৪টা অ্যাপ ভিত্তিক ব্যাবসা আইডিয়া 2021

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু ওয়ালাইকুম ভালোমানুষ এর গ্রুপের সকল বোন ও ভাইয়া

অনেকেই ব্যাবসার আইডিয়া খুঁজে পান না কি নিয়ে কাজ করবে কি করলে ভালো হবে কোন ব্যাবসা দ্রুত বাজার দখল করতে পারবে ইত্যাদি।

তাই আজকে কথা বলব ৪টা ব্যাবসা নিয়ে যা আপনি অ্যাপ এর মাধ্যমে করতে পারবেন এবং একবার নিজ এলাকাতে শুরু করলে পরবর্তিতে যে কোন যায়গাতে এর প্রসার করতে পারবেন। সময়ের সবচাইতে চাহিদা সম্পুর্ন ব্যাবসা এবং ভবিষ্যৎ এ এর চাহিদা আরও বাড়বে এমন ব্যাবসা আইডিয়া এইগুলা।

প্রথম অ্যাপ ভিত্তিক ব্যাবসা আইডিয়া ফুড ডেলিভারি অ্যাপ

হ্যা শুধু এখনকার জন্য না একটা সময় শহর ছেরে মফস্বল এর পর গ্রামে গ্রামে ছরি যাবে এই সেবা। মানুষ এখন ঘরের তৈরি খাবারের চাইতে অন্য যায়গাতে তৈরি খাবার খেতে পছন্দ করে। কারন মানুষ এখন কষ্ট করতে চায় না, চায় রেডিমেড কিছু হলে তো ভালই কে যাবে কষ্ট করে তৈরি করতে। তাই ফুড ডেলিভারি অ্যাপ এর চাহিদা এই সেবার চাহিদা অনেক অনেক, শুধু আপনার শুরু করার অপেক্ষা।

দ্বিতীয় অ্যাপ ভিত্তিক ব্যাবসা আইডিয়া মেডিসিন সার্ভিস অ্যাপ

হ্যা সময়ের খুব বেশি চাহিদা সম্পুর্ন অ্যাপ বা ব্যাবসা আইডিয়া হচ্ছে অ্যাপ এর মাধ্যমে মেডিসিন সার্ভিস প্রদান করা। এইটা যে কেউ জানে আমাদের পরিবারে প্রতিদিন কারো না কারো কোন না কোন ওষুধ লাগেই। এখন যে সময় যাচ্ছে মানুষ বের হতে ভয় পায় এবং অনেক সময় যাওয়া আসার সমস্যার জন্য প্রয়োজন থাকলেও নিয়ে আসতে পারে না। ঠিক এইসব বিষয়ের জন্য একটা মেডিসিন অ্যাপ অনেক ভালো করার সম্ভব।

তৃতীয় অ্যাপ ভিত্তিক ব্যাবসা আইডিয়া লোকাল কুরিয়ার সার্ভিস অ্যাপ বা লোকাল ডেলিভারি সার্ভিস অ্যাপ

সারাদেশে অনেক কুরিয়ার কোম্পানি আছে যারা ডেলিভারি দিয়ে থাকে, আবার কিছু আছে হোম ডেলিভারি ও দেয়। তবে একই সিটি হোক বা যে কোন জেলার মধ্যে একই দিনে পণ্য ডেলিভারি দেয় এমন কোম্পানি কম ই আছে আর থাকলেও কোন অ্যাপ দ্বারা পরিচালিত হচ্ছে না। তাই সুযোগ এবং মার্কেট ২টাই উন্মুক্ত। আপনি যদি ফাস্ট ডেলিভারি দিতে পারেন পারেন সুযোগ সুবিধা ভালো দেন তাহলে আপনার মার্কেট ধরা টা সহজ হবে।

চতুর্থ অ্যাপ ভিত্তিক ব্যাবসা আইডিয়া সেবা প্রদানকারী অ্যাপ

আমাদের প্রতিদিন অনেক রকম সেবার প্রয়োজন হয়, কাকে দিয়ে করাবো কোথায় পাবো, কখন আসবে ইত্যাদি সমস্যা থেকেই যায়। আপনি চাইলে এমন অ্যাপ তৈরি করতে পারেন যেখানে সব রকম সেবা প্রদানকারী কোম্পানি, দোকান বা লোকের তথ্য থাকবে। যার যা প্রয়োজন সে সেই সেবা প্রদানকারী লোক কে কল দেবে বা অ্যাপ এ জানাবে। এমন সেবা আপনি প্রথমে নিজে জেলা বা উপজেলা তে শুরু করলেও খুব অল্প সময়ে সব যায়গাতে কাজ করতে পারবেন সহজেই। আর এইটা এমন একটা ব্যাবসা আইডিয়া যেটার চাহিদা কোন দিন কমবে তো না বরঞ্চ দিন দিন বারতেই থাকবে।

এখন আসি মুল বিষয়ে আপনি এমন ব্যাবসা শুরু করতে চান আপনার ইচ্ছা আছে আপনি টাকা খরচ করতে ও রাজি তবে আপনি জানেন না কি ভাবে করবেন আর কোথায় করাবেন কে করে দেবে। এবং শুরু তো করলেন তবে কি ভাবে ভালো করবেন, সমস্যায় পরলে কে সাপর্ট দেবে। কোন চিন্তা চাই আপনার এমন ব্যাবসা আইডিয়া কে বাস্তব রুপ দিতে আপনাদের পাশে থাকবে "আমাদের সেবা"। অ্যাপ তৈরি মার্কেটিং লোকাল প্রচার প্রচারনা সব করে দেবে "আমাদের সেবা"। তাই আপনি যদি এমন কোন ব্যাবসা নিয়ে যাত্রা শুরু করতে চান চিন্তা করবেন না ইচ্ছা + টাকা আপনার বাকি কাজ করবে আমাদের সেবা।

বিস্তারিত আলোচনার জন্য অথবা ব্যাবসা শুরু করার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে

কল করুন মোবাইল এ অথবা মেসেঞ্জার বা ওয়াটসঅ্যাপ এ ০১৭২৫৬৫২৬৭১

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস