কখনো মনে হয় হবো ডাক্তার
কখনো মনে হয় কবি
কখনো মনে হয় হবো শিক্ষক
অথবা আঁকবো ছবি,
কখনো মনে হয় আমি গাইবো গান
কখনো মনে হয় হবো নায়িকা
কখনো মনে হয় হবো ইঞ্জিনিয়ার
আবার মনে হয় পাঠিকা।
কখনো মনে হয় হবো রাজনীতিবিদ
করবো অন্যায়ের প্রতিবাদ
কখনো বা মনে হয় হবো পুলিশ
ধরবো চোর ডাকাত,
কখনো মনে হয় হবো ভ্রমণকারী
ঘুরবো দেশে-বিদেশে
কখনো মনে হয় হবো মহাকাশচারী
যাবো ঐ দূর মহাকাশে।
কখনো মনে হয় হবো বিমানচালক
উড়বো আকাশের মাঝে
কখনো মনে হয় হবো সত্যবাদী
সত্য বলব সবার কাছে,
এভাবেই সারা দিন-রাত কত কি যে
মনে হয়
কিন্তু তা সবসময় কল্পনাই
থেকে যায়।
আমি মোছাঃ মাহিয়া খাতুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ অনেক ভালো একটি কবিতা উপহার দেওয়া জন্য।কথাগুলো আসলেই বাস্তব মুখি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এরকমটা হয়ে থাকে।