বাংলাদেশের স্মার্টফোন বাজারের অনেক বড় একটি অংশের নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রয়সীমা দশ হাজার টাকার নিচে। বর্তমান সময়ে স্মার্টফোন অনেক গুরুত্বপূর্ণ, তবে আমাদের দেশের বাজারে অর্ধেকের বেশি স্মার্টফোন ক্রেতা বাজেট সারির। দেশের বেশিরভাগ এই স্মার্টফোন ক্রেতা তাদের নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে দশ হাজার টাকার বেশি খরচ করতে চান না কিংবা পারেননা!
দেশীয় ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন ঠিক এই সারির ব্যবহারকারীদের কথা মাথায় রেখে, নিয়মিত নানান মডেলের মানসম্মত স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। ওয়ালটন মোবাইল তাদের শুরু থেকেই কেবল বাজেট গ্রাহকদের কথা মাথায় রেখে, কম দামে দারুন দারুন মডেলের সকল স্মার্টফোন ব্যবহারকারিদের উপহার দিয়ে আসছে।
স্মার্টফোন দামি হোক কিংবা কম দামি, ব্যাটারি কম হলে কিন্তু তা পরে আমাদেরই পথের কাটা হয়ে যায়। তাই স্মার্টফোন যেটিই হোক না কেন, ব্যাটারি হওয়া চাই এমন যেন অনায়াসে কয়েকদিন ব্যাকআপ দিতে পারে!
আজকের আর্টিকেলে আমরা ওয়ালটনের লো বাজেটে তিনটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব, যেগুলোতে পাওয়া যাবে বিগ ব্যাটারি! আর এই স্মার্টফোনগুলো হচ্ছেঃ প্রিমো জিএম৪, প্রিমো আরএম৪ এবং প্রিমো এইচএম৬।
নতুন বছরের শুরুতেই ওয়ালটন নতুন এই জিএম সিরিজের অধিনে নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। আর নতুন এই স্মার্টফোন মডেলটির নাম হচ্ছে প্রিমো জিএম৪। ৭৪৯৯ টাকায় প্রাইজ ট্যাগে ওয়ালটন নতুন এই স্মার্টফোনটি বাজারে নিয়ে এসেছে। ফোনটিতে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি!
প্রিমো আরএম৪ স্মার্টফোনে যা যা থাকছে,
এই ফোনটিতে পাওয়া যাবে ৫৯৫০ বলতে গেলে প্রায় ৬০০০ এমএএইচ ব্যাটারি! ৬.৫ ইঞ্চি ইনসেল আইপিএস প্যানেল এবং ৪৫০ নিটস ব্রাইটনেস নিয়ে ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে প্রিমো আরএম৪। ডিসপ্লেটি ১৯ঃ৫ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ। কেবল ডিসপ্লের দিক দিয়েই নয়, স্মার্টফোনটি আপনার কাছে এগিয়ে থাকবে হার্ডওয়্যারের দিক দিয়েও। এই স্মার্টফোনটি আপনি পাবেন ৪ জিবি র্যাম এবং ৩ জিবি র্যাম দুইটি ভেরিয়েন্টেই। সেলফি লাভারদের জন্য স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর।
আজকের তালিকার সবচেয়ে বিগ ব্যাটারি স্মার্টফোন হচ্ছে এটি। কেননা, প্রিমো এইচএম৬ স্মার্টফোনে পাওয়া যাবে ৬০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন বিশাল ব্যাটারি! ১০ হাজারের মধ্যে ওয়ালটনের আরেকটি ব্যাটারি কিং স্মার্টফোন প্রিমো এইচএম৬। ফোনটিতে পাওয়া যাবে ‘ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন’। এতে পাওয়া যাবে এআরএম করটেক্স এ৫৫ ভিত্তিক ১.৬ গিগাহার্জ অক্টাকোর সিপিইউ। এইচএম৬ ডিভাইসটিতে র্যাম ব্যবহার করা হয়েছে ২ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে ৩২ জিবি। যেটা এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে ১২৮ জিবি পর্যন্তও বাড়ানো যাবে! ডিভাইসটির দাম ৮২৯৯ টাকা।
এই ছিল আজকের আলোচ্য তিনটি বিগ ব্যাটারি স্মার্টফোন! আপনার বাজেট যদি ১০ হাজার টাকা কিংবা তার আসেপাশে হয়, তবে আপনি এই স্মার্টফোনগুলোর দিকে যেতে পারেন। স্মার্টফোন তিনটি কিনতে কিংবা দেখতে চলে যেতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে। সকল ফোনের সাথেই পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার সার্ভিস ওয়ারেন্টি।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।