২০২১ এর সেরা কিছু স্মার্টফোন!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

দেশের বাজেট স্মার্টফোন বাজারে অন্যতম বিশ্বস্ত নাম হচ্ছে ওয়ালটন। ওয়ালটন প্রতিনয়ত নিত্যনতুন মানের স্মার্টফোন নিয়ে এসে দেশে বাজেট স্মার্টফোনের বাজারটিকে তুলনামূলক প্রতিযোগী করে রাখে।

এই লেখায় আমরা আলোচনা করব ২০২১ সালে লঞ্চ হওয়া দেশীয় ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটনের কিছু স্মার্টফোন নিয়ে। আমরা এই লেখায় ২০২১ সালেবাজারে আসা ওয়ালটনের ১০টি স্মার্টফোন সম্পর্কে আপনাদের জানাব।

২০২১ সালে ওয়ালটনের বাজারে আসা ১০টি সেরা স্মার্টফোনগুলো হচ্ছেঃ প্রিমো জেডএক্স৪, প্রিমো আরএক্স৯, প্রিমো এন৫, প্রিমো আর৮, প্রিমো আরএক্স৮ মিনি, প্রিমো আরএম৪, প্রিমো এন৪, প্রিমো এনএফ৫, প্রিমো এইচ৯ প্রো এবং প্রিমো জিএইচ১০।

Primo ZX4

এই তালিকায় সবার উপরে থাকবে যে প্রিমিয়াম ফোন সেটি হচ্ছে প্রিমো জেডএক্স৪। প্রিমো জেডএক্স৪ এর বর্তমান বাজার মূল্য ২৬৯৯৯ টাকা।

একনজরে প্রিমো জেডএক্স ৪

  • হেলিও
  • জি৯৫ চিপসেট
  • অ্যান্ড্রয়েড ১১
  • ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম
  • ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি-প্লাস এলটিপিএস ডিসপ্লে প্যানেল
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর
  • ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ পেন্টা ক্যামেরা সেটাপ
  • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

Primo RX9

আপনার বাজেট যদি ১৬ হাজার টাকার আসেপাশে হয়, তবে আমার আরেকটি যে ট্রেন্ডী এবং বাজার কাপানো স্মার্টফোন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিমো আরএক্স৯। প্রিমো আরএক্স৯ এর বাজার মূল্য ১৬৯৯৯ টাকা।

একনজরে প্রিমো আরএক্স৯ স্মার্টফোন,

  • অ্যান্ড্রয়েড ভার্সন ১১
  • ১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম/ ইন্টার্নাল স্টোরেজ
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট
  • পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল
  • ১৬+৫+২+২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ
  • ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
  • ইউএসবি টাইপ-সি পোর্ট

Primo N5

১০ হাজার থেকে আপনার বাজেট যদি একটি বেশি হয়. তবে তৃতীয় যে স্মার্টফোন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিমো এন৫। প্রিমো এন৫ স্মার্টফোনটির বাজার মূল্য ১২৪৯৯ টাকা। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন একটি ট্রিপল ক্যামেরা সেটাপ। এর ট্রিপল ক্যামেরা সেটআপের মেইন সেন্সরটি সনির ১৩ মেগাপিক্সেল সেন্সর।

একনজরে প্রিমো এন৫

  • ফুল ৪জি কানেক্টিভিটি
  • অ্যান্ড্রয়েড ১১ সংস্করণ
  • হেলিও জি২৫ চিপসেট (২ গিগাহার্জ অক্টা-কোর)
  • হাইপার ইঞ্জিন প্রযুক্তি
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম (২৫৬ জিবি পর্যন্ত অতিরিক্ত এসডি কার্ড সাপোর্ট)
  • ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে
  • ১৩+৫+২ মেগাপিক্সেল সেন্সর মিলে ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫৫০০ এমএএইচ ব্যাটারি

Primo R8

আপনার বাজেট যদি ১০ হাজার টাকার আসেপাশে হয়, তাহলে এখন যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিমো আর৮। প্রিমো আর৮ ডিভাইসটির দাম ১০৬৯৯ টাকা। ফোনটিতে পেয়ে যাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ চিপসেট।

একনজরে প্রিমো আর৮

  • অ্যান্ড্রয়েড ১০
  • হেলিও জি৩৫, ২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • ১৩+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএইচ ব্যাটারি

Primo RX8 Mini

প্রিমো আরএক্স৮ মিনির উল্লেখ্যযোগ্য দিক হচ্ছে এর ক্যামেরা সেকশন। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটাপ। যার মেইন ক্যামেরা সেন্সরটি হচ্ছে সনির আইএমএক্স৪৮ সিরিজের ১২ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। স্মার্টফোনটিতে পাবেন ৮ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। স্মার্টফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। প্রিমো আরএক্স৮ মিনির দাম ১২৯৯৯ টাকা।

একনজরে প্রিমো আরএক্স৮ মিনি

  • ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেল, ৪৪১ পিপিআই
  • স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ১২ মেগাপিক্সেল প্রাইমারি সনি সেন্সরসহ, ট্রিপল ক্যামেরা মডিউল
  • ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • গ্লাস ফিনিস বডি
  • সিকিউরিটি স্লাইডার

Primo RM4

৬.৫ ইঞ্চি ইনসেল আইপিএস প্যানেল এবং ৪৫০ নিটস ব্রাইটনেস নিয়ে ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে প্রিমো আরএম৪। ডিসপ্লেটি ১৯ঃ৫ঃ৯ এস্পেক্ট রেসিও সমৃদ্ধ। কেবল ডিসপ্লের দিক দিয়েই নয়, স্মার্টফোনটি আপনার কাছে এগিয়ে থাকবে হার্ডওয়্যারের দিক দিয়েও। এই স্মার্টফোনটি আপনি পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৩ জিবি র‍্যাম দুইটি ভেরিয়েন্টেই। সেলফি লাভারদের জন্য স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে ৮ মেগাপিক্সেল সনি ক্যামেরা সেন্সর। ফোনটির ৪ জিবি র‍্যাম ভার্সনের দাম ১০৫৯৯ টাকা।

একনজরে প্রিমো আরএম৪ স্মার্টফোন

  • ১৯.৫ঃ৯ এস্পেক্ট রেশিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনসেল আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ১২ ন্যনোমিটার প্রযুক্তির ১.৮ গিগাহার্জ ক্লক স্পীডের অক্টা-কোর হেলিও এ২৫ চিপসেট
  • ৩/৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি র‍্যাম
  • রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটাপ (১৩ মেগাপিক্সেল মেইন সনি সেন্সর)
  • ফ্রন্টে ৮ মেগাপিক্সেল সনি সেলফি ক্যামেরা সেন্সর
  • ৫৯৫০ এমএএইচ ব্যাটারি

Primo N4

৬.৫ ইঞ্চি ডিসপ্লে নিয়ে ওয়ালটনের আরেকটি বিগ ডিসপ্লে স্মার্টফোন হচ্ছে প্রিমো এন৪। ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর সমৃদ্ধ এই স্মার্টফোনটির ডিসপ্লে এস্পেক্ট রেসিও ১৯ঃ৯। আরএম৪ এর মত এই স্মার্টফোনটিও ৩ জিবি র‍্যাম এবং ৪ জিবি র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্মার্টফোনটিতে দেখা মিলবে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল ক্যামেরা মডিউল। আর ফ্রন্টে পাওয়া যাবে ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ফোনটির ৩ জিবি র‍্যাম ভার্সনের দাম ৯৭৯৯ টাকা, আর স্মার্টফোনটির ৪ জিবি র‍্যাম ভার্সনের দাম ১৩১৯৯ টাকা।

একনজরে প্রিমো এন৪ স্মার্টফোন

  • ১৯ঃ৯ রেসিও সমৃদ্ধ ৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
  • ১৬+৮+২ মেগাপক্সেল রিয়ার ক্যামেরা সেটাপ
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ২টি সিম+ ১টি এসডি কার্ড ট্রে (3in1)
  • ডুয়াল সিম ৪জি
  • ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

