ঘরে বসে পূর্ণাঙ্গ কোর্সের মাধ্যমে নামাজ শিখুন সহিহভাবে

আসসালামু আলাইকুম,

রামাযান মাসে আপনি ঘরে বসেই আপনার ঐ মোবাইলটি থেকে পূর্ণাঙ্গ কোর্সের মাধ্যমে "অর্থসহ নামাজ শিক্ষতে পারবেন।
এই কোর্সটি আপনাকে কীভাবে সাহায্য করবে?

  • এই কোর্সটি হবে আপনার সঠিক উপায়ে নামাজ আদায়ের জন্য সহায়ক।
  • এই কোর্সটি আপনাকে শেখাবে কীভাবে সুন্নাহ মোতাবেক নামাজ পড়তে হয়।
  • এই কোর্সে নামাজের গুরুত্ব এবং কীভাবে নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে।

কোর্স সম্পর্কে

অনেক আগে নামাজ পড়ার নিয়ম শিখেছিলেন, এখন আবার সেই নিয়মগুলো সঠিকভাবে ঝালাই করতে চান? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ঠিকই কিন্তু নামাজ পড়ার সঠিক উপায়গুলো এখনো জানেন না? একজন মুমিনের জীবনের প্রথম ও প্রধান কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। কিন্তু শুধু নামাজ আদায় করলেই হবে না বরং সহীহ্ভাবে আদায় করা আবশ্যক। আর শুদ্ধভাবে নামাজ আদায় করতে হলে জানতে হবে নামাজের নিয়ম ও পদ্ধতি।

নামাজ পড়ার সময় অল্প জানার কারণে যাতে কোনো ভুল না হয়ে যায়, তাই টেন মিনিট স্কুল আপনাদের জন্য নিয়ে এসেছে "অর্থসহ নামাজ শিক্ষা" কোর্স। মাওলানা শেখ মুহম্মদ জামাল উদ্দিন এই কোর্সে আপনাকে শেখাবেন কীভাবে সঠিক নিয়ম মেনে নামাজ পড়তে হয় যাতে নামাজের সময় আপনার সকল প্রকার বিভ্রান্তি দূর হয়।
এই কোর্স থেকে যা যা শিখবেন:

  • সুন্নাহ অনুসারে সঠিক নিয়মে নামাজ শিক্ষা।
  • প্রতিটি দু’আর অর্থসহ সঠিক উচ্চারণ।
  • নামাজ পড়ার প্রয়োজনীয়তা নিয়ে সঠিক জ্ঞান।

রামাযান মাসে ঘরে বসে পূর্ণাঙ্গ কোর্সের মাধ্যমে নামাজ শিখুন সহি ভাবে। তাই কোর্সটি করতে চাইলে নিচের এই লিংকে ক্লিক করুন:-
https://10ms.io/Bwn5Fr

Level 1

আমি সান পলক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Iam a blogger of Bangladesh. I have a blog website. The blogging site name is Techtunes Fan's. techtunesfans.blogspot.com. You can visit this blog site. Thank you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস