টাকা নাই ব্যবসা করবো কিভাবে?

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন।

টাকা নাই কিভাবে ব্যবসা করবো?

আজকে আমি আপনাকে একটি সত্যি কথা বলবো তা হচ্ছে যে টাকা না থাকলেও ব্যবসা করা যায়। হ্যাঁ আমি মজা করতেছি না। টাকা না থাকলেও আপনি ব্যবসা করতে পারবেন। কিভাবে? তো শুনুন আপনি কি Time Money Time Arbitrage ব্যাপারে জানে? Time Money Time Arbitrage হচ্ছে "Use your time to generate money. Then use your money to buy other people’s time"

তো আপনার কাছে টাকা না থাকলেও আপনার কাছে সময় আছে। তাই আপনার সময় ব্যবহার করে আগে টাকা ইনকাম করুন তারপর আপনার টাকা ব্যবহার করে অন্য মানুষের সময় কিনুন। এবার বিস্তারিত ভাবে বলি আপনার কাছে যেহেতু টাকা নেই কিন্তু সময় আছে তাই প্রথমে আপনার সময় ব্যবহার করে কোনো চাকরি করুন কিংবা কোনো দোকানে কাজ করুন কিংবা অন্যের আন্ডারে কাজ করে টাকা ইনকাম করুন। তারপর আপনার ইনকামের টাকা থেকে প্রতিমাসে কিছু টাকা জমা করে বিনিয়োগ করুন। গুগলে গিয়ে Ronald Read এর ঘটনা দেখে আসুন যে সারাজীবন দারোয়ান ছিলো কিন্তু তার মৃত্যুর সময় তার নেটওয়ার্থ ছিলো ৮ মিলিয়ন ইউ এস ডলার বাংলাদেশের টাকায় ৬৮ কোটি টাকা। তো কেউ তো সারাজীবন দারোয়ানের চাকরি করে ৬৮ কোটি টাকা ইনকাম করতে পারবে না সে কিভাবে পারলো? ঐযে বললাম প্রতিমাসের টাকা থেকে জমা করে এবং বিনিয়োগ করে।

আরেকজনের কথা বলি সে হচ্ছে Richard Fuscone যে পৃথিবীর টপ ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করেছে, পৃথিবীর টপ কোম্পানি মেররিল লিঞ্চে কাজ করে এবং একটি ভালো পদে এক্সুকিভিট হন কিন্তু সে ধার করে খরচ এতো অভ্যাস করেছিলো যে ২০০৮ এ তাকে দেউলিয়া ঘোষণা করতে হয়। এতে বুঝা যাচ্ছে আপনি যত টাকাই ইনকাম করুন কিন্তু যদি টাকা ধার করে ল্যাভিস লাইভলিড করার জন্য খরচ করেন তাহলে আপনিও দেউলিয়া হয়ে যেতে পারেন।

"বিষয় এটা না যে আপনি জীবনে কত টাকা ইনকাম করলেন বরং বিষয় এইটা যে আপনি কত টাকা রেখে যেতে পারলেন আপনার পরের প্রজন্মের জন্য" - রবার্ট টি কিওসাকি

"Use your brain you can invent or use proven success methods"

উক্তিটির ব্যাখ্যাঃ আপনার মস্তিষ্ক ব্যবহার করুন তাহলে আপনি টাকা ইনকাম করার নতুন কোনো পদ্ধতি উদ্ভাবন করতে পারবেন অথবা আগে থেকেই প্রমাণিত যেসব সফল পদ্ধতি ব্যবহার করে মানুষ আর্থিক দিক দিয়ে সফল হয়েছে সেগুলো ব্যবহার করুন। তাই মস্তিষ্ক ব্যবহার করাটা জরুরি।

Proven Successful Methods list

১. দোকান দেওয়া
২. ইটের ভাটা দেওয়া
৩. পেট্রোল পাম্প দেওয়া
৪. কাঠের ছ মিল দেওয়া
৫. প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, কোনো বিষয়ে লাইসেন্স দেওয়া, প্রশিক্ষণ দেওয়া কোনো বিষয়ে) দেওয়া
৬. মোটরসাইকেল, সাইকেল, কার, বাস, হেলিকপ্টার বানাবোর কোম্পানি দেওয়া
৭. রিয়েল এস্টেট কিনে বিনিয়োগ করা
৮. শেয়ার বাজার এর শেয়ার কিনা
৯. টেন্ডার (হাট-বাজার ডাক, সেতুর কাজ, রাস্তার কাজ) এ বিনিয়োগ করা
১০. রেস্টুরেন্ট দেওয়া
১১. স্ট্রোক ব্যবসা করা
১২. সোনা ও রুপাতে বিনিয়োগ করা

আরোও অসংখ্য সফল ব্যবসা আছে আশেপাশে তাকান আপনার মস্তিষ্ক ব্যবহার করুন।

Getting Wealthy And Staying Wealthy একই জিনিস না অর্থাৎ বড়লোক হওয়া আর বড়লোক থাকা একই জিনিস না। টাকা কামাই করা আর টাকা কামাই করতে থাকা একই জিনিস না।

আপনার লক্ষ্য এটা করুন যে কিভাবে passive ইনকাম তৈরি করা যায়। কিভাবে একের পর এক asset তৈরি করা যায় যেটা দিয়ে passive ইনকাম আসবে। আপনি একটি সিস্টেম তৈরি করুন যেই সিস্টেম চালাতে আপনার প্রয়োজন হবে না। আপনি একটি কোম্পানি তৈরি করুন যেই কোম্পানি আপনাকে ছাড়াও সুন্দর ভাবে চলবে। আগে একের পর এক asset তৈরি করুন তারপর liability কিনুন।

আপনি আপনার মনের মতো কাজ করবেন, আপনার ইচ্ছামতো টাকা খরচ করবেন কিন্তু passive ইনকাম থাকার কারণে সময়ের সাথে সাথে যেনো আপনার অর্থ-সম্পদ আরোও বাড়তে থাকে।

ধন্যবাদ

(ভুল কিছু বললে জানাবেন)

লেখাঃ মোঃ রেজওয়ানুল হক স্বজন

Level 0

আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস