দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে অন্যতম বিশ্বস্ত পছন্দ হচ্ছে ওয়ালটন। শুরু থেকেই নিয়মিত নানানরকম মানসম্মত স্মার্টফোন নিয়ে আসবার মাধ্যমে ওয়ালটন ক্রেতা-সমাজের বিশ্বাস অর্জন করে নিয়ে চলেছে। নিয়মিত নানান মডেলের ভালো ভালো স্মার্টফোন আনবার পাশাপাশি ওয়ালটন প্রতিটি স্মার্টফোনের সাথেই দিয়ে চলেছে নানান রকম অফার।
আজকের এই লেখায় আলোচনা করব ওয়ালটনের নতুন স্মার্টফোন কিনলে আপনি প্রতিটি অপারেটরে কি কি ইন্টারনেট অফার পাবেন সেই সম্পর্কে।
ওয়ালটনের যেকোনো ৪জি মডেলের স্মার্টফোন কিনলে আপনি ৭ দিনের জন্য পেয়ে যাবেন ফ্রি ৪ জিবি ডাটা। পাশাপাশি নতুন স্মার্টফোন কিনে ‘পারচেজ অফার’ হিসেবে পেয়ে যাবেন ৭৯ টাকায় ৭ দিনের জন্য ৩ জিবি ডাটা। এই ৩ জিবির মধ্যে ১জিবি কেবল ৪জি এবং ২ জিবি ৩জি/৪জি ডাটা।
পাশাপাশি যেকোনো ৩জি মডেলের স্মার্টফোন কিনলে ৭ দিনের জন্য পেয়ে যাবেন ২ জিবি ফ্রি ডাটা। পাশাপাশি পারচেজ অফার হিসেবে পাবেন ৮৭ টাকায় ৭ দিনের জন্য ২ জিবি ডাটা।
গ্রামীনফোন সিমে অফারটি এক্টিভ করতে হলে সিম ফোনে ঢুকিয়ে ফোনটি একবার রিস্টার্ট দিলেই হবে।
৮ হাজার টাকার ভেতরে ওয়ালটনের যেকোনো নতুন ৪জি মডেলের স্মার্টফোন কিনলে ৭ দিনের জন্য রবি কিংবা এয়ারটেলে পেয়ে যাবেন ৬ জিবি ফ্রি ডাটা। একইভাবে ৮হাজার টাকার বেশি দামের যেকোনো ৪জি স্মার্টফোন কিনলে ৭ দিনের জন্য পেয়ে যাবেন ফ্রি ৮ জিবি ডাটা।
তবে ৮ হাজার টাকার বেশি বাজেটের ৪জি স্মার্টফোনে রবিতে তিনটি প্যাকেজ কিনলে ৫০% ছাড় পাওয়া যাবে। এই তিনটি মাসিক প্যাকেজ হচ্ছে, ১৫ জিবি+ ৬৫০ মিনিট + ৭.৫ জিবি ৪জি ডাটা (মেয়াদ ৩০ দিন), প্যাকেজের মূল্য ৭৪৯ টাকা। আরেকটি হচ্ছে, ৬ জিবি + ২ জিবি ওটিটি+ ২৫০ মিনিট টকটাইম+ ৪ জিবি ৪জি ডাটা (মেয়াদ ২৮ দিন), প্যাকেজের মূল্য ৩৩৯ টাকা। সর্বশেষ প্যাকেজ হচ্ছে, ৭ জিবি+ ৩.৫ জিবি (মেয়াদ ৭ দিন) প্যাকেজের মূল্য ১৪৮ টাকা। এই তিনটি প্যাকেজ আপনি ওয়ালটনের ৮ হাজার টাকার বেশি দামের যেকোনো স্মার্টফোনে ৫০% ছাড়ে কিনতে পারবেন।
অন্যদিকে, এয়ারটেলে আপনি ওয়ালটনের ৮ হাজার টাকার বেশি দামের যেকোনো ৪জি স্মার্টফোনে ৩ টি প্যাকেজ ১০০% ছাড়ে কিনতে পারবেন। এই তিনটি প্যাকেজ হচ্ছে, ৩.৫ জিবি + ৩.৫ জিবি (মেয়াদ ৭ দিন) প্যাকেজের মূল্য ১০৪ টাকা। আরেকটি প্যাকেজ, ৮ জিবি+ ৭ জিবি (মেয়াদ ৩০ দিন), প্যাকেজের মূল্য ৩২৯ টাকা। শেষ প্যাকেজটি হচ্ছে, ১০ জিবি+ ৩৫০ মিনিট টকটাইম + ১৫ জিবি (মেয়াদ ৩০ দিন), প্যাকেজের মূল্য ৪৪৮ টাকা।
রবি কিংবা এয়ারটেল সিমে অফারটি এক্টিভ করতে হলে, ফোনে সিম প্রবেশ করিয়ে কেবল একটি ফোন কল করলেই হবে।
বাংলালিংক সিম ব্যবহারকারির ক্ষেত্রে সিলেক্টেড কিছু মডেলে ১২ মাসে মোট ১৫ জিবি ডাটা ফ্রি পাবেন। যার মধ্যে প্রথম মাসে ৩ জিবি রেগুলার ডাটা এবং ১ জিবি টফি (ওটিটি প্লাটফর্ম) ডাটা ৭ দিনের জন্য ফ্রি পাবেন। পরবর্তীতে প্রতি মাসে ১ জিবি করে ডাটা পাবেন।
অতঃপর পারচেজ অফার হিসেবে ৩টি বাৎসরিক ডাটা প্যাক পাবেন। এগুলো হচ্ছে, ৪৭৭ টাকায় ১২ জিবি ১ বছরের জন্য, যেখানে প্রতি মাসে ১ জিবি করে করে পাবেন। আরেকটি হচ্ছে, ৯৪৬ টাকায় ৩৬ জিবি ১ বছরের জন্য, যেখানে প্রতিমাসে ৩ জিবি করে করে পাবেন। শেষটি হচ্ছে, ১৪২২ টাকায় ৬০ জিবি ১ বছরের জন্য, যেখানে প্রতিমাসে ৫ জিবি করে করে পাবেন।
বাংলালিংক সিমে অফারটি এক্টিভ করতে হলে, বাংলালিংক সিমটি ১ম সিম স্লটে রাখতে হবে এবং *৫০০০*৫২১# ডায়াল করতে হবে।
দেশের স্মার্টফোন বাজারে বিশ্বস্ততার দিক দিয়ে যেমন ওয়ালটনের স্থান অন্যতম, তেমনিভাবে অফারের দিক দিয়েও ওয়ালটন এগিয়ে। ওয়ালটনের প্রতিটি স্মার্টফোনে সাথে পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি, পাশাপাশি ওয়ালটনের দেশব্যাপী বিস্তৃত সার্ভিস সেন্টার ছড়িয়ে থাকার ফলে সার্ভিস জনিত সমস্যা নিয়ে আপনাকে কোনরকম ভোগান্তিি পোহাতে হবেনা।
আপনার পছন্দের যেকোনো ওয়ালটন স্মার্টফোন কিনতে আপনি আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে চলে যেতে পারেন। পাশাপাশি আপনি যদি আপনার পছন্দের ওয়ালটন স্মার্টফোনটি ঘরে বসে কিনতে চান, তাহলে ওয়ালটনের ইকমার্স প্লাটফর্ম ওয়ালকার্টের মাধ্যমেও আপনার পছন্দের স্মার্টফোনটি কিনে নিতে পারেন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।