আ‌লেয়া কি?

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আ‌লেয়ার কথা বল‌লে হয়‌তো অ‌নে‌কেই ম‌নে কর‌বেন এ আবার কি। অামরা সক‌লেই হয়‌তোবা আ‌লেয়া দে‌খে‌ছি। কিন্তু জা‌নিনা যে, এটাই আ‌লেয়া। অ‌া‌লেয়া প্রায় ক্ষে‌ত্রে ম‌রি‌চিকার সা‌থে উদাহরণ করা হয়। ম‌রি‌চিক‌া যেমন মানুষ‌কে দিধায় ফে‌লে দেয়, ঠিক তেমন ম‌রি‌চিকাও মানুষ‌কে পথহারা ক‌রে দেয়। এভা‌বেই উদ‌াহরণ দেয়া হয়।

ম‌রি‌চিকায় প‌ড়ে মানুষ যেমন ঘুর‌তে থা‌কে যে, এই বু‌ঝি সেখা‌নে পা‌নি। ফ‌লে সে এখান থে‌কে সেখা‌নে দৌড়া‌তে থা‌কে। কিন্তু কোথাও কোন পা‌নি মি‌লেনা। এক সময় সে বেহুশ হ‌য়ে প‌ড়ে। যে‌দি‌কে যাই দূর থে‌কে ম‌নে হয় অ‌নেক পা‌নি। কিন্তু সেখা‌নে গি‌য়ে শুধুই বা‌লি আর বা‌লি।

ঠিক একই ভা‌বে আ‌লোয়ার ক্ষে‌ত্রে ম‌নে হয়। রা‌তের বেলায় হয়‌তো ক‌খো‌ন হঠাৎ ক‌রে অা‌লে জ্বলতে দে‌খেছ? মি‌নি‌শেই তা আবার হা‌রি‌য়ে যায়। কি বন্ধুরা বুঝ‌তে পে‌রেছ কি‌সের কথা বল‌ছি? এটাই আ‌লেয়া।

এক প্রকার মি‌থেন গ‌্যাস বাতা‌সের সঙস্প‌র্সে এ‌লেই জ্ব‌লে উ‌ঠে। আর তখনই আমরা তা দেখ‌তে পাই। এটা বাতাস মু‌খি ও দু এক সে‌কেন্ড জ্ব‌লে বা আর একটু বে‌শি সময়। তার প‌রেই হা‌রি‌য়ে যাই।

আর যে মি‌থেন গ‌্যা‌সের কথা বল‌িছি তা তৈ‌রি হয় বি‌ভিন্ন প্রকার পচা আবর্জনা থে‌কে।

এ গ‌্যাস অত‌্যান্ত দাহ‌্য।

তো আমরা যখন গ‌ভির অন্ধকা‌রে প‌ড়ি এবং কিছই দে‌খিনা। চলার ম‌তো কিছুই নেয়। ঠিক ত‌খোন য‌দি অা‌লেয় জ্ব‌লে উ‌ঠে তো কেমন হ‌বে বন্ধুরা।

Level 2

আমি ইসকান্দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন সাই‌টে সকল‌কে স্বাগতম

আশা করি সবাই ভা‌লো আ‌ছেন। আ‌মিও আল্লাহর রহম‌তে অ‌নেক ভা‌লো আ‌ছি।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের জন্য ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না।

কারণ:

১. টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন নূন্যতম ৪০০ শব্দের হতে হয় এবং প্রতি টিউনে টেকটিউনস কপিরাইট গাইডলাইন অনুযায়ী, নূন্যতম ৩ টি, টিউনে এর সাখে প্রাসঙ্গিক, ছবি যুক্ত থাকতে হয়। আপনার টিউনটি এই বৈশিষ্ট্য সম্পন্ন নয়।

২. টিউন, নির্দিষ্ট সঠিক কোন টিউন বিভাগে নেই। ‘অন্যান্য’ বিভাগে টিউন প্রকাশ করা হয়েছে।

৩. টিউনে টিউনের সাথে প্রাসঙ্গিক থাম্বনেইল যুক্ত করা হয়নি।

করণীয়:

এই টিউনটি টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী না হওয়ায় এই টিউনটি টেকটিউনস ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না। এই টিউনটির পরিবর্তে টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী নতুন টিউন প্রকাশ করুন।

খেয়াল করুন:

যে কোন ধরনের টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। শুধু মাত্র অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করা যায়। আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউন গুলোর ফরমেট ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউনের মান ইত্যাদি ফলো করুন। সে মানের ইউনিক টিউন প্রকাশ করতে পারলে আপনি টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন।

টেকটিউনসে কি ধরনের অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
  4. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৪
  5. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৫

আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক এর উপর টিউন করুন।