৫০০০ হাজার এম এ এইচের বাজেট স্মার্টফোন সমূহ!

দেশের বাজারে কম দামে সাশ্রয়ী এবং মানসম্মত সকল স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নাম ওয়ালটন। ওয়ালটন শুরু থেকেই দেশের বাজারে মানুষের সাধ্যের কথা বিবেচনা করে দারুন দারুন সকল স্মার্টফোন নিয়ে আসছে। আজকের লেখায় আমরা ওয়ালটনের বিগ ব্যাটারি সম্বলিত কিছু স্মার্টফোন সম্পর্কে জানব।

ওয়ালটন মোবাইল তাদের শুরু থেকেই কেবল বাজেট গ্রাহকদের কথা মাথায় রেখে, কম দামে দারুন দারুন মডেলের সকল স্মার্টফোন ব্যবহারকারিদের উপহার দিয়ে আসছে।

স্মার্টফোন দামি হোক কিংবা কম দামি, ব্যাটারি কম হলে কিন্তু তা পরে আমাদেরই পথের কাটা হয়ে যায়। তাই স্মার্টফোন যেটিই হোক না কেন, ব্যাটারি হওয়া চাই এমন যেন অনায়াসে কয়েকদিন ব্যাকআপ দিতে পারে!

আজকের আর্টিকেলে আমরা ওয়ালটনের লো বাজেটে চারটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব, যেগুলোতে পাওয়া যাবে বিগ ব্যাটারি! আর এই স্মার্টফোনগুলো হচ্ছেঃ প্রিমো এস৮, প্রিমো আরএক্স৯, প্রিমো আর৮, প্রিমো এইচ১০।

প্রিমো আরএক্স৯

আপনার বাজেট যদি ১৬ হাজার টাকার আসেপাশে হয়, তবে আমার আরেকটি যে ট্রেন্ডী এবং বাজার কাপানো স্মার্টফোন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিমো আরএক্স৯।

প্রিমো আরএক্স৯ এর বাজার মূল্য ১৬৯৯৯ টাকা। আরএক্স৯ স্মার্টফোনটিতে ওয়ালটন অফার করছে একটি শক্তিশালী কোয়াড ক্যামেরা মডিউল। যেখানে স্মার্টফোনটির মেইন শুটার হচ্ছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা প্রাইমারি সেন্সর, ওয়াইড এঙ্গেলে ৫ মেগাপিক্সেল সেন্সর; ফোনটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব করার জন্য এই সেটাপে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর পরিশেষে ডেপ্টথ সেন্সিং এর জন্য ২ মেগাপিক্সেল সেন্সর।

আরেকটি চমক থাকছে স্মার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায়; আরএক্স৯ স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে ছোট্ট কিউট একটি পাঞ্চ হোলের ভেতর এই ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অবস্থান। সর্বোপরি, ভ্লগার কিংবা সেলফি লাভারদের জন্য এই ফ্রন্ট ক্যামেরা দারুন কাজে দিবে। আর ২০ মেগাপিক্সেল সেন্সর থাকার ফলে স্মার্টফোনটির ফেস আইডি সিকিউরিটি সুবিধাটি বেশ ভালই কাজে দিবে। ফোনের ক্যামেরা অ্যাপে ফ্রন্ট ক্যামেরার জন্য পেয়ে যাবেন প্যানারমিক সেলফি মোড। যে প্যানারমিক সেলফি মোড ব্যবহার করে আপনি ওয়াইড এঙ্গেলে সেলফি ক্যাপচার করতে পারবেন।

প্রিমো আরএক্স৯ ডিভাইসে যা যা থাকছে

  • অ্যান্ড্রয়েড ভার্সন ১১
  • ১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম/ ইন্টার্নাল স্টোরেজ
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট
  • পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল
  • ১৬+৫+২+২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ
  • ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
  • ইউএসবি টাইপ-সি পোর্ট

প্রিমো এস৮

ডিজাইন, হার্ডওয়্যার, ক্যামেরা এবং বাজেট সবদিক দিয়েই পারফেক্ট এমন একটি স্মার্টফোন যদি চান…তবে এবার আপনাকে পরিচয় করিয়ে দেই প্রিমো এস৮ স্মার্টফোনের সাথে। দারুন কোয়াড ক্যামেরা সেটাপ, শক্তিসালি হেলিও জি৮৮ সহ গেমিং চিপসেট এবং দারুন বেজেললেস ডিসপ্লের সাথে প্রিমো এস৮ হতে পারে এই সময়ে ২০ হাজারের বাজেটে অন্যতম একটি সেরা স্মার্টফোন। প্রিমো এস৮ স্মার্টফোনটির বাজার মূল্য ২০৯৯০ টাকা।

গেমিং এর জন্য ডিভাইসটিতে হাইপারইঞ্জিন প্রযুক্তি সহকারে মিডিইয়াটেকের হেলিও জি৮৮ চিপসেটটি পাওয়া যাবে। সম্পূর্ণ সিস্টেম কে ব্যাকআপ দিবে এর ডিডিআরএক্স৪ র‍্যাম। তাছাড়াও স্টোরেজ নিয়ে যারা চিন্তা করেন, তাদের সেটি নিয়েও ভাবতে হবেনা। কেননা, ফোনটিতে পাওয়া যাবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তাতেও যদি আপনার না পোষায় তবে আপনি ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ডও লাগাতে পারবেন।

