ঝড়ো হাওয়া আকাশে
মনে হয় বৃষ্টি পড়বে এখন
এরই মাঝে হাঁটের পথে সবকিছু উপেক্ষা করে
আসছে এক তরুণ
আকাশ গর্জন করে, তবু সে ছুটে চলে
আজই যাবে বাড়ি
কতদিন হয়ে গেল দেখে নাই সে
মায়ের চোখের আনন্দ বারি।
এই দুর্যোগ মাঝে, ঘোর অন্ধকারে
চমকে দেবে মাকে
বলবে এসে, এইতো এসেছি আমি
জড়িয়ে ধরো বুকে।
একমাস হয়ে গেল দেখিনি তোমায়
আর কি থাকা যায়?
তাইতো আমি এলাম চলে, ভাবি মা আছে একা
স্তব্ধ ঘরটায়
দেখো মা এনেছি তোমার জন্য
নীলচে রঙের শাড়ী,
আরো এনেছি বকুলের মালা
মানাবে তোমায় ভারি।
ভাবতে ভাবতে ছুটে চলে তরুণ
মায়ের দরজার কাছে,
গিয়ে দেখে মা তারই অপেক্ষায়
পথ চেয়ে বসে আছে।
আমি মোছাঃ মাহিয়া খাতুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।