বিদেশী সাইট থেকে পন্য কিনতে সহজে অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন

বিংশ শতাব্দীতে এসে খুব কম মানুষ ই আছে যারা Amazon, Alibaba, eBay, Go Daddy, NameCheap এর মতো সাইডের নাম শুনেনি। অনেক সময় ঐসব সাইট থেকে প্রযোজনীয় পন্যটি কিনতে অনেক সমস্যায় পরতে হয়। আমি এখানে আলোচনা করবো কিভাবে খুব সহজে এসব সাইড থেকে পন্য কিনতে পারবেন।

প্রথমত আপনার পছন্দের পন্যটিকে কার্টে বা ঝুড়িতে যুক্ত করুন। সিপিং এড্রেস যুক্ত করুন, এরপর ডুয়েল কারেন্সি সম্বলিত মাস্টার কার্ডের সাহায্যে পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সম্পন্ন করার ২৪ থেকে ৭২ ঘন্টার ভিতরে আপনার ইমেলএ মেসেজ চলে যাবে যে আপনার পেমেন্ট সম্পূর্ন হয়েছে।

সারা বিশ্বে বহু কম্পনি আছে যারা আপনার হয়ে প্রডাক্ট রিসিভ করে কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে এনে দিবে। DHL, FedEx এর মধ্যে অন্যতম। এরা সারা বিশ্ব তাদের কুরিয়ার সার্ভিস প্রদান করে থাকে। বিস্তারিত এদের টার্মস এন্ড কন্ডিশন পরে নিবেন।

এখন যদি আপনার কাছে ডুয়েল কারেন্সির মাস্টারকার্ড না থাকে অথবা ডলার কিনতে হয় তাহলে দেশি সেলারের থেকে কিনতে পারেন অথবা ব্যাংক থেকে কিনতে পারেন। দেশি সেলারের মধ্যে Emultiway ডলার কেনা বেচায় বেস্ট সার্ভিস দিচ্ছে, ট্রাই করে দেখতে পাবেন।

এখন যদি আপনার মাস্টার কার্ড না থাকে তো কিভাবে কিনবেন? প্রডাক্টটি কার্টে বা ঝুড়িতে যুক্ত করার পর  Emultiway এর সাথে যোগাযোগ করলে তারা তাদের নিজস্ব কার্ড দিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট করে দিবে, তবে অবশ্যই কোনো সাইডের সাথে আর্থিক লেনদেন করার পূর্বে, তাদের টার্মস এন্ড কন্ডিশন পরে নিবেন।

Emultiway এর বেপারে বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.emultiway.com Emultiway thumbnail

Level 0

আমি সোহেল শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

graphics designer, SEO marketer https://www.behance.net/sohelsheikh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস