সকল বাংলা টেক ব্লগ ও ওয়েবসাইট এর তালিকা

বাংলা ভাষায় প্রকাশিত ব্লগের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। সাথে বাড়ছে বাংলা টেক ব্লগ এর সংখ্যাও। পাঠকদের প্রযুক্তির বিষয়ে আগ্রহের ফলে বাংলা টেক ব্লগ বা ওয়েবসাইট গুলোতে ভিজিটর এর অভাব হয়না।

অগণিত বাংলা টেক ব্লগ ওয়েবসাইট থাকলেও আমরা শুধুমাত্র সেরা কনটেন্ট আছে এমন প্রযুক্তি ওয়েবসাইট আমাদের তালিকায় যুক্ত করেছি। চলুন জেনে নেয়া যাক, সেরা সকল বাংলা টেক ব্লগ  ও বাংলা টেক নিউজ ওয়েবসাইট সম্পর্কে।

উল্লেখ্য যে, এই তালিকা বাংলাদেশী প্রযুক্তি সম্পর্কিত ওয়েবসাইটের পাশাপাশি ভারতের বাংলা টেক ওয়েবসাইট এর ও উল্লেখ রয়েছে।

বাংলাটেক২৪

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান ঘটনা। আধুনিক বিশ্বের সাথে এগিয়ে যেতে চাইলে নতুন নতুন সব উদ্ভাবন ও আবিষ্কারের সাথে পরিচিত থাকা এখন সময়ের দাবী। বাংলাটেক টোয়েন্টিফোর ডটকম এর লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের প্রতিটি কোণায় বিজ্ঞান ও প্রযুক্তির আলো পৌঁছে দেয়া।

বাংলাটেক২৪ সকল ধরনের উল্লেখযোগ্য টেক নিউজ এর পাশাপাশি নিয়মিত অসাধারণ সব ব্লগ কনটেন্ট টিউন করে থাকে। কোয়ালিটি কনটেন্ট আর নিষ্ঠার সমন্বয়ে সাইটটি বাংলাদেশী প্রযুক্তিপ্রেমীদের প্রিয় বাংলা টেক ব্লগ হয়ে উঠেছে।

বাংলাটেক২৪ ভিজিট করুন

টেক জুম

Techzoom.TV বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক অনলাইন মাল্টিমিডিয়া নিউজপোর্টাল। এই বিজ্ঞান ও প্রযুক্তি অনলাইন পোর্টালটি বিশ্বের সর্বাধিক ভিজিটেড বাংলাদেশী এবং বাংলা ওয়েবসাইট।

টেকজুম ভিজিট করুন

ডিজি বাংলা

এক ঝাঁক তরুণ-তুখোড় আর মেধাবী দল নিয়ে ডিজি বাংলা দর্শক-পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, টেলিকম খাতের বাইরেও অর্থনীতি, ব্যাংকিং, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, পোশাকশিল্প, বিনোদনসহ প্রযুক্তি রূপান্তরের প্রতিটি খাতকেই। আধুনিক জীবনের অন্যতম অনুষঙ্গ মোবাইল, ইন্টারনেট; সোশ্যাল মিডিয়া এবং গ্লামারকেও ধারণ করছে ডিজিবাংলা।

ডিজি বাংলা ভিজিট করুন

ডিজিট ডট ইন

ভারতীয় প্রযুক্তিপ্রেমীদের অন্যতম প্রিয় টেক ওয়েবসাইট ডিজিট ডট ইন। বাংলা, ইংরেজি ছাড়াও এটি একাধিক ভাষায় প্রযুক্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে বিশ্বব্যাপী।

ডিজিট ডট ইন ভিজিট করুন

গিজবট

ভারতের আরেকটি বাংলা ভাষার অন্যতম টেক রিলেটেড ওয়েবসাইট হলো গিজবট। বাংলা, ইংরেজী সহ আরো বিভিন্ন ভারতীয় ভাষায় কনটেন্ট রয়েছে সাইটটিতে।

গিজবট ভিজিট করুন

টেক গাপ

টেক গাপ আরেকটি শীর্ষস্থানীয় বাংলা প্রযুক্তি সংবাদ এবং গ্যাজেট সম্পর্কিত ওয়েবসাইট। টেলিকম, গ্যাজেট, গাড়ি ইত্যাদি সম্পর্কিত সর্বশেষ খবরগুলি কভার করে থাকে ওয়েবসাইটটি।

টেকগাপ ভিজিট করুন

টেক থটস বিডি

বাংলা ভাষায় অসাধারণ সব ব্লগ টিউন করে থাকে টেক থটস বিডি ওয়েবসাইটটি। গুগলের ফ্রি ব্লগ প্ল্যাটফর্মে হোস্টেড হলেও সাইটটির কনটেন্ট এর কোয়ালিটি চোখে পড়ার মত।

টেক থটস বিডি ভিজিট করুন

বাংলাটেক

ভারতীয় ওয়েবসাইট, বাংলাটেক অফার করছে বিশাল এক বাংলা কনটেন্ট লাইব্রেরী। সাধারণ সব প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে টিউন এর পাশাপাশি অনেক ইউনিক কনটেন্ট ও রয়েছে বাংলা টেক ব্লগটিতে।

বাংলাটেক ভিজিট করুন

টেকটিউনস

টেকটিউনস একটি ইউজার জেনারেটেড কনটেন্ট প্ল্যাটফর্ম হওয়ায় সাইটটির কনটেন্ট সংখ্যা এই তালিকার অন্যসব ওয়েবসাইট থেকে অনেক বেশি। এমন কোনো প্রযুক্তি সম্পর্কিত বিষয় হয়ত খুঁজে পাওয়া যাবেনা যা সম্পর্কে টেকটিউনস এ টিউন নেই।

টেকটিউনস ভিজিট করুন

ট্রিকবিডি

ট্রিকবিডি’র পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে হয়না। বাংলাদেশের প্রথম দিকের বাংলা টেক ব্লগ এর নাম বললেই ট্রিকবিডির নাম শীর্ষে আসবেই।

ট্রিকবিডি ভিজিট করুন

পিসি হেল্পলাইন বিডি

পিসি হেল্পলাইন বিডি একটি বাংলা টেক ওয়েবসাইট যা বিভিন্ন গুরত্বপূরণ টেক রিলেটেড বিষয়ে টিউন করে থাকে।

পিসি হেল্পলাইন বিডি ভিজিট করুন

Level 2

আমি সাজিদ কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইল প্রাইস
মোবাইল প্রাইস হল একটি ভারতের টেক সাইট। এখানে সকল প্রকার নতুন মোবাইল ফোনের আপডেট ও সকল নতুন গাড়ির আপডেট আপনি পেয়ে যাবেন।