বাজার কাঁপাতে আসছে ওয়ালটনের ”এস” সিরিজের নতুন স্মার্টফোন!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

ওয়ালটনের এস সিরিজের স্মার্টফোন মানেই দারুন স্পেসিফিকেশন এবং ডিজাইন। ওয়ালটনের অন্যতম ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোন লাইনআপ হচ্ছে এই এস সিরিজ। প্রিমো এস৭ প্রো এর ব্যাপক সাফল্যের পরে অবশেষে ওয়ালটন বাজারে নিয়ে আসছে এই সিরিজের সম্পূর্ণ নতুন একটি স্মার্টফোন প্রিমো এস৮। বেশ কিছুদিন ধরে ওয়ালটনের নতুন এই প্রিমো এস৮ স্মার্টফোনটি নিয়ে দারুন প্রোমোশনও হয়ে আসছে।

এস৮ এর আনভিলিং ভিডিওতে দেখা যায় যে, এতে থাকবে একদম মিনিমাম বেজেল। রাউন্ডেড কর্নার ডিজাইনের সাথে এই বেজেললেস ডিজাইন ফোনটিকে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে। প্রিমো এস৮ এ পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

বর্তমান সময়ে সবার কাছে স্মার্টফোন কেনার ক্ষেত্রে স্লিম স্মার্টফোন পছন্দের তালিকায় সবার উপরে থাকে। আর যুগের সাথে তাল মিলিয়ে স্লিম স্মার্টফোনগুলো যথেষ্ট ট্রেন্ডিও বটে! স্লিম স্মার্টফোন যেমন প্রিমিয়ামনেসকে বাড়িয়ে দেয়, তেমনি ভাবে এটি স্মার্টফোনকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলে।

ওয়ালটনের এস সিরিজের স্মার্টফোনগুলো ডিজাইনের দিক দিয়ে যেমন এলিগেন্ট তেমনি স্লিম। নতুন এই প্রিমো এস৮ স্মার্টফোনটিতেও তার ব্যত্যয় ঘটছে না! ওয়ালটনে এস সিরিজের একটি প্রমোশনাল ছবি থেকে দেখা যায় যে, স্মার্টফোনটি যথেষ্ট স্লিম। ফোনটি মাত্র ৮.৬ মিলিমিটার স্লিম। উচ্চতার দিক দিয়ে স্মার্টফোনটি ১৬৯ সেন্টিমিটার। প্রশস্থের দিক দিয়ে স্মার্টফোনটি ৭৬.৯ মিলিমিটার।

এস৮ ফোনটিতে পাওয়া যাবে ৯০হার্জ রিফ্রেশ রেট সম্বলিত ডিসপ্লে। রিফ্রেশ রেট বোঝায়, প্রতি সেকেন্ডে ডিসপ্লেটি কতটি ছবি দেখাতে পারবে। নতুন এই প্রিমো এস৮ এর ক্ষেত্রে এই ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে ৯০ হার্জ, যা খুবই প্রশংসনীয়!

কেবল স্লিম হলেই তো হবেনা! ডেইলি লাইফে খুব ভালোভাবে ব্যবহার করবার জন্য, স্মার্টফোন হতে হবে যথেষ্ট লাইট-ওয়েট। দারুন সব সুবিধায় ফিচারপ্যাকড এই প্রিমো এস৮ স্মার্টফোন ব্যাটারি সহ স্মার্টফোনটির ওজন মাত্র ২০৫ গ্রাম।

প্রিমো এস৮ স্মার্টফোনের স্পেসিফিকেশনকে শক্তিসালি বানিয়েছে এতে থাকা হেলিও জি৮৮ চিপসেট। হেলিও জি৮৮ চিপসেটকে শাওমির লেটেস্ট রেডমি নোট১১ ডিভাইসের চাইনিজ ভেরিয়েন্টেও ব্যবহার করা হয়েছে। হেলিও জি৮৮ এর ফলে গেমারদের জন্য ‘প্রিমো এস৮’ হতে পারে দারুন পছন্দ। তবে স্মার্টফোনটিতে কতজীবী র‍্যাম ব্যবহার করা হয়েছে সে বিষয়ে এখন কোন তথ্য পাওয়ায় যায়নি। তবে আশা করাই যায়, স্মার্টফোনটি ৬ জিবি র‍্যাম ভার্সনের সাথে আসবে।

আশা করা যায় খুব অল্প সময়েই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য উন্মুক্ত হবে। তবে প্রকাশ পাওয়া কিছু তথ্য থেকে ধারনা পাওয়াই যায় যে, স্মার্টফোনটি আগের এস৭ প্রো’র মতন বাজারে বেশ জনপ্রিয় হবে এবং শক্তপক্ত একটি অবস্থান ধরে রাখতে সক্ষম হবে।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস