স্মার্টফোনের বাজেট লো, মিড কিংবা হাই যেটিই হোক না কেন নিজেদের স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে ওয়ালটন বরাবরই অনেক বেশি যত্নশীল। বাজারেও বাজেটের ভেতর সেরা ক্যামেরা স্মার্টফোনের জন্য ওয়ালটন বরাবরই বেশ সমাদৃত! স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে পা রাখার শুরু থেকে যেমন বাজেটের স্মার্টফোনই হোক না কেন, সেই বাজেটে বাজারের অন্যসব স্মার্টফোনের তুলনায় সর্বদাই বেস্ট স্মার্টফোন প্রোভাইড করেছে ওয়ালটন।
ওয়ালটনের নতুন প্রিমো এস৮ স্মার্টফোনেও তার ব্যতয় ঘটেনি। কোয়াড তথা ৪টি ক্যামেরা সেটাপ নিয়ে ওয়ালটন সম্প্রতি বাজারে উন্মুক্ত করেছে তাদের নতুন এই স্মার্টফোন প্রিমো এস৮। ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ সম্বলিত এই স্মার্টফোন নিঃসন্দেহে বাজারের অন্যসকল স্মার্টফোনের থেকে সেরা।
২০ হাজার টাকার বাজেটের স্মার্টফোন হিসেবে ওয়ালটন তাদের এই প্রিমো এস৮ স্মার্টফোনের কোয়াড ক্যামেরা সেটাপে দিয়েছে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
ফোনটির প্রাইমারি সেন্সরের এপার্চার সাইজ এফ/১.৭৯ এবং সেন্সর সাইজ ১/২”। প্রিমো এস৮ স্মার্টফোনের বড় সেন্সর থাকার ফলে এই ফোনটি দিয়ে খুবই ভালোমানের ছবি পাওয়া সম্ভব।
রাতের বেলায় ফটোগ্রাফির ক্ষেত্রে বড় সেন্সর যেমন গুরুত্বপূর্ণ ক্যামেরার অ্যাপারচার ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এফ/ এরপর যে সংখ্যা থাকে তার মান যত কম হবে ততো বেশি পরিমাণে আলো লেন্স এর ভিতর দিয়ে ক্যামেরার সেন্সর ঢুকতে পারবে। এতে রাতের বেলায় অর্থাৎ লো লাইটিং কন্ডিশনে সেন্সর বেশি পরিমাণে আলো ক্যাপচার করতে পারবে। আপনি উপরের ছবির সাথে মিলিয়ে নিলেই বুঝতে পারবেন প্রিমো এস৮ এর প্রাইমারি সেন্সরের এপার্চার দিয়ে ছবি তুলবার ক্ষেত্রে কত ভালো পারফর্মেন্স পাওয়া সম্ভব!
আধুনিক স্মার্টফোনের যুগে ফটোগ্রাফি ব্যাপারটা অনেক বেশি পরিমানে বিকশিত হয়েছে। আর এই বিকাশ লাভের একমাত্র কারণ স্মার্টফোন প্রযুক্তিতে ক্যামেরার বিকাশ! এই বিকাশ লাভ সম্ভব হয়েছে ওয়াইড, ম্যাক্রো ধাচের ফটোগ্রাফিও স্মার্টফোনের মতন ডিভাইসে সম্ভব হওয়া! প্রিমো এস৮ স্মার্টফোনেও আপনি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। ম্যাক্রো ফটোগ্রাফির জন্য প্রিমো এস৮ স্মার্টফোনে দেয়া হয়েছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। যারা ফটোগ্রাফি লাভার, তারা এই সেন্সরটির কারনে ধুমসে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন, এই স্মার্টফোনটি দিয়ে একদম অনায়াসেই!
কেবল ম্যাক্রো নয়! প্রিমো এস৮ স্মার্টফোনে ওয়াইড এঙ্গেল ফটোগ্রাফিও সম্ভব! কেননা প্রিমো এস৮ স্মার্টফোনে দেয়া রয়েছে একটি ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর। এই ওয়াইড এঙ্গেল সেন্সরটি দিয়ে প্রিমো এস৮ স্মার্টফোনে যেমন দারুন প্যানারমিক ফটোগ্রাফি করা যাবে, তেমনি ভাবে করা যাবে ৩৬০ ডিগ্রি ফটোগ্রাফি! ন্যাচারাল ফটোগ্রাফারদের জন্য প্রিমো এস৮ স্মার্টফোনের এই ওয়াইড এঙ্গেল সেন্সরটি দারুনভাবে কাজে দিবে।
প্রিমো এস৮ স্মার্টফোনের রিয়ার ক্যামেরা মডিউলের শেষ যে সেন্সরটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এর ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অবজেক্টকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে ছবি তোলা আমরা সবাই পছন্দ করি, যাকে আমরা ডিএসএলআর ইফেক্ট বলতে বেশি পছন্দ করে থাকি। প্রিমো এস৮ এর এই ডেপথ সেন্সর পোর্টরেইট কিংবা অবজেক্ট যেকোনো ফটোগ্রাফি করতে দারুন সুবিধা দিবে। আপনার চাহিদা মত ফতগ্রাফির জন্য সঠিক মোড সিলেক্ট করলে, এই ক্যামেরাটি দিয়ে পাবেন পারফেক্ট ব্লার ইফেক্ট!
এবার আসি ফোনটির ক্যামেরার অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি অংশ ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। প্রিমো এস৮ স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনলাইন ক্লাস কিংবা অনলাইন মিটিং এই বিষয়টির সাথে আমরা সবাই কমবেশি অভ্যস্ত। আর ফোনটির এই ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে অনলাইন ক্লাস কিংবা অনলাইন মিটিং আপনার কোন সমস্যাই হবেনা। পাশাপাশি টুকটাক সেলফি কিংবা ভিডিও কলিং প্রিমো এস৮ এর ফ্রন্ট ক্যামেরা সেন্সর আপনাকে ডেইলি লাইফে দুর্দান্ত সার্ভিস প্রদান করবে।
২০৯৯০ টাকার অনবদ্য এই স্মার্টফোনটি আপনি কিনতে পারবেন আপনার পাশের যেকোনো ওয়ালটন প্লাজায়। পাশাপাশি আপনি অনলাইনে স্মার্টফোনটি কিনতে চাইলে ঘুরে আসতে পারেন ওয়ালটনের অফিসিয়াল ইকমার্স প্লাটফর্ম ওয়ালকার্ট থেকে। মজার ব্যাপার হচ্ছে, ওয়ালকার্ট থেকে ফোনটি পাবেন মাত্র ১৯৩১১ টাকায়।
ওয়ালটনের অন্যসকল স্মার্টফফোনের মতই এই ফোনেও পেয়ে যাবেন রেগুলার ওয়ারেন্টি সার্ভিস। আপনি যদি ২০ হাজারের বাজেটে একটি বেস্ট ক্যামেরা ফোন খুঁজে থাকেন, তবে চোখ বন্ধ করে এই ফোনটির দিকে যেতে পারেন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।