সুন্দরবন বাংলাদেশের একটা অন্যতম সম্পদ৷ সুন্দরবনের মাছ এবং মধু উভয়ই অন্য এলাকার থেকে অনেক আলাদা এবং স্পেশাল এদের বিশেষ বৈশিষ্ট এবং স্বাদের জন্য৷
সুন্দরবনের মধুর বৈশিষ্টের সাথে বাংলাদেশের অন্য কোন অঞ্চলের মধুর বৈশিষ্ট মেলে না৷ সুন্দরের মধুর বিশেষ কিছু বৈশিষ্ট আছে, এর মধ্যে অন্যতম হল এর ফ্রুক্টোজ লেভেল বেশি এবং গ্লুকোজ লেভেল কম, পাশাপাশি ময়েশ্টারটাও বেশি৷ তাই সুন্দরনের খাঁটি মধু কখনোই জমে না৷
সুন্দরবন থেকে যে যে মধুগুলি পাওয়া যায়ঃ
এদের মধ্যে খলিশা ফুলের মধু এবং গরান ফুলের মধু সবচেয়ে জনপ্রিয়।
শীতে মধু জমে যাওয়া যারা বিড়ম্বনা মনে করেন, তাদের জন্য সুন্দরবনের খাঁটি মধু বেস্ট হবে ৷ এটা শীত গ্রীষ্ম বর্ষা কোন মৌসুমেই জমবে না৷ সারাবছরই তরল থাকবে৷ সুন্দরবনের খলিশা ফুলের মধু এবং গরান ফুলের মধুর স্বাদটা অনেক সুন্দর এবং অন্য মধুর থেকে বেশ আলাদা৷
বিঃদ্রঃ মধু জমে যাওয়া বা দানাদার হয়ে যাওয়া মধু এর একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রক্রিয়া৷ জমে যাওয়া মধু এবং তরল মধুর গুণাগুণ একই৷
তুষার মাহমুদ
স্বত্বাধিকারীঃ http://www.shuddhoshop.com
আমি তুষার মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি তুষার মাহমুদ, পড়াশুনা করছি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে৷ এর পাশাপাশি প্রাকৃতিক মধু নিয়ে কাজ করছি ২০১৮ থেকে৷ আমার উদ্দেশ্য জনসাধারণের মাঝে মধু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ও নির্ভেজাল মধু সরবরাহ করা৷ ওয়েবসাইটঃ www.shuddhoshop.com