কাহিনী

বিকাল ৪টা বেজে গেছে। স্কুল সবেমাত্র ছুটি দিয়েছে। সব ছেলেমেয়েরা হইচই করে স্কুল থেকে বের হচ্ছে। এই ভিড়ের মাঝে দেখা গেল সজীব কে। সজীব সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। পড়ালেখায় সে বরাবরই ভালো ছিলো এবং এখনো সে সেইরকমই আছে। ৯ম শ্রেনী পর্যন্ত সে বাসায় শিক্ষকের কাছে প্রাইভেট পড়েছে কিন্তু ১০ম শ্রেনীতে তার বাবা তাকে ব্যাচ এ ভর্তি করিয়ে দেয়। এখন সে পড়ার পাশাপাশি বাইরে প্রকৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। সে সবকিছু নতুন করে দেখছে, শিখছে এবং জানছে। সে এখন অনেক প্রানবন্ত হয়ে উঠেছে। এই নতুন জীবন তার চেনা ও জানার পরিধিকে এক নতুন পরিবেশে নিয়ে গেছে। সত্যি দীর্ঘদিন খাঁচায় বন্দি থাকার পর মানুষ যখন একটু উড়ে যাওয়ার অবকাশ পায় তখন সে উড়তেই থাকে।

Level 1

আমি মোছাঃ মাহিয়া খাতুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস