বিসমিল্লাহির রহমানির রহিম.
আসসালামুআলাইকুম, বন্ধুরা সবাই কেমন আছেন? আশাকরি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন।
বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে লাইক ফলো করে অনলাইন থেকে খুব সহজেই টাকা আয় করতে পারবেন। এটা আমার প্রথম টিউন তাই ভুলভ্রান্তি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে শুরু করি.
ইন্টারনেটের জগতে এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই টাকা আয় করতে পারবেন। এমনই একটি ওয়েবসাইট গেটলাইক। এটি একটি রাশিয়ান ওয়েবসাইট, এই ওয়েবসাইট এর মাধ্যমে টুইটার ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোসাইল প্লাটফর্মের ইউজারদের ফলো করে এবং তাদের কন্টেন্ট এ লাইক দিয়ে খুব সহজেই টাকা আয় করতে পারবেন। আপনার উপার্জিত অর্থ Payeer অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে নিবেন।
এজন্য যা করতে হবেঃ
•প্রথমে আপনাকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যেতে হবে! ঠিক এমন একটা পেজ ওপেন হবে,
•যেহেতু এইটা একটা রাশিয়ান সাইট, তাই সম্পূর্ণ ওয়েবপেজ রাশিয়ান ভাষাতে লেখা থাকবে। তবে চিন্তার কোন কারণ নেই আপনি ক্রোম ব্রাউজারের ট্রান্সলেশন টুল ব্যবহার করে পেজটিকে ইংরেজি করে নিবেন।
•পেজটি ইংরেজি করার পর রেজিস্ট্রার ওপশনে গিয়ে রেজিষ্ট্রেশন করে নিবেন।
এবার আসুন কিভাবে আপনি কাজ করবেন, মেনুতে গিয়ে Quest Exchange এ ক্লিক দিলে সোসাইল মিডায়া অপশন আসবে সেখান থেকে আপনি যে প্লাটফর্ম দিয়ে কাজ করতে চান ওই প্লাটফর্ম সিলেক্ট করুন। উদাহরণস্বরূপ আমি এখানে টুইটার সিলেক্ট করলাম!
এমন একটা ইন্টারফেস আসবে, এখান থেকে Ad Social Network Account এ ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্ট এড করবেন!
নির্দেশনা মোতাবেক আপনার টুইটার অ্যাকাউন্ট এড হলেই আপনার টাকা আয়ের কাজ শুরু যত ফলো করবেন তত আয় হবে!
বিঃদ্রঃ আপনার যখন ১০০ রাশিয়ান রুবি হবে তখন আপনি Payeer অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন, এরপর আপনি Payeer এর সাহায্যে রুবি ডলারে কনভার্ট করবেন। তারপর যেকোনো মানি এক্সচেঞ্জ ওয়েবসাইট থেকে সেই ডলার বিকাশ, নগদ বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিবেন। ব্যাস আপনার টাকা আপনার হাতে চলে আসলো।
আজকের টিউন এখানেই শেষ করছি, ইনশা আল্লাহ পরবর্তী টিউনে কিভাবে Payeer থেকে বিকাশে টাকা নিবেন সেটা দেখাবো!
আমার টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ!
আমি মুহাম্মাদ শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
কাজের যে রেট বাবারে বাবা একটা পেমেন্ট নিতে হল বুড়ো হইয়া যামু