Walton Primo EF10 Review: সাধ্যের ভেতর অনবদ্য স্মার্টফোন

বাজেটে অনবদ্য সব স্মার্টফোনের জন্য দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের যেন বিকল্প নেই! ওয়ালটন প্রতিনিয়ত দেশের বাজারে দারুন বাজেটে দারুন দারুন সকল স্মার্টফোন নিয়ে আসার জন্য বিখ্যাত! বাজেট ফোনের জন্য দেশের লোকাল মার্কেটে ওয়ালটনের সাথে প্রতিযোগিতা করবার মতন কোম্পানি খুব কমই আছে।

সম্প্রতি ওয়ালটন তাদের বাজেট লাইনআপ প্রিমো ইএফ সিরিজের অধিনে নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে। আগেরবার বার এই সিরিজের অধিনে ওয়ালটনের প্রিমো ইএফ৯ বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, আশা করা যায় নতুন এই প্রিমো ইএফ সিরিজ একইভাবে বাজারে একটি শক্তপক্ত অবস্থানে থাকবে।

একনজরে প্রিমো ইএফ১০ স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • ৪জি কানেকটিভিটি
  • অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ১ জিবি র‍্যাম, ১৬ জিবি রম
  • ৫.৪৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ২.৫ ডি কার্ভড ডিসপ্লে
  • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ফেস আনলক
  • ৩০০০ এমএএইচ ব্যাটারি

প্রিমো ইএফ১০ ডিভাইসটি আনবক্সিং করলে এর ভেতর পাওয়া যাবেঃ ডিভাইসটি, একটি চার্জিং এডাপ্টার, একটি চার্জিং কেবল, একটি মিডিয়াম কোয়ালিটি হেডফোন এবং ওয়ারেন্টি কার্ড।

ডিসপ্লে

ফোনটিতে পাওয়া যাবে ৫.৪৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল। আইপিএস প্যানেল এলসিডি ডিসপ্লে প্রযুক্তির সবচাইতে লেটেস্ট সংযোজন। বাজেট হিসেবে এমন একটি আইপিএস ডিসপ্লে প্যানেল পাওয়া সত্যিই প্রশংসনীয়। আইপিএস ডিসপ্লে প্যানেল হবার ফলে ডিসপ্লের ভিউইং এঙ্গেল নিয়ে প্রিমো ইএফ১০ ডিভাইসে কোনরকম সমস্যাই হবেনা।

ডিজাইন

প্রিমো ইএফ১০ ডিভাইসটি সম্পূর্ণ একটি প্লাস্টিক বিল্ট ডিভাইস। প্লাস্টিক বিল্ট হলেও ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অনেক উন্নত মানের প্লাস্টিক। ডিভাইসটির রিয়ার প্যানেলে দেখতে পাবেন ডায়মন্ড কাট ডিজাইন। প্রিমো ইএফ১০ ডিভাইসটি বাজারে পাওয়া যাবে দুটি কালারে। এই দুটি কালার হচ্ছেঃ গ্রিন এবং সিলভার। ডিভাইসটির লোয়ার প্যানেলে দেখতে পারবেন স্পিকার কাটআউট। রিয়ার প্যানেলের রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা বাম্প ফোনটির ডিজাইনে যুক্ত করেছে নতুন মাত্রা।

মেমোরি

প্রিমো ইএফ১০ ডিভাইসে ব্যবহার করা হয়েছে ১ জিবি র‍্যাম। ১ জিবি র‍্যামের পাশাপাশি ডিভাইসে সিস্টেম স্টোরেজ হিসেবে পাওয়া যাবে ১৬ জিবি রম। ১ জিবি র‍্যাম দিয়ে প্রিমো ইএফ১০ দিয়ে টুকটাক দৈনিক কাজকর্ম সেরে নিতে পারবেন অনায়াসে! তারওপর অ্যান্ড্রয়েড গো এডিশন ব্যবহার করা হয়েছ বলে, তেমন একটা সমস্যা হবেনা। ফোনটিতে থাকা ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সবার কাছে কম মনে হলে চিন্তার কিছু নেই! কেননা আপনি ফোনটি ১২৮ জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড লাগাতে পারবেন।

হার্ডওয়্যার

প্রিমো ইএফ১০ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। ইউনিসকে’র এই চিপের সাথে প্রিমো ইএফ১০ ডিভাইসে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে PowerVR Rouge GE8322।