Primo NF5

প্রিমো এনএফ৫ ওয়ালটনের সাম্প্রতিক সময় লঞ্চ হওয়া একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পাওয়া যাবে প্রায় ৭ ইঞ্চির কাছাকাছি ডিসপ্লে! এতে দেয়া হয়েছে ৬.৮২ ইঞ্চি ইন্সেল আইপিএস প্যানেলের ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ একটি ডিসপ্লে। সুতরাং নিঃসন্দেহে ডিসপ্লে সাইজের দিক দিয়ে এটি স্মার্টফোন কাম ফ্যাবলেট। যারা দারুন ডিজাইন, ক্যামেরা এবং বাজেটে একটি বিগ ডিসপ্লে স্মার্টফোন চান, তাদের জন্য প্রিমো এনএফ৫ দারুন হতে পারে। স্মার্টফোনটির বাজার মূল্য ৯৬৯৯ টাকা।

একনজরে প্রিমো এনএফ৫

  • ৬.৮৯ ইঞ্চি বিগ ডিসপ্লে
  • ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি সাপোর্ট
  • হেলিও এ২০ চিপসেট
  • ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি

Primo H9 Pro

৯৭৯৯ টাকায় প্রিমো এইচ৯ প্রো হতে পারে গেমিং এর জন্য আপানর অন্যতম পছন্দ। প্রিমো এইচ৯ প্রো এর সাথে পাবেন, ১২ ন্যানোমিটার প্রযুক্তির হেলিও এ২০ চিপসেট, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪০০০ এমএএইচ ব্যাটারি সহ আরো অনেক কিছু। প্রিমো এইচ৯ প্রো স্মার্টফোনটি পাবেন ৩ জিবি র‍্যাম ও ৪ জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্টে।

এক নজরে প্রিমো এইচ৯ প্রো স্মার্টফোন

  • অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম
  • ১.৮ গিগাহার্জ হেলিও এ২০ চিপসেট
  • ৩/৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি রম
  • ৬.১ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি

Primo GH10

৭৯৯৯ টাকায় আজকের তালিকার আরেকটি দুর্দান্ত স্মার্টফোন হচ্ছে প্রিমো জিএইচ১০। প্রিমো জিএইচ ১০ সাম্প্রতিক সময়ে ওয়ালটনের অন্যতম জনপ্রিয় একটি স্মার্টফোন। স্মার্টফোনটিতে পেয়ে যাবেন, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১১ গো এডিশন, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটাপ সহ আরো অনেক কিছু।

একনজরে প্রিমো জিএইচ১০ স্মার্টফোন

  • অ্যান্ড্রয়েড ১১ গো সংস্করণ
  • ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ২ জিবি র‍্যাম, ৩২ জিবি রম
  • ২০ঃ৯ রেসিও সমৃদ্ধ ৬.৫২ ইঞ্চি আইপিএস ডিসপ্লে প্যানেল
  • ৮ মেগাপিক্সেল মেইন সেন্সর নিয়ে ট্রিপল ক্যামেরা সেটাপ
  • ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি

এই ছিল ২০২১ সালে লঞ্চ হওয়া আমাদের আজকের আর্টিকেলে তালিকা করা ১০টি স্মার্টফোন। বছরের এই শেষ মুহূর্তে যদি আপনিও কোন স্মার্টফোন কিনতে চান, তবে এই স্মার্টফোনগুলোর মধ্য থেকে আপনার বাজেটের সাথে সেটা যায়, সেই স্মার্টফোনটি কিনতে পারেন। সকল স্মার্টফোনের সাথে পেয়ে যাবেন ওয়ালটনের রেগুলার ১ বছর সার্ভিস ওয়ারেন্টি। স্মার্টফোনগুলো দেখতে এখনই চলে যেতে পারেন, আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজা কিংবা ওয়ালটন স্মার্টজোনে।

 

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস