ওয়ালটনের জিএইচ সিরিজের স্মার্টফোন মানেই বাজেটের মধ্যে দারুন একটি অনবদ্য স্মার্টফোন। ওয়ালটন তাদের এই সিরিজের মধ্যে একদম সাশ্রয়ী দামে ফুল ফিচারড প্যাকড দারুন স্মার্টফোন দেবার চেষ্টা করে। মূলত যাদের বাজেট ১০ হাজার টাকারও অনেক কম, তাদের জন্য ওয়ালটনের জিএইচ সিরিজের স্মার্টফোনগুলো একদম পারফেক্ট।
সম্প্রতি ওয়ালটন তাদের জিএইচ সিরিজের অধীনে বাজারে এনেছে একদম নতুন একটি স্মার্টফোন প্রিমো জিএইচ ১১। প্রিমো জিএইচ ১১ স্মার্টফোন দামের দিক দিয়ে যেমন সাশ্রয়ী, তেমনি এতে দাম হিসেবে ফিচারও কোনদিক দিয়ে কম দেয়া হয়নি। ওয়ালটন তাদের নতুন এই প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনটির দাম রেখেছে ৯০৯৯ টাকা। তবে এই সময়ে স্মার্টফোনটি কিনলে পাবেন দারুন ক্যাশব্যাক অফার।
এই সময়ে প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনটি কিনলে ১৫০০ টাকা ক্যাশব্যাকে স্মার্টফোনটি ৭৫৯৯ টাকায় পাবেন।
এই সময় যদি মাত্র ৭৫৯৯ টাকায় প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনটি কিনতে পারেন, তবে বাজারে এই দামে এর চাইতে কোন স্মার্টফোন আপনাকে সেরা ডিল দিতে পারবেনা। তো আপনার বাজেট যদি ৮- ৯ হাজার টাকার ভেতরে হয়, আর আপনি যদি একটি দারুন স্মার্টফোন কিনতে চান তবে প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনের সেরা ডিল আর কোনোটি হতে পারেনা।
ওয়ালটনের অন্যসকল স্মার্টফোনের মতন প্রিমো জিএইচ ১১ স্মার্টফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি; আর চার্জার ব্যাটারিতে ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি। স্মার্টফোনটি কিনতে চলে যেতে পারেন এখনি আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজায়, কিংবা অনলাইনে কিনতে পারেন ওয়ালকার্ট থেকে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।
Walton Primo GH11 price in Bangladesh https://www.trickbd24.xyz/2022/04/walton-primo-gh11-price.html