বছর শেষে প্রিয়জনের জন্য আকর্ষনীয় গিফট!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

দেখতে দেখতে ২০২১ সাল শেষ হয়ে গেল…বছরের শেষ এই সময়টা নিজের প্রিয়জন বা পরিবারের মানুষের সাথেই ঘুরতে কিংবা সময় কাটাতে ভালোবাসেন অনেকেই। অনেকে আছেন যারা বছরের শেষের দারুন এই শীতল সময়টা পরিবার এবং প্রিয়জনদের নিয়ে ঘুরতে চলে কোথাও! দারুন এই সময়টা কিন্তু যেকোনো কিছু উপহার দেবার জন্যেও পারফেক্ট! আর সেই উপহারটা যদি হয় একটি স্মার্টফোন তাহলে তো কথাই নেই! 

আমরা এই আর্টিকেলে বছরের শেষ সময়ে উপহার দেবার মতন, কয়েকটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর অবশ্যই স্মার্টফোনগুলো হচ্ছে ওয়ালটনে…কেননা বর্তমানে দেশের বাজারে সাধ্যের সাথে দারুন পণ্যের মিলবন্ধন কেবল ওয়ালটনই ঘটাতে সক্ষম হয়েছে। বছরের এই শেষ সময়ে প্রিয়জনকে উপহার দেবার জন্য, আমরা যে তিনটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব, এগুলো হচ্ছেঃ প্রিমো জেডএক্স৪, প্রিমো আরএক্স৯ এবং প্রিমো এস৮। 
প্রিমো জেডএক্স৪ 

এবার আলোচনা করব আজকের তালিকার সবচাইতে প্রিমিয়াম ফোন প্রিমো জেডএক্স৪ নিয়ে। প্রিমো জেডএক্স৪ এর বর্তমান বাজার মূল্য ২৬৯৯৯ টাকা। 
একনজরে প্রিমো জেডএক্স ৪

  • হেলিও জি৯৫ চিপসেট
  • অ্যান্ড্রয়েড ১১
  • ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম
  • ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি-প্লাস এলটিপিএস ডিসপ্লে প্যানেল
  • ৪০০০ এমএএইচ ব্যাটারি
  • সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর
  • ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ পেন্টা ক্যামেরা সেটাপ
  • ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

এই বাজেটে বাজারে এরকম পেন্টা তথা ৫টি ক্যামেরা সেন্সর নিয়ে এমন মানের ক্যামেরা অন্য কোন ফোনে পাবেন কিনা সন্দেহ আছে। 

স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাবেন শক্তিসালি পেন্টা ক্যামেরা সেটাপ। আর এই দামে বাজারে এরকম শক্তিশালী সেটাপ অন্যকোন স্মার্টফোনে পাওয়া সত্যি খুবই দুষ্কর! জেডএক্স৪ এর রিয়ার সেটাপে যা যা পাচ্ছেন, একনজরে তা হলঃ 

  • ৬৪ মেগাপিক্সেল সনি IMX682 মেইন সেন্সর
  • ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর (up to 112°)
  • ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর
  • ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
  • ২ মেগাপিক্সেল মনো পোর্ট্রেইট সেন্সর

মেইন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটির সাইজ 1/1.73"। অর্থাৎ ফোনটির সাথে পাচ্ছেন বিশাল সাইজের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর, যার মাধ্যমে এই ফোনটি দিয়ে দারুন সার্প ও কালার একুরেট ছবি তোলা সম্ভব হবে। ফোনটির মেইন ক্যামেরা সেন্সরের এপারচার সাইজ F/1.89। যত কম এপারচার সাইজ তত বেশি সাটার ওপেনিং এবং তত বেশি কালার একুরেট ছবি। তাছাড়াও মেইন ক্যামেরাটিতে পাওয়া যাবে ৬পি লেন্স। জেডএক্স৪ এর রিয়ার ক্যামেরাতে পাবেন বেশকয়েকটি শুটিং মোড। আর এই শুটিং মোডগুলি হচ্ছেঃ

  • Portrait
  • Slow Motion (Highest 1080p)
  • Night
  • Time-Lapse
  • Macro Lens
  • Sticker Mode
  • Monochrome
  • Panorama
  • Professional
  • Colour Tune

প্রিমো আরএক্স৯ 

আপনার বাজেট যদি ১৬ হাজার টাকার আসেপাশে হয়, তবে আমার আরেকটি যে ট্রেন্ডী এবং বাজার কাপানো স্মার্টফোন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিমো আরএক্স৯। 

প্রিমো আরএক্স৯ এর বাজার মূল্য ১৬৯৯৯ টাকা। আরএক্স৯ স্মার্টফোনটিতে ওয়ালটন অফার করছে একটি শক্তিশালী কোয়াড ক্যামেরা মডিউল। যেখানে স্মার্টফোনটির মেইন শুটার হচ্ছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা প্রাইমারি সেন্সর, ওয়াইড এঙ্গেলে ৫ মেগাপিক্সেল সেন্সর; ফোনটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব করার জন্য এই সেটাপে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর পরিশেষে ডেপ্টথ সেন্সিং এর জন্য ২ মেগাপিক্সেল সেন্সর।

