ধনী হবার বিয়য়ের উপর লিখা কিছু বইয়ের মূলকথাঃ
১. রিচ ড্যাড পুওর ড্যাড (Rich Dad Poor Dad)
এই বইয়ের মূল কথা হচ্ছে পেশা হিসেবে চাকরিকে বাছাই না করে ব্যবসাকে বাছাই করা উচিৎ। আগে আরামের জিনিস (বাড়ি, গাড়ি, মোবাইল, ক্যামেরা, দামি কাপড় ইত্যাদি) না কি আগে এমন জিনিস কেনা উচিৎ যেগুলো প্রতি মাসে টাকা দিবে। টাকার জন্য কাজ না করে টাকাকে নিজের জন্য কাজ করাতে হবে।
২. রিচ ড্যাডস ক্যাশফ্লো কোয়াডরেন্ট (Rich Dad's Cash flow Quadrant)
চার ধরনের পেশার মানুষের উপর লেখা এই বই। ১. চাকরিজীবী/কর্মচারী (Employee) ২. স্ব চাকরিজীবী / স্ব ছোট ব্যবসায়ী (Self Employee) ৩. বড় ব্যবসায়ী (Businessman) ৪. বিনিয়োগকারী (Investor)। সবারই উচিৎ নিজের বড় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা এবং বিনিয়োগকারী হওয়া এটাই এই বইয়ের মূল কথা। টাকা যেনো শুধু এক মাধ্যম থেকে না আসে টাকা ইনকামের যেনো বিভিন্ন মাধ্যম থাকে।
৩. হাউ রিচ পিউপল থিংক (How Rich People Think)
১. মধ্যবিত্তরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য বেশি সময়ের প্রয়োজন কিন্তু ধনীরা মনে করে যে আইডিয়া ব্যবহার করে কম সময়ের মধ্যেও বেশি টাকা ইনকাম করা সম্ভব।
২. মধ্যবিত্তরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য প্রাতিষ্ঠানিক উচ্চ ডিগ্রীর প্রয়োজন কিন্তু ধনীরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য স্বশিক্ষিত হওয়া/সেল্প ডেভেলপমেন্ট (self development)/specific knowledge (কোনো বিষয়ে নিদিষ্ট জ্ঞান) প্রয়োজন।
৩. মধ্যবিত্তরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য বেশি টাকা সেভ করতে হবে কিন্তু ধনীরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য বিনিয়োগ করতে হবে।
৪. মধ্যবিত্তরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য টাকা বাঁচিয়ে খরচ করতে হবে কিন্তু ধনীরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য ক্যালকুলেটেট রিস্ক (calculated risk) নিতে হবে।
৫. মধ্যবিত্তরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য লটারির টিকিট কাটতে হবে কিন্তু ধনীরা মনে করে যে বেশি টাকা ইনকাম করার জন্য একশন(action) নিতে হবে।
টাকা নাই ব্যবসা করবেন কিভাবে?
আপনার এইরকম আরোও অনেক প্রশ্নের উওর পাবেন রিচ ড্যাড পুওর ড্যাড বইয়ে। আমি আর কিছু বললাম না যার ইচ্ছা আছে সে নিজেই খুঁজে নিবে। রিচ ড্যাড পুওর ড্যাড সহ ব্যবসা বিষয়ে আরোও অসংখ্য বই আছে। ঐসব বইয়ে পড়লে জানা যাবে যে কিভাবে টাকা কামাই করা যায়, কিভাবে ধনী হওয়া যায় এরকম আরোও অনেক কিছুই।
ব্যবসা বিষয়ে জানতে যেসব বই পড়তে পারেনঃ
১. রিচ ড্যাড পুওর ড্যাড
২. থিংক এন্ড গ্রো রিচ
৩. বিজনেস স্কুল বাংলা
৪. জিরো টু ওয়ান
৫. হাউ রিচ পিউপল থিংক
৬. দা রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন
৭. রিচ ড্যাডস ক্যাশফ্লো কোয়াডরেন্ট
গুগলসার্চ করলে আরোও ভালো অনেক বই পাবেন ব্যবসা বিষয়ে। তো আপনার ইচ্ছা থাকলে গুগলসার্চ করে এইসব বই পড়ে আইডিয়া নিতে পারেন আইডিয়া এপ্লাই করতে পারেন।
ধন্যবাদ
(ভুল কিছু বললে জানাবেন)
লেখাঃ মোঃ রেজওয়ানুল হক স্বজন
আমি মোঃ রেজওয়ানুল হক স্বজন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।