অবাক হয়ে তাকিয়ে থাকতে হয় যখন অতিতের কথা মনে পড়ে। এ বেশি দিনের কথা নয়। এইতো কয়েক বছরের কথা। এসব কি আর এত সহযে ভুলা যায়। হয়তো আনেকের মনে তার রেখঅ মাত্র নেই। আর এরা কিভাবে তা মনে রাখবে। এরাতো সেই কষ্টোকর জীবন যাপন করেনি।
আজ আজ আমরা অনেক সুখ ভোগ করি। কিন্তু যখন মানুষ তার নিজের শক্তি ব্যবহার করে সব কাজ সম্পাদন করেছে। যখন ছিলনা কোন মোবাইল, কম্পিউটার, ল্যাপ্টপ, টিভিও ক্যামেরা। না কোন কিছুই ছিলনা। মানুষ তার খাবার সংগ্রহ করত পাখিদের মত প্রায়। সকাল হলেই বের হয়ে যেত আর সন্ধ্যা হলে বাড়ি ফিরত। কারও কাছে কোন খবর পাঠালে পায়ে হেঠে তা পেছোতে হত। হয় কারো মৃত্যুর সংবাদ পৌছাতে গিয়ে কয়েক দিন লেগে গেছে। অনেক সময় সেই হয়ত লাশ হয়ে ফিরে এসেছে। কোন চিঠি লেখার দরকার হলে তা হাতে লিখে আবার পৌছাতে অনেক সময় লেগেছে।
গ্রামের অনেকে এক সাথে বসে গল্প শুনেছে।
কিন্তু এখন আর তেমন নেই। কোন কিছু চাইতেই যেন উপর থেকে সামনে পড়ে যাচ্ছে। আর দরকার হয়না কাউকে। কারণ সব কিছু হাতের মুঠই। তো কিভাবে এল এই প্রযুক্তি? কোথা থেকে শুরু হল এই প্রযুক্তি?
হয়তো অনেকেই জানেনা এর শুরু কোথায়। হ্যা আমি বলছি এর শুরু হল চাকা থেকে। যখন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা কিছু নিয়ে যেত তখন অনেক কষ্ট হত। তখন ভাবতে থাকল কিভাবে সহজে এটা অন্য জায়গা নিয়ে যাওয়া যায়। তাই মনে মনে কল্পনা করতে থাকল কি করা যায়। এভাবে একদিন চাকা আবিষ্কার করে ফেলল। আর এভাবেই প্রযুক্তির চাকা গড়তে থাকল।
এই হল যত সব প্রযুক্তির মূল কথা।
আমি ইসকান্দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের জন্য ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না।
কারণ:
১. টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন নূন্যতম ৪০০ শব্দের হতে হয় এবং প্রতি টিউনে টেকটিউনস কপিরাইট গাইডলাইন অনুযায়ী, নূন্যতম ৩ টি, টিউনে এর সাথে প্রাসঙ্গিক, ছবি যুক্ত থাকতে হয়। আপনার টিউনটি এই বৈশিষ্ট্য সম্পন্ন নয়।
২. টিউন, নির্দিষ্ট সঠিক কোন টিউন বিভাগে নেই। ‘অন্যান্য’ বিভাগে টিউন প্রকাশ করা হয়েছে।
৩. টিউনে টিউনের সাথে প্রাসঙ্গিক থাম্বনেইল যুক্ত করা হয়নি।
করণীয়:
এই টিউনটি টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী না হওয়ায় এই টিউনটি টেকটিউনস ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না। এই টিউনটির পরিবর্তে টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী নতুন টিউন প্রকাশ করুন।
খেয়াল করুন:
যে কোন ধরনের টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। শুধু মাত্র অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করা যায়। আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউন গুলোর ফরমেট ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউনের মান ইত্যাদি ফলো করুন। সে মানের ইউনিক টিউন প্রকাশ করতে পারলে আপনি টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন।
টেকটিউনসে কি ধরনের অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক এর উপর টিউন করুন।