সুপ্রিয় পাঠকগণ আসসালামুয়ালাইকুম আপনারা কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও ভাল আছি। বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের বহুল ব্যবহৃত ফাইল শেয়ারিং অ্যাপস Shareit এবং এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস SHAREIT এটি একটি THIRD PARTY অ্যাপস। এই অ্যাপসটির অশ্লীল বিজ্ঞাপণে আমরা সবাই বিরক্ত। আপনি কোন ফাইল শেয়ারিং জন্য একটি চালু করলেন আর আপনার সামনে একটি অশ্লীল অ্যাড চলে আসলো অনেক সময় আমাদের আশপাশে সিনিয়ররা থাকে যে কারণে অটোমেটিকলি লজ্জা পেতে হয়। শুধু তাই নয় এটি third-party অ্যাপ হওয়ার কারণে আপনার ফোনের গুরুত্বপূর্ণ বা গোপনীয় যেকোনো তথ্য চুরি হতে পারে অথবা আপনার ফোনটি যেকোনো সময় হ্যাক হতে পারে। তাই এখনই সাবধান থাকুন।
আজকে আপনাদেরকে একটি শেয়ারিং সিস্টেম সম্পর্কে বলবো যেটি আপনার হাতে থাকা স্মার্টফোনে আছে আপনি জানতেন না। তো চলুন মূল বিষয় দেওয়া যাক।
সবচেয়ে ফাস্ট এবং সেইফ ফাইল শেয়ারিং সিস্টেম।
নিয়ারেড শেয়ার। আপনার ফোন উপর থেকে সাটার টি নামালেই শর্টকাট বারে দেখতে পাবেন এই অপশনটি রয়েছে।
এই অপশনের মাধ্যমে যদি আপনি অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড ফাইল শেয়ারিং করতে চান এখানে স্ক্রিনশট দেয়া আছে সবগুলো স্টেপ অনুসরণ করলে আপনি ফাইল শেয়ারিং করতে পারবেন। অ্যাপসন তে ক্লিক করার পর আপনার সামনে নিচের স্ক্রীনশটের মত একটি ইন্টারফেস আসবে। সেখানে ব্লুটুথ এবং ওয়াইফাই চালু করতে বলা হবে। এখানে টার্ন অন বাটন টি ক্লিক করলেই আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ চালু হয়ে যাবে। এরপর নিচের স্ক্রীনশটের মত একটি ইন্টারফেস আসবে।
আপনি যার কাছে ফাইলটি সেয়ার করতে চান তার এই শেয়ার প্রোগ্রামটি ওপেন করতে বলুন এবার কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি কানেক্ট করে ফাইলটি সেয়ার হওয়া শুরু করবে। বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট বক্সে টিউমেন্ট করে জানান। ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকটিউনস এর সাথে থাকবেন।
আমি আজিজ মাহমুদ। ১০ম শ্রেণি, ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।