প্রিমো আরএক্স৯ ডিভাইসটিতে পাবেন রিচ ফিচারড ক্যামেরা ইউআই। হেভিলি কাস্টমাইজড এই ক্যামেরা ইউআইতে আপনি পাবেন নানারকম শুটিং মোড এবং সেটিংস অপশন। আরএক্স৯ এর ফ্রন্ট ক্যামেরার সাথে পেয়ে যাবেন প্যানারমা সেলফি শুটিং মোড। পাশাপাশি রিয়ার ক্যামেরার সাথে পাবেন প্যানারমা এবং ম্যাক্রো শুটিং মোড। ডিভাইসটির ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর আপনাকে এই শুটিং মোডটি দিয়ে দারুন দারুন সব ম্যাক্রো ফটোগ্রাফি করতে সহযোগিতা করবে।

আরেকটি চমক থাকছে স্মার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায়; আরএক্স৯ স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে ছোট্ট কিউট একটি পাঞ্চ হোলের ভেতর এই ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অবস্থান। সর্বোপরি, ভ্লগার কিংবা সেলফি লাভারদের জন্য এই ফ্রন্ট ক্যামেরা দারুন কাজে দিবে। আর ২০ মেগাপিক্সেল সেন্সর থাকার ফলে স্মার্টফোনটির ফেস আইডি সিকিউরিটি সুবিধাটি বেশ ভালই কাজে দিবে। ফোনের ক্যামেরা অ্যাপে ফ্রন্ট ক্যামেরার জন্য পেয়ে যাবেন প্যানারমিক সেলফি মোড। যে প্যানারমিক সেলফি মোড ব্যবহার করে আপনি ওয়াইড এঙ্গেলে সেলফি ক্যাপচার করতে পারবেন।

একনজরে প্রিমো আরএক্স৯ স্মার্টফোন,  

  • অ্যান্ড্রয়েড ভার্সন ১১
  • ১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
  • ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি রম/ ইন্টার্নাল স্টোরেজ
  • ২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট
  • পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল
  • ১৬+৫+২+২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ
  • ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং
  • ইউএসবি টাইপ-সি পোর্ট

প্রিমো এস৮ 

ডিজাইন, হার্ডওয়্যার, ক্যামেরা এবং বাজেট সবদিক দিয়েই পারফেক্ট এমন একটি স্মার্টফোন যদি চান…তবে এবার আপনাকে পরিচয় করিয়ে দেই প্রিমো এস৮ স্মার্টফোনের সাথে। দারুন কোয়াড ক্যামেরা সেটাপ, শক্তিসালি হেলিও জি৮৮ সহ গেমিং চিপসেট এবং দারুন বেজেললেস ডিসপ্লের সাথে প্রিমো এস৮ হতে পারে এই সময়ে ২০ হাজারের বাজেটে অন্যতম একটি সেরা স্মার্টফোন। প্রিমো এস৮ স্মার্টফোনটির বাজার মূল্য ২০৯৯০ টাকা। 

গেমিং এর জন্য ডিভাইসটিতে হাইপারইঞ্জিন প্রযুক্তি সহকারে মিডিইয়াটেকের হেলিও জি৮৮ চিপসেটটি পাওয়া যাবে। সম্পূর্ণ সিস্টেম কে ব্যাকআপ দিবে এর ডিডিআরএক্স৪ র‍্যাম। তাছাড়াও স্টোরেজ নিয়ে যারা চিন্তা করেন, তাদের সেটি নিয়েও ভাবতে হবেনা। কেননা, ফোনটিতে পাওয়া যাবে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তাতেও যদি আপনার না পোষায় তবে আপনি ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ডও লাগাতে পারবেন।  

একনজরে প্রিমো এস৮ এর ফিচারসমুহঃ 

  • ৪জি কানেক্টিভিটি (ভো-এলটিই সহ) 
  • অ্যান্ড্রয়েড ১১ 
  • হেলিও জি৮৮ চিপসেট (হাইপার ইঞ্জিন ২.০ প্রযুক্তি সহ)
  • র‍্যাম ৬ জিবি, রম ১২৮ জিবি 
  • ৬.৭৮ ইঞ্চি এইচডি LTPS ডিসপ্লে প্যানেল, ৯০ হার্টজ রিফ্রেশ রেট 
  • ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ কোয়াড ক্যামেরা সেটাপ 
  • ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা 
  • ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি 
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট
  • সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 

বছরের শেষ এই সময়টা সবার জন্যই অনেক বেশি আকর্ষণীয়! অনেক শিক্ষার্থীদের এই সময়টা বিভিন্ন পাবলিক পরীক্ষা, ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। অতঃপর তাদের নতুন শিক্ষাজীবনও শুরু হয়েছে। অভিভাবক কিংবা প্রিয়জন হয়ে যদি এই সময়টা তাদেরও স্মার্টফোনের মতন উপহার দেবার মোক্ষম একটি সময়। সুতরাং আপনি যদি বছরের এই শেষ সময়টা কাউকে যদি উপহার হিসেবে একটি স্মার্টফোন দিতে চান, তবে উপরের আলোচিত, ফোনগুলোর মধ্য থেকে যেকোনো একটি আপনার বাজেট হিসেবে পছন্দ করতে পারেন। 

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস