যদি আমি এখন বাবার কথা বলতে চাই তাহলে আমার মনে হয় না আমার কথা শেষ হবে। বাবাকে নিয়ে অনেক কিছু বলা যায় যদি বাবা থাকে। যার বাবা নেই সে বাবা সম্পর্কে প্রায় কিছুই জানেনা। পৃথিবীতে মায়ের পরে বাবাকেই সবাই সবচেয়ে বেশি ভালোবাসে। বাবা সবার কাছেই অনেক প্রিয় একজন মানুষ। বাবা হলো তার সন্তানের কাছে নিজের জীবনের চেয়েও দামি। অন্যদিকে সন্তানের কাছেও বাবা নিজের জীবনের চেয়েও দামি। বাবা সম্পর্কে বললে ফুরোবে না। কারণ বাবা হলো সেই মানুষ যাকে আমরা বাবা বলি। বাবা, আব্বু, আব্বা আমরা যে যেভাবেই ডাকি না কেন তার স্থান আমাদের মনে। বাবা নাকি তার মেয়েকে বেশি ভালোবাসে, এই হিসেবে বলতে গেলে আমি ভাগ্যবতী। কারো কারো কাছে বাবা হিরো আবার কারো কারো কাছে বাবা একজন যোদ্ধা। বাবা কোনো সময় হার মানে না। অনেকের কাছে বাবা বন্ধুর মতো, বাবার সাথে সবকিছু শেয়ার করা যায়। আমার বাবাও আমার কাছে অনেক ভালো কিন্তু বন্ধুর মতো সম্পর্ক কখনো গড়ে ওঠেনি। যাদের বাবা অনেক দূরে কাজ করে বা সবসময় ব্যস্ত থাকে তারা বাবার অভাবটা সবচেয়ে বেশি অনুভব করে। আমাদের অনেক সময় রাগ হয় বাবার কোনো আচরণ দেখে। আমরা তখন বলি বাবা এমন কেন, আসলে আমরা তখন বাবাকে বুঝতে পারিনা। একজন পিতা সবসময় তার সন্তানের ভালো চায়। সন্তানের সব ইচ্ছা, আকাঙ্ক্ষা, শখ পূরণ করার চেষ্টা করে। সন্তানের সুখের জন্য সে সবকিছু ত্যাগ করতে পারে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের "নিরুপমা" গল্পে নিরুপমার বাবা মেয়ের বিয়ের যৌতুকের জন্য নিজের বসতবাড়ি বন্ধক রাখে। আমার বন্ধুর লেখা এক গল্পে দেখা যায় বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের হৃৎপিণ্ড মেয়েকে দিয়ে নিজেই মারা যায়। পৃথিবীর সব বাবারাই মহান। বাবা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমরা অনেক সময়ই এই বাবার কথা ভুলে যাই। বাবার কথায় রাগ করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি কিন্তু এটা বুঝতে পারিনা যে তিনি তার সন্তানের জন্যই বেঁচে আছেন। বাবা বৃদ্ধ হওয়ার পর অনেক সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে বাবা জন্মের পর থেকে তার সন্তানকে আগলে রাখে, যে বাবা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই, যে বাবার উদ্দেশ্য শুধু তার সন্তানকে সুখী রাখা সেই বাবাকেই যখন তার সন্তান দূরে সরিয়ে দেয় তখন ওই বাবার কেমন অনুভূতি হয়। একজন বাবা তার সন্তানের কাছে কিছুই চায় না। একজন বাবা যতই খারাপ হোক না কেন সে তার সন্তানকে নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখার চেষ্টা করে। বাবা অনেক সময় বকা দেয়, অনেক কাজ করতে নিষেধ করে এইরকম করলে আমাদের রাগ হয়। রাগ হওয়াটা স্বাভাবিক। আমাদের তখন বুঝতে হবে কেন নিষেধ করেছে। বাবা সবসময় আমাদের ভালোই চায়, আমাদের কোনো ক্ষতি হোক তা তিনি কখনোই চান না। বাবাকে সবসময় একটা কথা বলতে চাই কিন্তু পারিনা। কথাটা হলো "বাবা আমি তোমায় অনেক ভালোবাসি"
আমি মোছাঃ মাহিয়া খাতুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।