি  ব্যাক কভার, একটি টাইপ সি ডাটা কেবল এবং ওয়ারেন্টি কার্ড।

ডিজাইন এবং ডিসপ্লে

প্রিমো এস৮ মিনি স্মার্টফোনটি বাজারে তিনটি আকর্ষণীয় কালারে পাওয়া যাবে। নীল, সাদা এবং সবুজ এই তিনটি আকর্ষণীয় কালারে বাজারে পাওয়া যাবে প্রিমো এস৮ মিনি ডিভাইসটি। আর কোন কালারই কোন কালারের চাইতে কম নয়। স্মার্টফোনটির ব্যাক তথা রিয়ার প্যানেল সম্পূর্ণ গ্লাস না হলেও এর গ্লাস ফিনিস আর গ্র্যাডিয়েন্ট কালার ওভার-লে স্মার্টফোনটিকে খুব প্রিমিয়াম লুক প্রদান করেছে।

প্রিমো এস৮ মিনি ডিভাইসটিতে পেয়ে যাবেন ৬ দশমিক ৫৩ ইঞ্চি সাইজের এলটিপিএস আইপিএস ডিসপ্লে প্যানেল। সাধারন আইপিএস এলসিডি ডিসপ্লে এর চাইতে এই এলটিপিএস ডিসপ্লের একক ক্রিস্টাল ইলেকট্রন গুলোর মুভমেন্ট অনেক বেশি ফাস্ট! যার দরুন এলটিপিএস ডিসপ্লেতে রেজুলেসন এবং ভিউইং এঙ্গেল দুটোই পাওয়া যায় বেশি। আর ডিসপ্লে সিলিকন ক্রিস্টালগুলোর মুভমেন্ট তুলনামুলক ফাস্ট হবার কারনে এসব ডিসপ্লেতে রিফ্রেশ রেট’ও পাওয়া যায় অনেক বেশি।

স্মার্টফোনটির বডির সাথে স্ক্রিন রেসিও খুব একটা বেশি নয়। স্মার্টফোনটির ডিসপ্লে রেসিও হচ্ছে ১৯ঃ৫ঃ৯। আর প্রিমো এস৮ মিনি স্মার্টফোনের ডিসপ্লে রেজুলেশন 2340*1080। ডিসপ্লের প্রটেকশনের জন্য ওয়ালটন এতে ব্যবহার করেছে রেইনবো গ্লাস প্রোটেকশন। ইউএফএস মেমোরিতে নরমাল ফ্ল্যাশ স্টোরেজের চাইতে রিড এবং রাইট স্পিড অনেক বেশি ফাস্ট। প্রিমো এস৮ মিনির ৪ জিবি র‍্যাম এবং ৬ জিবি র‍্যাম দুটি ভেরিয়েন্টই বাজারে পাওয়া যাবে। আপনার চাহিদা অনুযায়ী, যদি গেমিং আপনার মুখ্য হয় তবে আপনি ৬ জিবি র‍্যাম ভেরিয়েন্ট এর দিকে যেতে পারেন।

মেমোরি এবং হার্ডওয়্যার

প্রিমো এস৮ মিনি স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৫ সিরিজের প্রসেসর। 11 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি একটি একটি ২ গিগাহার্জ বাজস্পিডের প্রসেসর। SD 665 এর সাথে প্রিমো এস৮ মিনিতে জিপিইউ হিসেবে পাবেন Adreno 610। প্রিমো এস৮ মিনি ডিভাইসে পেয়ে যাবেন ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। আর সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে যে, এই ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজটি হচ্ছে ইউএফএস মেমোরি প্রযুক্তির।

এনটুটু বেঞ্চমার্ক অ্যাপে স্মার্টফোনটির স্কোর এসেছে ২০২৬৪৯। আর গিকবেঞ্চ অ্যাপে সিঙ্গেল কোরে এসেছে ৩০৭ এবং মাল্টি কোরে এসেছে ১২৫৭।

ক্যামেরা

বাজেট হিসেবে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনের ক্যামেরা সেকশনেও দারুন আকর্ষণ। ওয়ালটন স্মার্টফোনটির রিয়ার প্যানেলে প্রদান করেছে কোয়াড তথা ৪টি ক্যামেরা মিলে একটি স্পেশাল ক্যামেরা মডিউল। যার মেইন তথা প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

ফোনটির মেইন ১৬ মেগাপিক্সেল সেন্সরের এপার্চার হচ্ছে এফ ১.৮। ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর থাকার ফলে, খুব অনায়াসে স্মার্টফোনটি ব্যবহার করে দারুন সব প্যানারমিক শট নিতে পারবেন, আর যাদের ম্যাক্রো ফটোগ্রাফি পছন্দের তাদের জন্যেও প্লাস পয়েন্ট হিসেবে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকছে, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দারুন সব পোর্টরেইট ছবি তুলতে রিয়ারে আরো পেয়ে যাবেন ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর।

ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে ৩০ এফপিএসে ৪কে ভিডিও রেকর্ডিং করা যাবে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে প্রিমো এস৮ মিনির ক্যামেরাইয় ফাস্ট মোশন, স্লো মোশন, ভিডিও স্টেবিলাইজার (EIS), এফপিএস সুইচের মতন দারুন দারুন সব ফিচার রয়েছে।

ওয়ালটন দ্বিতীয় চমক এনেছে স্মার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায়; আরএক্স৮ স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে বাম পাশে ছোট্ট কিউট একটি পাঞ্চ হোলের ভেতর এই ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অবস্থান। সেলফি লাভারদের জন্য এই ফ্রন্ট ক্যামেরা দারুন কাজে দিবে। আর ১৩ মেগাপিক্সেল সেন্সর থাকার ফলে স্মার্টফোনটির ফেস আইডি সিকিউরিটি সুবিধাটি বেশ ভালই কাজে দিবে।

ভিওএস

ইউজারদের সম্পূর্ণ কাস্টমাইজড ইউজার এক্সপেরিয়েন্স দেবার জন্য ওয়ালটন প্রিমো এস৮ মিনির ইউজার এক্সপেরিয়েন্সে অনেক কাজ করেছে। প্রিমো এস৮ মিনি ডিভাইসে দেখা পাবেন অ্যান্ড্রয়েড ১১ নির্ভর একটি বিশেষ কাস্টম ওএস যার নাম ‘ভিস্মার্ট’। যারা স্মার্টফোনে স্টকের বদলে কাস্টমাইজড ইউআই পছন্দ করেন, তাদের জন্য এই ভিওএস খুব ভালো একটি পছন্দ হতে পারে।

বিগ ব্যাটারি

ব্যাটারির দিক দিয়েও কোন কার্পণ্য করেনি ওয়ালটন। প্রিমো এস৮ মিনি স্মার্টফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন বিগ ব্যাটারি। ফুল চার্জে দুইদিন খুব দারুনভাবে ব্যাকআপ পাওয়া যাবে এই ব্যাটারি দিয়ে। আর ফাস্ট চার্জিং এর দিয়ে প্রিমো এস৮ মিনি সাপোর্ট করবে কোয়ালকমের কুইকচার্জ ৩.০ প্রযুক্তি; আর প্রাইমারি ইউএসবি পোর্ট হিসেবে টাইপ সি পোর্ট তো আছেই। সর্বপরি, ব্যাটারি সেকশনের দিক দিয়ে প্রিমো এস৮ মিনির জুড়ি মেলা ভার!

প্রাইমারি সিকিউরিটি

প্রিমো এস৮ মিনি ডিভাইসে প্রাইমারি সিকিউরিটি ফিচার হিসেবে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির অবস্থান ক্যামেরা বাম্পের একদম পাশে বলে একে হাত দিয়ে নেভিগেট করাও সহজ।

পরিশেষে,

স্মার্টফোনটিতে আরো কিছু স্পেশাল ফিচার রয়েছে, যেমন প্রিমো এস৮ মিনি স্মার্টফোনটি Widevine V1 প্রযুক্তি সাপোর্ট করে। যার মাধ্যমে আপনি নেটফ্লিক্সের মতন OTT প্লাটফর্মগুলোর ভিডিও খুব সহজেই ফুল এইচডি রেজুলেশনে দেখতে পারবেন। ফোনটিতে ওয়ালটনের তৈরি করা বিশেষ প্রেয়ার রিমাইন্ডার অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি ৫ বেলার নামাজের আপডেট এবং আজান খুব সহজেই শুনতে পারবেন; আর এই অ্যাপটি অনেক বেশি কাজের।

আপনার বাজেট যদি ১৫ হাজার টাকার মধ্যে হয়, এবং আপনি যদি একটি ফুল ফিচারড তথা একটি আদর্শ স্মার্টফোন কিনতে চানে এই দামের মধ্যে, তবে নিঃসন্দেহে প্রিমো এস৮ মিনি স্মার্টফোনটি কিনতে পারেন। প্রিমো এস৮ মিনি স্মার্টফোনটিতে আপনি ওয়ালটনের অন্যসব ফোনের মতই রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। ঘরে বসে এই দারুন স্মার্টফোনটি কিনতে পারেন ওয়ালকার্ট থেকে। আজকে এই-পর্যন্তই, সম্পূর্ণ লেখাটি ধৈর্য ধরে পড়বার জন্য আন্তরিক ধন্যবাদ!

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস