নতুন নতুন ব্লগারদের অনেকেই বলেন আজকাল ওয়েবসাইটের টিউন ইনডেক্সিং নিয়ে বেশ প্রবলেমে আছি। কেন ইনডেক্সিং হচ্ছে না এবং কিভাবে দ্রুত ইনডেক্সিং করাতে হয় তা অনেকেই জানেন না। তাদের জন্যই এই আর্টিকেলটি তৈরি করেছি।
Google এ website indexing না হওয়ার কারণ গুলো আগে জেনে নেয়া যাকঃ
১. আপনি যদি এমন কোন আর্টিকেল লিখেন, যে টপিক এর উপরে Google এ অলরেডি অসংখ্য আর্টিকেল রয়েছে যেমন what is health care? How to be health?
এ রকম অসংখ্য কমন কিছু টপিক যা দিয়ে অলরেডি মিলিয়ন মিলিয়ন পেইজ ইনডেক্সিং হয়ে আছে। এই রকম কিওয়ার্ড based আর্টিকেল লিখলে আপনার Article ইনডেক্সিং পাওয়াটা অনেক কষ্টকর বিষয়।
তাই আপনাকে ইউনিক টপিকের উপর ইউনিক আর্টিকেল লিখতে হবে।
# If you are looking for Unique Topics, You should jump on Long tail Keywords.
সেজন্য আপনাকে এমন কিছু টপিক বের করতে হবে যা দিয়ে Google এ আর্টিকেলের সংখ্যা কম অথবা নেই।
তবে জানা প্রয়োজন যে তা কিভাবে আমরা বের করব। এর বেস্ট সল্যুশন হলো কিওয়ার্ড রিসার্চ করা।
কিন্তু সেই কিওয়ার্ড রিসার্চ করে টার্গেট কিওয়াটি নেয়ার আগে একটি বিষয় লক্ষ্য রাখা জরুরী।
আপনার competitor websites গুলোকে বিট করার ক্ষমতা যেন আপনার থাকে।
তবে আমার পার্সোনাল সাজেশন হলো আপনি এমন ভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, যেই কিওয়ার্ডের সার্চ ভলিয়ম বেশী তবে কম্পিটিশন কম। যদি কম্পিটিশন কম এমন কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন তবে আপনার টিউন সহজেই ইনডেক্স হবে এবং রেংকে চলে আসবেন।
২. যদি কোন সাইট থেকে synonym use করে কপি আর্টিকেল লিখেন তাহলে সেটি google ভাল করে বুঝতে পারে।
যদিও আপনি প্লেগারিজম জিরও রাখবেন তারপরেও আপনার পেইজের উপরে Google এর Bad ইপেক্ট পরবে।
কারণ আপনি কারণ আর্টিকেল বা আইডিয়া পুরোপুরি অনুসরণ করে লিখছেন।
এরকম আর্টিকেল হলে আপনাকে ইনডেক্স করাতে হলে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। বা ইন্ডেক্স হয় না।
৩. Software Generated Articles :
যদি আপনি Software generated articles ব্যবহার করেন তাহলে আপনার ইনডেক্সিং পেতে অনেক ঝামেলা পোহাতে হবে বা এরকম আর্টিকেল ইনডেক্সিং হয় ই না।
তাই এরকম আর্টিকেল ব্যবহার থেকে বিরত থাকুন। এসকল আর্টিকেল কখনই Unique হতে পারে না।
যেভাবে Google এ ওয়েবসাইট দ্রুত ইনডেক্স করাতে হয়ঃ
প্রাথমিক অবস্থায় আপনাকে অন্তত ১০ টি ইউনিক আর্টিকেল লিখতে হবে।
তারপরে আপনি website, গুগল সার্চ কনসোল (Google search console) এ সাবমিট করুন।
Sitemap option এ গিয়ে সাইট ম্যাপ সাবমিট করুন।
তারপরে Site inspect option এ আপনার প্রতিটি আর্টিকেল লিংক নিয়ে সার্স দিন।
তারপরে indexing request send করুন। শেষ হলে live test url এ যান এবং test সম্পন্ন করুন।
সুপারফাস্ট ইনডেক্সিং টিপস
ওয়েবসাইটকে গুগল নিউজ এপ্রুভ করান।
ওয়েবসাইটে গুগল API সেটআপ দিন।
ওয়েবসাইটের টিউন বেশী বেশী শেয়ার করুন।
ওয়েবসাইটের প্রত্যেকটা পোস্টকে ব্যাকলিংক করুন।
এভাবে আপনার কাজ চালিয়ে গেলে আর কখনই ইনডেক্সিং নিয়ে সমস্যা হবে না।
বিশেষ ভাবে লক্ষ্যণীয়ঃ আপনার website এ Article পাবলিশ করার পরে, আপনাকে backlinks করা শুরু করে দিতে হবে যেমন Social share or Question and Answer Submission. এতে আপনার ওয়েবসাইটের সকল পেইজ খুব দ্রত ইনডেক্স হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ
আমি শাকিল আহমাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।