৪জি তে সবসময় ইন্টারনেট চালাতে হলে আপনার মোবাইল ৪জি সাপোর্টেড হতে হবে। এবং সিম ও ৪জি হতে হবে তো চলুন আপনাদের বলি কিভাবে ৪জি তে সবসময় ইন্টারনেট চালাবেন সবসময় ৪জি তে ইন্টারনেট থাকে অটোমেটিক ৩জি হবেনা এবং ভালো ভাবে ফুল স্পিড তে চালাতে পারবেন।
প্রথমে আপনাদের মোবাইল এর ডায়াল প্যাড এ যেয়ে ডায়াল করতে হবে *#*#4636#*#* তারপর টেস্টিং মেনু খুলবে সেখান থেকে, ফোন সূচকটি নির্বাচন করুন' এ ফোন করুন SIM এ ট্যাপ করুন সিম কার্ড স্লটটি নির্বাচন করুন আপনি 'সেট পছন্দের নেটওয়ার্ক টাইপ এ 4 জি এলটিটিকে তাহলে ৪জি হয়েযাবে। স্যামসাং মোবাইল এর জন্য একই কাজ করতে হবে কিন্তু এর কোড আলাদা স্যামসাং এর কোড হল *#2263#
এগুলোতে না হলে আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। যার নাম 4G Switcher no ads ডাউনলোড করার পর অ্যাপ টি খুলুন, খুলার পর দেখতে পারবেন
phone 0 এটা মানে সিম নাম্বার, ১ সিম নাম্বার পালটে চাইলে phone 0 তে ক্লিক করুন তারপর phone 1 এ ক্লিক করুন তাহলে, ২ নাম্বার সিম এ চলে যাবে এবার ৪জি করার জন্য set perfect network type এ ক্লিক করুন তারপর LTE ony তে ক্লিক করুন দেখবেন ৪জি হয়ে যাবে।
যাদের ঘর বা এলাকায় ৪জি পাওয়া যায় না তারা এটা করে দেখতে পারেন আশাকরি পাওয়া যাবে।
আমি আজিজ মাহমুদ। ১০ম শ্রেণি, ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।