অনেকেই নোট তৈরি করে সেটা ব্যাকআপ রাখতে অনেক সমস্যা ফেস করে। তাদের জন্য আমি নিয়ে আসলাম এক অসাধারন সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার তৈরি করা নোটগুলো ব্যাকআপ রাখতে পারবেন।
আপনার টিউন গুলো যদি ইমেইলে ব্যাকআপ রাখতে পারেন তাহলে সেগুলো কখনোই ডিলিট হয়ে যাবে না। বিশেষ করে কনটেন্ট রাইটার যারা তাদের জন্য এই সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার।
আপনাদের জন্য এই কাংখিত সফটওয়্যারটি হচ্ছে google keep- notes and lists
আপনার ফোন থেকে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবেন "google keep"। তারপর যে সফটওয়্যারটি প্রথমে পাবেন সেটা ইন্সটল করে নিন।
ইনস্টল করার পর অ্যাপস টি ওপেন করুন এবং সেখানে আপনার যেকোন একটি মেইল দিয়ে অ্যাপটিতে লগইন করুন। ব্যাস হয়ে গেল।
এরপর আপনাকে অতিরিক্ত আর কোন কাজ করতে হবে না। আপনি যতগুলো লিস্ট কিংবা নোট তৈরি করবেন তা অটোমেটিক আপনার মেইল একাউন্ট এ ব্যাকআপ হয়ে যাবে। এরপর আপনার ডিভাইস হারিয়ে গেলেও আর কোন সমস্যা হবে না। আপনি জাস্ট অন্য কোনো এক ডিভাইস থেকে Google keep notes এ প্রবেশ করবেন আর মেইল দিয়া লগিন করবেন। ব্যাস পেয়ে যাবেন আপনার আগের ব্যাকআপ করা নোটস কিংবা লিস্টস গুলো।
অনেকেই এই সফটওয়ার এর মান নিয়ে প্রশ্ন তুলতে পারে। আমি তাদের বলি এই সফটওয়ার টি গুগলের অফিসিয়াল পণ্যের একটি। আর গুগলের পণ্য প্রত্যেকটিই মোটামুটি ভালো।
এটা আমার মোবাইলের একটি স্ক্রিনশট। আমি ব্যক্তিগত ভাবে এই সফটওয়ার টি ব্যবহার করি।
এরকম নিত্যনতুন টেকনোলোজি বিষয়ক টিপস পেতে ভিজিট করুন আমাদের ব্লগ - skilljano
ধন্যবাদ।
আমি মিঃ অক্সিডেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Harder than the hardest | Softer than the softest