সবচেয়ে কমদামে দেশের সেরা 4G স্মার্টফোন

প্রসঙ্গ যখন আসে স্মার্টফোন কেনার, তাও যদি হয় বাজেট স্মার্টফোন! তবে সেটি কিন্তু মটেও সহজ কোন বিষয় নয়! আমরা যখন বাজারে বাজেট স্মার্টফোন কিনতে যাই, তখন কত শত ব্র্যান্ড এবং সেলসম্যানদের দৌরাত্তে আমরা আসলে কোন স্মার্টফোনটি বাছাই করব, তা নিয়ে দ্বিধাগ্রস্থ হয়েপড়ি।

এই সকল দ্বিধা কাটাতেই স্মার্টফোন কেনার আগে আমাদের উচিত আমরা আসলে কোন স্মার্টফোনটি কিনব, তা নিয়ে স্পষ্ট ধারণা আগে থেকেই নিয়ে রাখা। এই লেখায় আমরা আলোচনা করব আপনার বাজেট যদি ৫ হাজার টাকা হয়, তাহলে কোন স্মার্টফোনটি আপনি কিনতে পারেন।

আমরা এই লেখায় আলোচনা করব ওয়ালটনের দারুন একটি বাজেট স্মার্টফোন প্রিমো ই১২ স্মার্টফোন নিয়ে। প্রিমো ই সিরিজ হচ্ছে ওয়ালটনের লো বাজেট স্মার্টফোন সিরিজ। এই সিরিজের স্মার্টফোনের মাধ্যমে ওয়ালটন সব চেয়ে কম দামে গ্রাহকদের সবচেয়ে সেরা স্মার্টফোন দেয়ার চেষ্টা করে।

ওয়ালটনের নতুন এই প্রিমো ই১২ স্মার্টফোনটির দাম ৪৯৯০ টাকা। মাত্র ৪৯৯০ টাকার একটি স্মার্টফোন হলেও, প্রিমো ই১২ সম্পূর্ণ ৪জি স্মার্টফোন। এই বাজেটে এত কম দামে ৪জি স্মার্টফোন পাওয়া আসলেই অবাক করা বিষয়।

প্লাস্টিক বডির দারুন এই ডিভাইসটি বাজারে পাওয়া যাবে তিনটি কালারে। এগুলো হচ্ছেঃ কালো, লাল এবং নীল। স্মার্টফোনটিতে পাবেন ৫ ইঞ্চির এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে প্যানেল। প্রিমো ই১২ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৪ গিগাহার্জ ক্লকস্পীডের কোয়াড কোর প্রোসেসর। আর স্মার্টফোনটির সিস্টেমকে ব্যাকআপ দিবে ১ জিবি র‍্যাম। প্রিমো ই১২ ডিভাইসটিতে পাওয়া যাবে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যার মধ্যে ব্যবহারকারীরা ৪ জিবির মতন জায়গা ফাকা পাবেন।

 

এক নজরে Primo E12 স্মার্টফোন

    • ৪জি কানেক্টিভিটি
    • ৫ ইঞ্চি এফ-ডাব্লিউভিজিএ ডিসপ্লে
    • ১.৪ গিগাহার্জ কোয়াডকোর সিপিইউ
    • মালি টি-৮২০ জিপিইউ
    • ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম
    • ২০০০ এমএএইচ ব্যাটারি

প্রিমো ই১২ স্মার্টফোনে ওয়ালটনের অন্যসব স্মার্টফোনের মতই রেগুলার সার্ভিস ওয়ারেন্টি পাবেন।

আপনার বাজেট যদি ৫ হাজার টাকা হয়, তবে নিঃসন্দেহে এই স্মার্টফোনটি কিনতে পারেন। স্মার্টফোনটি কিনতে আপনি চলে যেতে পারেন, ওয়ালটনের যেকোনো প্লাজা কিংবা স্মার্টজোনে। অথবা অনলাইনে অর্ডার করতে পারেন, ওয়ালটনের ইকমার্স প্লাটফর্ম ওয়ালকার্ট থেকে।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস