অনলাইন ভিত্তিক বাংলাদেশের প্রথম পাইকারী মার্কেট

ওরা তিন বন্ধু হুট করে একদিন সিদ্ধান্ত নিয়েই ফেললো ওরা দেশের জন্য প্রযুক্তিগত কোন একটি বিপ্লব ঘটাবে। দীর্ঘদিনের পরিকল্পিত তাদের একজনের একটি আইডিয়া নিয়ে কাজ করবে, আর সেখানে থেকেই শুরু উৎপাদক ডট কম। তারপর ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের স্বপ্নকে, এর সাথে যোগ হয়েছে উৎপাদনকারী ও হাজার হাজার ক্রেতা। আমরা যেমন অনলাইন ভিত্তিক খূচরা বিক্রি করার অনেক প্লাটফর্ম পেয়ে থাকি। কিন্তু দেশের উৎপাদিত পণ্যের পাইকারী বিক্রি করার জন্য যে একটি অনলাইন ভিত্তিক বাজার তৈরি হতে পারে সে চিন্তা নিয়ে ওরা রাত দিন এখন কাজ করছে। utpadok.com এ আছে বিভিন্ন ধরনের পণ্যের বিশাল সমাহার, যে কেউ সরাসরি তাদের কাঙ্ক্ষিত বিক্রেতা খুঁজে পাবে।

ধরুন যে কোন একজন ব্যবসায়ী, নতুন উদ্যেক্তা চিন্তা করলো সে একটি দোকান নিয়ে রেডিমেড পোশাক বিক্রি করবে। এজন্য তার অনেক অভিজ্ঞতা ও পাইকারী বাজার সম্পর্কে প্রথমেই ধারণা থাকতে হবে এবং নিদিষ্ট কিছু মার্কেটের উপর নির্ভর করে ব্যবসা করতে হবে। তার অল্প পুঁজি দিয়ে সে ইচ্ছে করলেই কোন নতুন ধারার ব্যবসা করতে পারবে না। কারন কারখানা ও পাইকারী মার্কেটের মধ্যে দামের পার্থক্য অনেক। এতে ভোক্তারও অতিরিক্ত কিছু অর্থ ব্যয় হচ্ছে। তাই পাইকারী ক্রেতা ও উৎপাদনকারীর মধ্যে সংযোগ স্থাপন করে দিচ্ছে উৎপাদক ডট কম। তাদের ওয়েব সাইটে যে কোন দেশীয় উৎপাদনকারী দেশে উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে পাইকারী বিক্রি করতে পারবে। এখানে কোন ধরনের খূচরা বা কমিশন বা কোন ফি নেই এবং সাপ্লায়ার পণ্য ও বিদেশ থেকে আমদানীকৃত পণ্য বিক্রি করা যায় না। উৎপাদক ডট কম শুধু দেশীয় পণ্যের জন্য কাজ করে। ব্যবসায়ীরা এখন সরাসরি কারখানা মালিক থেকে পণ্য ক্রয় করার সুযোগ পাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে- এখানে কি পাওয়া? এখানে বাংলাদেশের উৎপাদিত সব ধরনের পণ্যে পাওয়া যায় বা বিক্রয় বিজ্ঞাপণ সম্পূর্ণ ফ্রি দেওয়া যায়। এতে করে দেশসহ বিদেশেও বাংলাদেশী পণ্যের প্রচারণা লাভ করতে পারবে। ক্রেতারা সহজেই পণ্য সম্পর্কে জানতে পারবে, সরাসরি উৎপাদনকারীর থেকে পণ্য ক্রয় করতে পারবে। অতত্রব একজন উদ্যেক্তা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবে, কোথায় পণ্যের সোর্সিং করবে ইত্যাদি বিভিন্ন বিষয়ে জানতে পারবে।

 

কৃষি ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে, কৃষক যদি ঢাকার বাজারগুলোতে সরাসরি বিক্রি করতে পারে তাহলে কৃষক ন্যায্য মূল্যে পাইকারি দাম পাবে ও ভোক্তাও লাভবান হবে। অনলাইন থেকে যদি সরাসরি পাইকারী পণ্য ক্রয় করে আবার অনলাইনে খূচরাও বিক্রি করছে অনেকে। সুতরাং এর প্রভাব সূদীর্ঘ, দেশে ব্যবসার ক্ষেত্রে একটি বিপ্লব ঘটতে যাচ্ছে। তাই আমার পরামর্শ থাকবে দেশে আরো কিছু অনলাইন ভিত্তিক পাইকারী বাজার তৈরি হোক। সাধারন জনগন, উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লাভবান হবে। এতে মধ্যেস্বত্বভোগীদের দৌড়াথ কিছু হইলেও কমবে।

 

আমাদের দেশে কি কি উৎপাদন হচ্ছে বা হয়! এই হিসেব কিন্তু সরকারের কাছেও নেই। যদি একটি সরকারী অর্কাইভের মাধ্যমে করা যেত তবে আরো বেশী ভালো হত। তবে তরুনদের উদ্দেগ সত্যি প্রশংসনীয়। তারা যদি সত্যিই দেশের বেশির ভাগ উৎপাদনকারীকে এক ছাদের নিচে নিয়ে আসতে পারে, তবে এটাই হবে দেশের প্রথম ইন্টারনেট যুগের প্রথম বিশাল অর্জন।

Level 1

আমি মোঃ আল আমীন। COO, Utpadok.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি লেখালিখি করতে ভালবাসি। এছাড়াও আমি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকি। আমি পত্রিকা, সামাজিক মাধ্যমে ও ব্লগে লেখালিখি করি। আমি বই পড়তে খুব ভালবাসি। এছাড়াও আমার নিজস্ব ব্যবসা রয়েছে। আমি সেই ব্যবসার সাথে দীর্ঘ দিন যুক্ত আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস