আপনি কি কখনো এভাবে ভেবেছেন; চলার পথে, বাসে, ট্রেনে, জাহাজে, কিংবা এরোপ্লেনে আপনার পাশের সিটে বসা অপরিচিত ভদ্রলোক বা ভদ্রমহিলাটি আপনার ভাই কিংবা আপনার বোন৷ এই কথা শুনে আপনার মনে প্রশ্ন উকি দিচ্ছে নিশ্চয়, কিভাবে? চিনিনা জানিনা অমনিই অপরিচিত লোকটি আমার ভাই! হ্যা, যদি একটু হিসাব করে দেখা হয় তাহলে সেটাই বের হবে। কিন্তু কিভাবে? আচ্ছা আসুন তাহলে ব্যাপারটা একটু আপনাকে বুঝিয়েই বলি। প্রতিদিন কত মানুষই না বাসে, ট্রেনে, এরোপ্লেনে ছড়ে দেশ-বিদেশ ঘুরে বেড়ায়। ধরুন কোন একদিন আপনিও বিদেশ ভ্রমণের জন্য প্লেনে চড়ে বসলেন, আর আপনার পাশের সিটে বসে আছেন এমন একজন মানুষ; তার সাথে আপনার চেহারা, রঙ কোন কিছুরই মিল নেই, এমনকি আপনি মানুষটির ভাষাও বোঝেননা। তখন মানুষটি সম্পর্কে আপনার ভাবনা কি হবে? নিশ্চয় মানুষটি আপনার কাছে অপরিচিতই বিবেচিত হবে। কিন্তু না, মজার ব্যাপার হচ্ছে আপনি এটা জেনে অবাক হবেন যে, এই ভিনদেশি মানুষটিও আপনার জ্ঞাতি ভাই অথবা বোন — চাচাতো, মামাতো, ফুফাতো কিংবা খালাতো৷ এ সম্পর্ক হয়তো দূর সম্পর্কের, কিন্তু খুব বেশি হলে ৫০ তম প্রজন্মের আত্মীয়তা; এর চেয়ে বেশি দূরের নয়৷
জিনতত্ত্ববিদরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন যে, পৃথিবীর যেকোন দুই দূর প্রান্তের দুই জন লোক মোটামোটি ঘনিষ্ঠ আত্মীয়তা সম্পর্কিত৷ আপনার পাশের সিটে বসা মানুষটি হয়তো স্পেনিশ, ইউরোপিয়ান, আফ্রিকান কিংবা আমেরিকান আর আপনি বাঙালী। আমাদের কাছে আমাদের উর্ধতন বংশের তত্ত্ব খুব বেশি সংগৃহিত থাকেনা বলে আমরা এই সম্পর্ক যোগসূত্র চিত্রায়ণ করতে পারি না। কিন্তু, আপনি যদি বংশের হিসাব নিকাশ নিয়ে বসেন তাহলে দেখা যাবে, এই জ্ঞাতি সম্পর্ক ৫০ টি স্তরের চেয়ে বেশি দূরের নয়। অর্থাৎ ঘুরেফিরে আপনারা খালাতো, চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বা বোন৷ পৃথিবীর বসবাসরত প্রত্যেক ব্যক্তি একটি পরিবার-বৃক্ষের সদস্য। এই বৃক্ষের শাখা প্রশাকার যেকোন একটিতে আপনি অবস্থান করছেন।
পৃথিবীর অসংখ্য দেশের পরিবার-বৃক্ষের উৎপত্তি ও ক্রমবকাশ সন্ধান করলে দেখা যাবে, এদের বিস্তৃতি ৫০ টি প্রজাতির চেয়ে বেশি নয়; এবং পূর্বপুরুষ অনুসন্ধান করে যে কেউ পৌঁছাতে পারবেন আদি পরিবার-বৃক্ষে, যেখান থেকে সারা পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়েছে। তাই আপনি অনায়াসেই দাবী করতে পারেন, আপনার পাশের মানুষটি আপনার ভাই কিংবা আপনার বোন৷ কারণ সবার পূর্বপুরুষই একদিন ছিল এক আদি পরিবারের অন্তর্ভুক্ত। এই অর্থে যখন বলা হয়, মানবজাতি এক ও অভিন্ন আত্মীয়তার সূত্রে আবদ্ধ —কথাটা একেবারেই সঠিক। আধুনিক জিনতত্ত্ব দ্বারাও এর সত্যতা প্রতিষ্ঠিত৷
যদি তা-ই হয়, তাহলে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ, সংঘর্ষ, হানাহানি ঠিক ততটাই নিন্দনীয় ও বর্জনীয়, যতটা এক পরিবারের সদস্যদের মধ্যে নিন্দনীয় ও বর্জনীয়৷ এই চিন্তা যদি আমরা প্রত্যেকে মনের গভীরে ধারণ করতে পারি, তাহলে পৃথিবীতে হিংসা আর ঘৃণার সমাজের পরিবর্তে গঠিত হবে সুন্দর এবং সৌহার্দপূর্ণ এক সমাজ। যেখানে একে অপরের সাথে মিলেমিশে গঠন করবে শান্তির এক পরিবার। যে পরিবারের নাম হবে পৃথিবী।
আমি নূরুদ্দীন শহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউনটি টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের জন্য ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না।
কারণ:
১. টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন নূন্যতম ৪০০ শব্দের হতে হয় এবং প্রতি টিউনে টেকটিউনস কপিরাইট গাইডলাইন অনুযায়ী, নূন্যতম ৩ টি, টিউনে এর সাথে প্রাসঙ্গিক, ছবি যুক্ত থাকতে হয়। আপনার টিউনটি এই বৈশিষ্ট্য সম্পন্ন নয়।
২. টিউন, নির্দিষ্ট সঠিক কোন টিউন বিভাগে নেই। ‘অন্যান্য’ বিভাগে টিউন প্রকাশ করা হয়েছে।
করণীয়:
এই টিউনটি টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী না হওয়ায় এই টিউনটি টেকটিউনস ‘ট্রাস্টেড টিউন’ হিসেবে বিবেচিত হলো না। এই টিউনটির পরিবর্তে টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন অনুযায়ী নতুন টিউন প্রকাশ করুন।
খেয়াল করুন:
যে কোন ধরনের টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। শুধু মাত্র অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করা যায়। আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউন গুলোর ফরমেট ও ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউনের মান ইত্যাদি ফলো করুন। সে মানের ইউনিক টিউন প্রকাশ করতে পারলে আপনি টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন।
টেকটিউনসে কি ধরনের অরিজিনাল, হাই-কোয়ালিটি, ইউনিক ও ইউজার এনগেজিং টিউন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি আরও বেশি নতুন নতুন এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক নিয়ে স্টার্ডি ও রিসার্চ করুন এবং আপনার পরবর্তি টিউনের টপিক হিসেবে এক্সক্লুসিভ, ইউজার এনগেজিং, টেকটিউনসে ইউনিক এমন টপিক এর উপর টিউন করুন।