দেশের বাজেটে মেড ইন বাংলাদেশ স্মার্টফোন নিয়ে এসে সর্বপ্রথম মেড ইন বাংলাদেশ স্মার্টফোন নিয়ে এসে মানুষের মনে জায়গা করে নিয়ে দেশীয় টেক জায়ান্ট ওয়ালটন। ওয়ালটন দেশের মানুষের সাধ্য এবং চাহিদার কথা বিবেচনা করে সর্বদাই সাধ্যের মধ্যে মানসম্মত স্মার্টফোন মানুষের মাঝে তুলে দেবার চেষ্টা করে।
আজকের এই আর্টিকেলে আমরা ওয়ালটনের ১৫ হাজার টাকার মধ্যে সেরা ৪টি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর ঈদ হিসেবে ওয়ালটন বাজারে নতুন এই ৪টি স্মার্টফোন নিয়ে এসেছে।
আপনার বাজেট যদি ১৫ হাজার টাকা বা এর মধ্য হয়, তবে আপনি এই স্মার্টফোনগুলো কিনতে পারেন। আজকে আমাদের তালিকার ৪টি স্মার্টফোন গুলো হচ্ছেঃ প্রিমো এনএক্স৬, প্রিমো এইচ১০, প্রিমো এস৮ মিনি এবং প্রিমো এইচ১০।
নেক্সট জেনারেশন ডোমিনেশন তথা নতুন প্রজন্মের আধিপত্য শীর্ষক ট্যাগলাইন দিয়ে বাজারে ওয়ালটন নিয়ে এসেছিল প্রিমো এনএক্স৬ স্মার্টফোন। এনএক্স সিরিজের স্মার্টফোনে ওয়ালটন বরাবরই নানা রকম নতুনত্ব রাখে, নতুন এই এনএক্স৬ স্মার্টফোনেও তার বিকল্প ঘটেনি। নতুন প্রিমো এনএক্স৬ স্মার্টফোনে ওয়ালটন ডিজাইন, হার্ডওয়্যার থেকে শুরু করে আরো অনেক বিষয় ফিচার করেছে; যা দাম হিসেবে এই স্মার্টফোনকে বাজারে অনেক প্রতিযোগী একটি অবস্থান ধরে রেখেছিল।
প্রথমে ওয়ালটন প্রিমো এইচ সিরিজের ৪ জিবি র্যাম ভেরিয়েন্ট নিয়ে আসলেও, এখন তারা প্রিমো এইচ সিরিজের নতুন একটি ৬ জিবি র্যাম ভেরিয়েন্ট উন্মুক্ত করেছে। স্মার্টফোনটিতে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসর। যা একটি অক্টাকোর ২ গিগাহার্জ বাজস্পিডের প্রসেসর। আর এই প্রসেসর এর সাথে গ্রাফিক্স ইউনিট হিসেবে পেয়ে যাবেন পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ। প্রিমো এইচ১০ স্মার্টফোনের এই ৬ জিবি ভেরিয়েন্টটির বাজার মূল্য রাখা হয়েছে ১৪৫৯৯ টাকা। তার আগে প্রিমো এইচ১০ এর ৪ জিবি র্যাম ভেরিয়েন্টের দাম ছিল ১২৯৯৯ টাকা।
সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া তাদের এস সিরিজের নতুন স্মার্টফোন এস৮ এর সাক্সেসর হিসেবে ওয়ালটন বাজারে নতুন এই স্মার্টফোনটি নিয়ে এসেছে। মিনি সিরিজের স্মার্টফোনে ওয়ালটনের তরফ থেকে বরাবরই নানানরকম সারপ্রাইজ থাকে। নতুন এই প্রিমো এস৮ মিনি স্মার্টফোনেও কিন্তু তার ব্যাত্তয় ঘটেনি। অনবদ্য ডিজাইন, দারুন ক্যামেরার পাশাপাশি ওয়ালটনের নতুন এই স্মার্টফোনে অন্যতম চমক এর হার্ডওয়্যার সেকশনে। প্রিমো এস৮ মিনিতে দেখা পাওয়া যাবে চিপসেট জায়ান্ট কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেটের। দেশীয় স্মার্টফোন হিসেবে ওয়ালটনের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার সত্যিই অনেক বেশি প্রশংসনীয় ব্যাপার।
ওয়ালটনের জিএইচ সিরিজের স্মার্টফোন মানেই বাজেটের মধ্যে দারুন একটি অনবদ্য স্মার্টফোন। ওয়ালটন তাদের এই সিরিজের মধ্যে একদম সাশ্রয়ী দামে ফুল ফিচারড প্যাকড দারুন স্মার্টফোন দেবার চেষ্টা করে। মূলত যাদের বাজেট ১০ হাজার টাকারও অনেক কম, তাদের জন্য ওয়ালটনের জিএইচ সিরিজের স্মার্টফোনগুলো একদম পারফেক্ট। সম্প্রতি ওয়ালটন তাদের জিএইচ সিরিজের অধীনে বাজারে এনেছে একদম নতুন একটি স্মার্টফোন প্রিমো জিএইচ ১১। প্রিমো জিএইচ ১১ স্মার্টফোন দামের দিক দিয়ে যেমন সাশ্রয়ী, তেমনি এতে দাম হিসেবে ফিচারও কোনদিক দিয়ে কম দেয়া হয়নি।
এই ছিল আজকের আলোচিত ১৫ হাজার টাকার মধ্যে ৪টি দারুন স্মার্টফোন। প্রতিটি স্মার্টফোনেই পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ অন্যান্য সুবিধা। স্মার্টফোনগুলো অফলাইনে কিনতে চলে যেতে পারেন যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা রিটেইল শপে। আর অনলাইনে কিনতে ভিজিট করতে পারেন ওয়ালকার্ট ডট কম।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
Walton Primo GH11 https://www.trickbd24.xyz/2022/04/walton-primo-gh11-price.html