সুপ্রিয় পাঠকগণ আসসালামুয়ালাইকুম আপনারা কেমন আছেন? আশাকরি ভাল আছেন। আমিও ভাল আছি। বন্ধুরা হয়তো আপনারা অনেকে আমাকে চিনেন কিংবা চেনেন না। কারণ আমি টেকটিউনসে এ প্রথমবার জয়েন করেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে ভাল কিছু উপহার দেওয়ার। আমার প্রথম আর্টিকেল। আশাকরি এটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। আজকে আমি যে টপিকটি নিয়ে টিউন করতে এসেছি সে টপিকটি আপনারা টিউনের টাইটেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ, বন্ধুরা এটা খুব সহজ আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যেকোনো ব্লগার অথবা ওয়ার্ডপ্রেস এর থিম এডিট করতে পারবেন।
তো বন্ধুরা আমার সবাই জানি যে, স্মার্টফোন দিয়ে ক্রোম এর মাধ্যমে থিম এডিট করা যায় না। কিন্তু কম্পিউটার দিয়ে এডিট করা যায় তো, আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে যেকোনো থিম এডিট করতে পারবেন।
তো বন্ধুরা থিম এডিট করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটির নাম হচ্ছে TredEdit এই অ্যাপটি গুগল প্লেস্টোর এ পেয়ে যাবেন ডাউনলোড করা হয়েগেলে অ্যাপটি খুলুন অ্যাপ খুলার পর আপনারা এরকম দেখতে পাবেন
এইখান থেকে মেনু তে ক্লিক করুন তারপর টেক্সট এডিট এ ক্লিক করুন তারপর এরকম আসবে
তারপর সব উপরে ফোল্ডার এর আইকন এ ক্লিক করুন দিয়ে ওপেন ফাইল এ ক্লিক করুন। তারপর আপনাদের ফাইল ম্যানেজার ওপেন করতে বলবে ওপেন করবেন তখন দেখতে পাবেন আপনাদের কাছে এলাও চাইবে আপনারা এলাও করে দিবেন। তারপর আপনারা আপনাদের থিম এর ফাইল এ যেয়ে html এ ক্লিক করবেন দেখবেন আপনাদের থিম এর সব কোড আপনি এডিট করতে পারছেন।
আরো একটা কথা বলে দেই যাদের থিম এর html মোবাইল htm দিয়ে ওপেন হয়না তারা থিম কপি কারার কাজে ও এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তো এটাই আমার প্রথম টিউন এরপর এ টিউন এর জন্য অপেক্ষা করুন।
ততক্ষণ পর্যন্ত আপনারা ভাল থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনসের সাথে থাকুন।
আর একটি কথা না বললেই নয়, যদি আমার পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ভুল ত্রুটিগুলো আমার ক্ষমা করে দিবেন। কারণ আমি এ প্রথমবার লিখছি তাই ভুল হওয়াটা স্বাভাবিক। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকটিউনসের সাথে থাকুন।
আমি আজিজ মাহমুদ। ১০ম শ্রেণি, ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন, রাজশাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।