সিভি তৈরীর ক্ষেত্রে যেই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক করে

সিভি তৈরীর ক্ষেত্রে ফ্রেশার হিসেবে আমাদের যেসকল কনফিউশন তৈরী হয় তা নিয়ে প্রথমবারের মতো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু তথ্য শেয়ার করলাম। সাধারণত যেই প্রশ্নগুলো প্রথমেই মাথায় আসে তা হলো:

১. আমার সিভি কি ১ পাতার হবে নাকি ২ পাতার?

উওর: সাধারণত বর্তমান অবস্থা বিবেচনা করলে ১ পাতার সিভি উত্তম, বিশেষ করে আপনারা যারা ফ্রেশার হিসেবে চাকরিতে আবেদন করবেন। তবে যদি আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বেশি থাকে যা এক পাতায় লিখে শেষ করতে পারছেন না, সেক্ষেত্রে ২ পাতার সিভি শ্রেয়।

২. সিভি রেফারেন্সে কার তথ্য দিতে হবে হবে?

উত্তর: আপনার সিভিতে নূন্যতম ২ টি রেফারেন্স দেয়া ভালো। এখন আসি, রেফারেন্সগুলোতে আসলে কোন ব্যক্তিবর্গের তথ্য দিতে হবে।

ক. পূর্বে চাকরির অভিজ্ঞতার ক্ষেত্রে আমি পূর্বে যেই কোম্পানিতে চাকরি করেছি সেই কোম্পানির উর্ধতন কর্মকর্তার তথ্য দিতে হবে যিনি আমার কাজ সম্পর্কে ধারণা রাখেন। তবে মনে রাখবেন, আপনার সহকর্মীর তথ্য না দেয়া উত্তম।

খ. ফ্রেশার এবং অভিজ্ঞদের ক্ষেত্রে আপনি যেই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছেন সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষকের তথ্য এই অপশনে দিতে হবে।

গ. সর্বশেষ ব্যক্তিগত সংক্রান্ত রেফারেন্স এমন ব্যক্তির তথ্য দিতে হবে যিনি আপনার প্রথম বংশের কেউ নন তবে তিনি সমাজে ভালো কোথাও প্রতিষ্ঠিত। তিনি যে কেউ হতে পারেন যিনি আপনাকে ব্যক্তিগত ভাবে চিনেন।

৩. শিক্ষাগত যোগ্যতা কি শুরুর দিকে দিতে হবে নাকি শেষের দিকে?

উত্তর: ফ্রেশারদের ক্ষেত্রে শিক্ষাগত তথ্য সবার আগে দিতে হবে, চাকরির অভিজ্ঞতা থাকলে তা আগে দিয়ে এর পর শিক্ষাগত তথ্য লিপিবদ্ধ করলে শ্রেয়।

৪. আমার জিপিএ/ সিজিপিএ কি সিভিতে দিতে হবে?

উত্তর: বেশিরভাগ ক্ষেত্রে আপনার রেজাল্ট উল্লেখ করে দেয়া উত্তম।

৫. চাকরির অভিজ্ঞতা না থাকলে কি করা উচিত?

চাকরির অভিজ্ঞতা না থাকলে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ৪টি বিষয় তুলে ধরতে পারেন।
ক. আপনার বিদেশী ভাষা জানা থাকলে সেটা হাইলাইট করবেন
খ. পড়ালেখার পাশাপাশি কোন কোর্স করে থাকলে তা অ্যাড করবেন (উদাহরণ: মাইক্রোসফট এক্সেল কোর্স)
গ. আপনার এক্সট্রা কারিকুলার এক্টিভিটি উল্লেখ করতে পারেন
ঘ. কম্পিউটার এর কোনো স্পেসিফিক স্কিল জানা থাকলে তা উল্লেখ করতে পারেন

Level 0

আমি আরাফাত কবির তাসিম। Digital Marketing Manager, Kormo Jobs Bangladesh, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস