আলেয়ার কথা বললে হয়তো অনেকেই মনে করবেন এ আবার কি। অামরা সকলেই হয়তোবা আলেয়া দেখেছি। কিন্তু জানিনা যে, এটাই আলেয়া। অালেয়া প্রায় ক্ষেত্রে মরিচিকার সাথে উদাহরণ করা হয়। মরিচিকা যেমন মানুষকে দিধায় ফেলে দেয়, ঠিক তেমন মরিচিকাও মানুষকে পথহারা করে দেয়। এভাবেই উদাহরণ দেয়া হয়।
মরিচিকায় পড়ে মানুষ যেমন ঘুরতে থাকে যে, এই বুঝি সেখানে পানি। ফলে সে এখান থেকে সেখানে দৌড়াতে থাকে। কিন্তু কোথাও কোন পানি মিলেনা। এক সময় সে বেহুশ হয়ে পড়ে। যেদিকে যাই দূর থেকে মনে হয় অনেক পানি। কিন্তু সেখানে গিয়ে শুধুই বালি আর বালি।
ঠিক একই ভাবে আলোয়ার ক্ষেত্রে মনে হয়। রাতের বেলায় হয়তো কখোন হঠাৎ করে অালে জ্বলতে দেখেছ? মিনিশেই তা আবার হারিয়ে যায়। কি বন্ধুরা বুঝতে পেরেছ কিসের কথা বলছি? এটাই আলেয়া।
এক প্রকার মিথেন গ্যাস বাতাসের সঙস্পর্সে এলেই জ্বলে উঠে। আর তখনই আমরা তা দেখতে পাই। এটা বাতাস মুখি ও দু এক সেকেন্ড জ্বলে বা আর একটু বেশি সময়। তার পরেই হারিয়ে যাই।
আর যে মিথেন গ্যাসের কথা বলিছি তা তৈরি হয় বিভিন্ন প্রকার পচা আবর্জনা থেকে।
এ গ্যাস অত্যান্ত দাহ্য।
তো আমরা যখন গভির অন্ধকারে পড়ি এবং কিছই দেখিনা। চলার মতো কিছুই নেয়। ঠিক তখোন যদি অালেয় জ্বলে উঠে তো কেমন হবে বন্ধুরা।
আমি ইসকান্দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
টিউন সাইটে সকলকে স্বাগতম