প্রিমো এস৮ ডিভাইসে যা যা থাকছে

  • ৪জি কানেক্টিভিটি (ভো-এলটিই সহ)
  • অ্যান্ড্রয়েড ১১
  • হেলিও জি৮৮ চিপসেট (হাইপার ইঞ্জিন ২.০ প্রযুক্তি সহ)
  • র‍্যাম ৬ জিবি, রম ১২৮ জিবি
  • ৬.৭৮ ইঞ্চি এইচডি LTPS ডিসপ্লে প্যানেল, ৯০ হার্টজ রিফ্রেশ রেট
  • ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট
  • সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

প্রিমো আর৮

এবার আমরা আলোচনা করব ওয়ালটনের প্রিমো আর৮ ডিভাইসটি নিয়ে। প্রিমো আর৮ ডিভাইসটির দাম ১০৬৯৯ টাকা। ফোনটিতে পেয়ে যাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ চিপসেট। ওয়ালটন, প্রিমো আর৮ স্মার্টফোনটিকে যথেষ্ট প্রিমিয়াম লুকে আনার চেষ্টা করেছে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ট হলেও স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ম্যাট ফিনিস টেক্সচার, যার ফলে স্মার্টফোনটি হয়েছে যথেষ্ট কমপ্যাক্ট ও কমফোর্টেবল। ফোনটিতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।

স্মার্টফোনটির রিয়ারে প্রাইমারি সেন্সর হিসেবে পাওয়া যাবে একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর, আর সেকেন্ডারি হিসেবে পাওয়া যাবে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পাশাপাশি পাবেন একটি শক্তিশালী ফ্ল্যাশ, যা খুবই স্বাভাবিক। তবে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা সেটাপের মূল আকর্ষণ এর এপার্চার সাইজ। স্মার্টফোনটির বাজার মূল্য ১১৯৯৯ টাকা।

প্রিমো আর৮ ডিভাইসে যা যা থাকছে

  • অ্যান্ড্রয়েড ১০
  • হেলিও জি৩৫, ২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • ১৩+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএইচ ব্যাটারি

প্রিমো এইচ১০

যাদের বিগ ডিসপ্লে স্মার্টফোন পছন্দ তাদের জন্যেও এই প্রিমো এইচ১০ স্মার্টফোন এগিয়ে থাকবে। প্রিমো এইচ১০ স্মার্টফোনটির সাথে পাবেন ৬.৫২ ইঞ্চি সাইজের বিগ ডিসপ্লে। অনলাইন ক্লাস থেকে শুরু করে, মাল্টিমিডিয়া স্ট্রিমিং এমনকি গেমিং সব দিক দিয়েই যা আপনাকে যথেষ্ট সুবিধা দিবে। ডিসপ্লেটির রেজুলেশন ১৬০০*৭২০ পিক্সেল। স্মার্টফোনটিতে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ প্রসেসর। যা একটি অক্টাকোর ২ গিগাহার্জ বাজস্পিডের প্রসেসর। আর এই প্রসেসর এর সাথে গ্রাফিক্স ইউনিট হিসেবে পেয়ে যাবেন পাওয়ারভিআর জিই৮৩২০ জিপিইউ।

স্মার্টফোন যেটাই হোক! বাজেট হোক কিংবা ফ্ল্যাগশিপ হোক, যে বিষয়টি আমরা সবাই মাথায় রাখি, সেটা হচ্ছে সেই স্মার্টফোনের ব্যাটারি লাইফ কেমন। ব্যাটারি লাইফ কম হলে স্মার্টফোনে যত ভালো ফিচার থাকুক সেটা কিন্তু আমরা ঠিকভাবে উপভোগই করতে পারব না; আর সেকারনে ব্যাটারি লাইফ ভালো হওয়া একটি স্মার্টফোনের জন্য অনেক বেশি জরুরি। নতুন এই প্রিমো এইচ১০ স্মার্টফোন কিনলে ব্যাটারি নিয়ে আপনাকে কোন চিন্তা করতে হবেনা। কেননা স্মার্টফোনটির ভেতরে আপনি পেয়ে যাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারি। অনায়াসে ফুল চার্জে হেভি গেমিং করলেও একদিনের বেশি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনে। স্মার্টফোনটির বাজার মূল্য ১২৯৯৯ টাকা।

প্রিমো এইচ১০ ডিভাইসে যা যা থাকছে

  • অ্যান্ড্রয়েড ১১
  • হেলিও জি৩৫, ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৬.৫২ ইঞ্চি ইনসেল আইপিএস ডিসপ্লে
  • ১৩+২+২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএইচ ব্যাটারি

এই ছিল আজকের আলোচ্য চারটি বিগ ব্যাটারি স্মার্টফোন! আপনার যদি সেরা বাজেটে সেরা ৫০০০ এমএএইচ ব্যাটারি সম্বলিত স্মার্টফোন নেবার ইচ্ছা থাকে, তবে স্মার্টফোনগুলোর দিকে যেতে পারেন। স্মার্টফোন চারটি কিনতে কিংবা দেখতে চলে যেতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে। অথবা ওয়ালটন নিজস্ব ইকমার্স প্লাটফর্ম ওয়ালকার্ট থেকেও স্মার্টফোঙ্গুলো কিনতে পারেন। সকল ফোনের সাথেই পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার সার্ভিস ওয়ারেন্টি। আশাকরি আজকের লেখা থেকে স্মার্টফোনগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। সম্পূর্ণ লেখাটি পড়বার জন্য ধন্যবাদ।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস