সাশ্রয়ী মূল্যে দারুন সব বাজেট স্মার্টফোন বাজারে নিয়ে আসার জন্য দেশীয় ইলেক্ট্রনিক্স জায়ান্ট ওয়ালটন দেশব্যাপি বেশ জনপ্রিয়। তাই সাধ্যের বাজেটে উন্নত মানের সকল স্মার্টফোনের জন্য দেশীয় বাজারে ওয়ালটনের একরকম বিকল্প নেই বললেই চলে!
একদম লো বাজেটে দারুন সব স্মার্টফোনের জন্য ওয়ালটনের যে স্মার্টফোন সিরিজটি জনপ্রিয় সেটি হচ্ছে জিএম সিরিজ। ওয়ালটনের জিএম সিরিজের প্রতিটি স্মার্টফোন বাজারে দেশের বাজেট সিরিজের স্মার্টফোনগুলোর মধ্যে প্রতিসময়ই একটি প্রতিযোগী অবস্থান ধরে রাখে।
নতুন বছরের শুরুতেই ওয়ালটন নতুন এই জিএম সিরিজের অধিনে নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। আর নতুন এই স্মার্টফোন মডেলটির নাম হচ্ছে প্রিমো জিএম৪। ৭৪৯৯ টাকায় প্রাইজ ট্যাগে ওয়ালটন নতুন এই স্মার্টফোনটি বাজারে নিয়ে এসেছে।
স্মার্টফোনটির বক্সে যা যা পাবেনঃ একটি চার্জিং এডাপ্টার, একটি মিডিয়াম কোয়ালিটির হেডফোন, একটি সিম ইজেক্টর পিন, একটি গ্লাস প্রোটেকটর, ইউএসবি কেবল এবং ওয়ারেন্টি কার্ড।
নতুন এই এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন প্রিমো জিএম৪ এ যা যা থাকছেঃ
বাজেট স্মার্টফোন হলেও প্রিমো জিএম৪ স্মার্টফোনে পাবেন আইপিএস প্রযুক্তির ডিসপ্লে প্যানেল। বাজেট ফোনে সাধারণত অনেকেই ভালো মানের ডিসপ্লে আশা করেননা। তবে এন্ট্রি লেভেলের বাজেট ফোন হলেও ওয়ালটন ডিসপ্লের দিকে দিয়ে ইউজারদের কোনভাবেই নিরাশ করেনি। কেবল যে আইপিএস ডিসপ্লে প্যানেল তা কিন্তু নয়! পাশাপাশি ৬.১ ইঞ্চি সাইজের বিগ ডিসপ্লেও পেয়ে যাবেন ইউজাররা। এন্ট্রি লেভেলের ফোন হলেও এই ডিসপ্লে দিয়ে টুকটাক গেমিং থেকে শুরু করে মিডিয়া কঞ্জিউমিং কোন সমস্যাই পোহাতে হবেনা ইউজারদের।
ফোনটিতে সলিড কালারের বদলে দেখতে পারবেন গ্র্যাডিয়েন্ট কালার প্রোফাইল। কালো এবং নীল কালারের দুটি ফোনের কালারগুলোর নাম ওয়ালটন বলছে, অক্সফোর্ড গ্র্যাডিয়েন্ট এবং মেরিন ব্লু। দুটি কালারই কোনোটি কোনোটির চাইতে কম নয়, আপনার রুচিশীলতার সাথে যেটি যায়, আপনি সেই কালারটিকেই পছন্দ করে নিতে পারেন।
৭৪৯৯ টাকার এই ফোনে পেয়ে যাবেন ১.৬ গিগাহার্জ অক্টাকোর সিপিইউ। বাজেট ফোন হিসেবে এই দারুন সিপিইউ এর পাশাপাশি ফোনটিতে পেয়ে যাবেন ২ জিবি র্যাম। পাশাপাশি ইন্টারনাল স্টোরেজ হিসেবে পাওয়া যাবে ১৬ জিবি স্টোরেজ। যদি এই স্টোরেজেও কম পরে তাহলে ৬৪ জিবি পর্যন্ত অতিরিক্ত এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ অপশন বৃদ্ধির সুবিধা তো থাকছেই!
ফোনটির এনটুটু বেঞ্চমার্ক স্কোর এসেছে ৮২৭২০। এবং ফোনটির গিকবেঞ্চে সিঙ্গেল কোর এসেছে ১২৭ এবং মাল্টি কোরে স্কোর এসেছে ৪২৫। দাম হিসেবে এই স্কোর যথেষ্ট প্রশংসনীয়!
ফোনটি দিয়ে হাই এন্ড গেমস গুলো খেলতে না পারলেও, টুকটাক ২ডি এবং ৩ডি গেমস গুলো খেলতে পারবেন অনায়াসে। তবে এই দামে একটি গেমিং স্মার্টফোন পাওয়ার আশা না রাখাই ভালো! তবে যে ইউজার শ্রেণির কথা মাথায় রেখে এই স্মার্টফোনটি তৈরি করা তারা গেমিং খুব কমই করে।
স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ইউজাররা পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর। এই ক্যামেরা সেন্সর দিয়ে লো লাইট পাশাপাশি ফুল লাইটেও ইউজাররা মোটামোটি এভারেজ একটি ক্যামেরা অভিজ্ঞতা পেয়ে যাবেন। প্রাইমারি সেন্সরটির এপার্চার সাইজ এফ/2.0, যার ফলে ফোনটির ক্যামেরা দিয়ে দারুন ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্ট পাওয়া যাবে!
সেলফী লাভারদেরকেও নিরাশ করবে না প্রিমো জিএম৪। প্রিমো জিএম৪ এর ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। অনলাইন মিটিং থেকে শুরু করে ভিডিও কলিং এ কথা, সব কাজই এই ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দিয়ে খুব ভালোভাবেই সম্পন্ন করা যাবে। ফ্রন্ট ক্যামেরা সেন্সরটিরও এপার্চার সাইজ এফ/2.0।
ফ্রন্ট ক্যামেরা শক্তিশালী হবার কারনে স্মার্টফোনটির এই ক্যামেরা দিয়ে ফেস আনলক ফিচারটিও বেশ ভালো ভাবেই কাজে দিবে।
ফোন বাজেট হোক কিংবা ফ্ল্যাগশিপ! সবাই ফোনে একটি জিনিস বেশি চান, আর সেটি হচ্ছে ফোনটির ব্যাটারি! প্রিমো জিএম৪ স্মার্টফোনে পেয়ে যাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির লাইট হার্ডওয়্যারের কারনে, এই ব্যাটারি দিয়ে ফোনটি দিয়ে অনায়াসে ২ দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন।
অনেকে বাসার বয়স্ক মানুষ, ছেলে-মেয়ের অনলাইন ক্লাসের জন্য হালকা লাইট স্পেসিফিকেশনের স্মার্টফোন খোঁজেন…তাদের জন্য প্রিমো জিএম৪ একটি আদর্শ স্মার্টফোন। ফোনটি যেমন দামের দিক দিয়ে ডিসেন্ট তেমনি কাজের দিক দিয়েও ডিসেন্ট। অনেকে ফ্লেক্সিলোডের ব্যবসা কিংবা অন্যান্য কাজে সেকেন্ডারি স্মার্টফোন খোঁজেন! তাদের জন্যেও লাইট স্মার্টফোন হিসেবে প্রিমো জিএম৪ একটি আদর্শ স্মার্টফোন।
ওয়ালটনের অন্যান্য সকল ফোনের মতন এই প্রিমো জিএম৪ স্মার্টফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ সকল সুযোগ সুবিধা। দারুন এই স্মার্টফোনটি কিনতে কিংবা দেখতে এখনি চলে যেতে পারেন আপনার পাশের ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে। অথবা, ফোনটি ওয়ালটনের অনলাইন প্লাটফর্ম ওয়ালকার্ট থেকেও কিনে নিতে পারেন।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।