অ্যান্ড্রয়েডের গো এডিশন ব্যবহার করা হয়েছে বলে এই সিস্টেম কনফিগারেশন দিয়ে আপনার দৈনন্দিন বেসিক সকল কাজগুলো স্বাভাবিকভাবে চলে যাবে। তবে এই স্মার্টফোনটি গেমিং এর দিকে না যাওয়াই ভালো।

রিয়ার ক্যামেরা

প্রিমো ইএফ১০ ডিভাইসটির সাথে পেয়ে যাবেন মোটামোটি চলনসই মানের রিয়ার ক্যামেরা। প্রিমো ইএফ১০ ডিভাইসের রিয়ারে পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। দৈনন্দিন টুকটাক ফটোগ্রাফি কিংবা ভিডিও ক্যাপচারিং এর জন্য এই ক্যামেরাটিই আপনার জন্য যথেষ্ট হবে আশাকরি। লো লাইটে অর্থাৎ সন্ধার সময়েও এই ক্যামেরা দিয়ে খুব ভালো ফটোগ্রাফি করতে পারবেন।

ফ্রন্ট ক্যামেরা

প্রিমো ইএফ১০ ডিভাইসটির ফ্রন্ট প্যানেলে পাবেন ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। অনলাইন ক্লাস, ভিডিও কলিং এমনকি টুকটাক সেলফির জন্য এই ক্যামেরাটি মোটামোটি চলনসই। প্রিমো ইএফ১০ এর ফ্রন্ট ক্যামেরায় পাবেন বিশেষ একটি ফিচার, যার নাম স্মাইল শাটার। যার ফলে আপনি কেবল হাসলেই আপনার ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে আপনার অটোমেটিক সেলফি তুলে নিবে।

অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন

প্রিমো ইএফ১০ এর লাইট হার্ডওয়্যারের কারনে ওয়ালটন স্মার্টফোনটিতে দিয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লাইট তথা গো এডিশন। অ্যান্ড্রয়েডের ১১ সংস্করন হবার ফলে ফোনটিতে অবশ্যই অ্যান্ড্রয়েড ১১ এর কিছু স্পেশাল ফিচারসও পেয়ে যাবেন। এমনই একটি স্পেশাল ফিচার হচ্ছে স্ক্রিন রেকর্ডার। পাশাপাশি ফোনটিতে আরো পাওয়া যাবে স্মার্ট জেসচার, ডার্ক মোডের মতন সুবিধা।

ফেস আনলক

প্রিমো ইএফ১০ ডিভাইসে প্রাইমারি সিকিউরিটি ফিচার হিসেবে পাওয়া যাবে ফেস আনলক সুবিধা। এই বাজেটেও যে ওয়ালটন এই ফোনে ফেস আনলক সুবিধাটি থাকছে তা সত্যিই প্রশংসনীয়!

ব্যাটারি

প্রিমো ইএফ১০ ডিভাইসটিতে পাওয়া যাবে ৩০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে ফুল চার্জ দিয়ে আপনি অনায়াসে বেসিক ইউজ করলে সারাদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটির ভেতর বক্সে আপনি পেয়ে যাবেন একটি ১০ ওয়াটের চার্জিং এডাপ্টার। এই চার্জিং এডাপ্টারটি দিয়ে আপনি অনায়াসের ২ ঘণ্টার ভেতর আপনার স্মার্টফোনটি ফুল চার্জ দিতে পারবেন।


ফোনটিতে আপনি ওয়ালটনের অন্যসব ফোনের মতন পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। পাশাপাশি ব্যাটারি এবং চার্জিং এডাপটারে পেয়ে যাবেন ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি। ৬৯৯৯ টাকায় এই ফোনটি যা যা ফিচার অফার করছে, তা নিঃসন্দেহে এই দামের সাথে যায়! আপনি আপনার বাসার কোন বয়স্ক গুরুজনের সাথে যোগাযোগ কিংবা সোনামণিকে অনলাইন ক্লাসের জনন একটি সাধারণ স্মার্টফোন উপহার দিতে চান, তবে এই স্মার্টফোনটির দিকে যেতে পারেন।

প্রিমো ইএফ১০ কিনতে আপনি এখনই চলে যেতে পারেন আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে। অথবা অনলাইনে স্মার্টফোনটি অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন, ওয়ালটনের অফিসিয়াল ইকমার্স স্টোর ওয়ালকার্ট থেকে।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস